আইপিএলের নিলামে কিরন কুমার গ্রান্ধিরা দলে নিয়েছে লোকেশ রাহুলকে। নিজেরা শ্রেয়স আইয়ার, ঋষভ পন্তদের আকাশচু্ম্বি দাম তুলে দেওয়ার পর গত তিন মরশুমে ব্যাট হাতে অত্যন্ত সফল লোকেশ রাহুলক✱ে নিয়েছেন মাত্র ১৪ কোটি টাকায়। আর মিচেল স্টার্কের মতো অজি তারকাকে তাঁরা নিয়েছেন আরও কম দামে। এবারে দিল্লির দল বেশ ভালো।
🐟আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট♎ কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
দিল্লি ক্যাপিটালসে মুক্ত বাতাস পেয়েছেন রাহুল-
লোকেশ রাহুল এবারের আইপিএলের লাস্ট ল্যাপ থেকেই চাইছিলেন লখনউ সুপার জায়ান্টস ছাড়তে, একরাশ মুক্ত বাতাস পাওয়ার লক্ষ্যে। আসলে সেখানꦦে মালিকের সঙ্গে মনোমালিন্যের জেরে বেজায় অপমানিত হতে হয় তাঁকে। দিল্লি ক্যাপিটালসের কর্তারা আবার অন্যরকম। এত বছরেও আইপিএল ট্রফি না জিতলেও কখনও প্রকাশ্যে কোচ, ক্রিকেটারদের ওপর রাগ দেখাতে দেখা যায়নি তাঁদের।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখ🐟ে যা করলেন 🍨কোহলি…
নতুন দলের কর্ণধারের কাছে আবদার রাহুলের-
নতুন দলে এসেই যেন তাই ফুরফুরে মেজাজে ভারতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুল। এবার তিনিই তাঁর নয়া আইপিএল দলের কর্ণধারের কাছে করে বসলেন এক অন্য আবদার। আসলে দিল্লি ক্যাপিটালসের কর্ণধার পার্থ জিন্দাল বরাবরই ক্রীড়াপ্রেমী মানুষ। স্রেফ ব্যবসায়িক উদ্𓆉দেশ্যে টাকা ঢালেন না, খেলাটাকেও মন থেকে ভালোবাসেন। রয়েছে বেঙ্গালুরু এফসি ফুটবল ক্লাব, যারা এই মূহূর্ত🌺ে আইএসএল টেবিলে শীর্ষে রয়েছে।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরা𝐆ট
ক্রিকেট বল নিয়ে ফুটবল স্কিল দেখান রাহুল-
সম্প্রতি লোকেশ রাহুল অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে অর্ধশতরান করেছিলেন। টিম ইন্ডিয়া বিশাল ২৯৫ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। সেই ম্যাচেই ফিলꦿ্ডিংয়ের সময় বল নিয়ে পায়ের ওপর একটু কারুকার্য করছিলেন লোকেশ রাহুল। 𒅌বলা ভালো, বল নিয়ে স্কিল দেখাচ্ছিলেন বা জাগলিং করছিলেন। এবার সেই ছবি পোস্ট করেই কেএল রাহুল, জানতে চাইলেন বেঙ্গালুরু এফসির কর্ণধারের কাছে তাঁর ফুটবল দলে কোনও জায়গা রয়েছে কিনা।
গট অ্যান ওপেনিং অ্যাট বেঙ্গালুরু এফসি?
তিনি সোশাল মিডিয়ায় নিজের ক্রিকেট বল নিয়ে ফুট স্কিল দেখানোর ছবি পোস্ট করে লেখেন, ‘♕পার্থ জিন্দাল, গট অ্যান ওপেনিং অ্যাট বেঙ্গালুরু এফসি(অর্থাৎ পার্থ জিন্দাল, আপনার বেঙ্গালুরু এফসিতে কি কোনও ভ্যাকেনসি বা শূন্যস্থান রয়েছে যেখানে লোক নেওয়া হবে ’। নতুন দলের সঙ্গে দ্রুত মানিয়ে নি🍰তে এমনই মজার ছলে মালিকের সঙ্গে কথা বললেন লোকেশ রাহুল।