শনিবার রয়েছে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি২০ ম্যাচ। তার আগেই অবশ্য সিরিজ পকেটে পুড়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ফলে এই ম্যাচেই হর্ষিত রানার অভিষেক হতে পারে, বিশ্রাম দেওয়া হতে পারে আᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚর্শদীপ সিংকে। এক্ষেত্রে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ এবং ২০২৬ টি২০ বিশ্বকাপের আগে দলের গভিরতরা🥂 দেখে নেওয়াই লক্ষ্য থিঙ্ক ট্যাঙ্কের।
আরও পড়ুন-‘আমাদের ভালোবাসার টেনিসকে তুꦛম🔯ি গর্বিত করেছ,’ রাফার অবসরে আবেগঘন বার্তা ফেডেরারের…
ভারতীয় দলের সহকারি কোচ রায়ান টেন দুশখাতে বলছেন, ‘আমরা একটা শক্তিশালী কোর টিম বানিয়ে নিতে চাই। সামনে চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ আর ২০২৬ টি২০ বিশ্বকাপ রয়েছে। তাঁর আগে দলের কোন ক্রিকেটারের কি কি শক্তির দিক রয়েছে, তা জেনে নেওয়া দরকার। আমাদের দলে এমন অনেক ক্রিকেটাররা রয়েছে যারা অনেক ভূমিকায় খেলতে পারে, যেমন রিয়ান পরাগকে খুব একটা ব্যাটিং করতে হয়নি সিরিজে। তবে ক্রিকেটারদের সেই স্বাধীনতা দেওয়া রয়েছে, যাতে তাঁরা মাঠে নেমে প্রয়োজন অ🐎নুযায়ী ১২০ বলই হিট করে পারে ’।
ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পাশাপাশি তাঁদের ওপর যাতে কোনওরকমে চাপ না পড়ে সেদিকেও নজর রাখছে টিম ম্যানেজমেন্ট, বলছেন দুশখাতে। তাঁর কথায়, ‘ক্রিকেটারদের সুযোগ যেমন দেওয়া হচ্ছে, তেমন তাঁদে😼র মানসিক দিকটায় আমরা নজর দিচ্ছি। যাতে তাঁরা কোনও কারণে ব্যর্থ হলেও অতিরিক্ত চাপে না পড়ে। দেখো আমাদের দলে নীতীশ রেড্ডির মতো ক্রিকেটার রয়েছেꦯ যারা প্রয়োজনে ৫-৬তে নেমে ম্যাচ ফিনিশ করতে পারে ’।
আরও পড়ুন♍-ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে…
সঞ্জু স্যামসনের উদাহরণ টেনে ভারতের অ্যাসিস্টেন্ট কোচ আরও বলছেন,'প্রথম ম্যাচে যদি দেখ সঞ্জু স্যামসন যেভাবে খেলেছিল, চাইলে দ্বিতীয় ম্যাচেও সেরকমভাব𝄹ে খেলতে পারত। কিন্তু আমাদের বার্তা স্পষ্ট ছিল, যত যাই হোক না কেন হাত খুলে খেলার। আমরা ক্রিকেটারদের খেলার প্রসার ঘটাতে দিতে চাই, যাতে তাঁদের মধ্যে কোনও জড়তা না থাকে। আমরা সঞ্জুকে আবারও সুযোগ দিতে চাইব। আমাদের চেষ্টা ছিল আগে সিরিজ জিতে নিয়ে, শেষ ম্যাচে নবাগত ক্রিকেটারদের আন্তর্জা🍬তিক ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার '।
দুশখাতে সাংবাদিক সম্মেলন শেষের সময় বললেন, ‘সাধারণত বেশি বোলার দলে রাখা খুব একটা পছন্দ হয় না অনেকের। কিন্তু ব্যাটিং যদি এমন খেলে, তাহলে একজন অতিরিক্ত বোলার খেলালেও ক্ষতি নেই। গৌতম গম্ভীরের বার্তা রয়েছে সবার জন্য একটাই, দেশের জন্য খেলছ তাই সব ম্যাচই জিততে হবে। আমরাও টেস্টে ২-০ জেতার পর টি২০ সিরিজও ৩-০ জিততে চাই। জিতেশ শর্মা, হর্ষিত রানা, তিলক বর্মারা কেমন খেলে সেটাও দেখে নিতে হবে, কারণ আগামী ১৮ 𓂃ম🐽াস সময়টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে’।