আইপিএল শেষ হয়েছে সবেমাত্র দুমাস হয়েছে। আইপিএলের বহু ভারতীয় তরুণ ক্রিকেটারই আসন্ন বুচিবাবু প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে, এবারে আসর বসছে তামিল না꧅ড়ুতে। ১২টি দলের মধ্যে অন্যতম জম্মু কাশ্মীর দল। সেই দলের এক ক্রিকেটার উমরান মালিক রয়েছেন চর্চায়। যদিও বর্তমানে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর আসতে আসতে সুস্থ হয়ে উঠছেন এই ভারতীয় পেসার, তাই খেলতে পারবেন না বুচিবাবু টুর্নামেন্টে।
প্রায় ১৫০ কিমি প্রতি ঘন্টার গতিবেগে বোলিং করা উমরান এবারের আইপিএলে খেলেছেন মাত্র ১টি ম্যাচ। সানরাইজার্স হায়দরাবাদের হয়💞ে খুব বেশি ম্যাচ খেলা হয়নি সাম্প্রতিক সময়। যদিও সামনে রয়েছে ভারতীয় দলের পরপর সিরিজ, সেই জন্যই ফের চর্চায় এই তারকা পেসার। বিশেষ করে অস্ট্রেলিয়া সিরিজে যদি উমরানের গতি কাজে লাগানো যায় তাহলে ভারতীয় দলের সুবিধা হবে। সেই লক্ষ্যেই রয়🌱েছে বোর্ডের নির্বাচকরা।
আরও পড়ুন-কোন 𝓰ক্রীড়াবিদের জন্য কত টাকা খরচ! সাইয়ের রিপোর্ট প্রকাশ্যে আসতেই বেজ✅ায় বিরক্ত অশ্বিনি!
উমরান মালিক বলছেন, ‘আমি এই প্রতিযোগিতায় খেলতে পারলে ভালোই হত, কিন্তু আমি ,সবে ডেঙ্গি কাটিয়ে উঠছি। গতবার আমি গোটা মরশুমের জন্যই তৈরি ছিলাম, কিন্তু আবহাওয়া আমার সঙ্গে ছিল না। আইপিএলে ভেবেছিলাম ভালো কিছু করে দেখাব, কিন্তু সেখানেও আমি তেমন সুযোগ পাইনি। আমি আগ⛦ের থেকে বোলিং অনেকটাই শুধরে নিয়েছি। আইপিএলের পর হ্যামস্ট্রিংয়ে চোট লাগে আমার, সেই চোট কাটিয়ে উঠতে উঠতে ফের ডেঙ্গি হয়। সাম্প্রতিক সময় আমি নতুন বলেই বেশি অনুশীলন করছি, কারণ আমার মনে হয় আমি যে গতিতে বল করি, তাতে যদি সুইং করাতে পারি সেটা অনেক পার্থক্য গড়ে দেবেন আমার পারফরমেন্সে ’।
আরও পড়ুন-ডার্বির আগে বিশ্বকাপারের চোট নিয়ে সংশয়, ছুটলেন মুম্বই! আজ লিগেꦜ নামছে মোহনবাগান…
ইরফান পাঠানের কাছে ঘরোয়া ক্রিকেটে অনুশীলন করেন। এর আগে ডেল স্টেনের থেকেও নিয়েছেন পরামর্🧜শ। তাঁদের টিপসই কাজে লাগাতে মরিয়া কাশ্মীরি পেসার। উমরান বলছেন, ‘আমি কয়েকটা বিষয় ভালোভাবে শিখতে চাই। কিভাবে একটা ছক কষে সেটা কাজে লাগাতে হয়। সেটা শিখতে পারলেই প্রতিপক্ষকে ভালোভাবে লড়াই দেওয়া সম্ভব। আমি বোলিং করছি মানে ব্যক্তিগতভাবে আমার পারফরমেন্স কেমন থাকছে সেটা গুরুত্বপূর্ণ নয়, দল কি চাইছে এবং বোলিং ইউনিটের পারফরমেনসই শেষ কথা। আমি তো নতুন বলের ক্ষেত্রেও ইয়র্কারের চেষ্টা করছি, কারণ অনুশীলনে যদি আমি ঠিকঠাক ইয়র্কার করতে পারি তাহলে আমি সব সময় এই অস্ত্র কাজে লাগাতে পারব। ব্যাটারদের সব সময়ই অবাক করার মতো অস্ত্র হাতে রাখতে হবে ’।
আরও পড়ুন-ডোপিং ℱতো করিনি,প্রয﷽ুক্তিগত ভুলের শাস্তি আমায় কেন! নির্বাসনের পর প্রশ্ন প্রমোদের…