বৃহস্পতিবার মালয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচ ব🐻ৃষ্টিতে ভেস্তে গেল। ম্যাচ বাতিল হলেও অবশ্য লাভবানই হলেন স্মৃতি মন্ধানারা। তাঁরা উচ্চ র্যাঙ্কিংয়ের কারণে সেমিতে পৌঁছে গেল। টস হেরে আগে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছিল ভারত। ডিএলএস নিয়মে মালয়েশিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৭৭ রানের। সেই কঠিন লক্ষ্যে ব্যাট করতে নামলে, মালয়েশিয়ার ইনিংসের শুরুতেই বৃষ্টি নামে। মাত্র দু'বল খেলা হয়। তার পরেই বন্ধ হয়ে যায় ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল করতে হয়।
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচে, সেমিতে ভারত
🍰বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচে ভারত-মালয়েশিয়ার ম্যাচ। ভারত টস হেরে প্রথমে ব্যাট করে ১৭৩ রান করেছিল। জবাবে মালয়েশিয়া রান তাড়া করতে নামলে, মাত্র ২ বল খেলা হয়। এর পর আর খেলাই হল না। উচ্চ র্যাঙ্কিংয়ের কারণে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।
ফের বৃষ্টিতে বন্ধ খেলা
মালয়েশিয়ার ইনিংস শুরু হতে না হতেই ফের বৃষ্টি শুরু। বন্ধ হয়ে খেলা। মাত্র ২ বল খেলা হয়েছিল। ১ রান করেছিল মালয়েশিয়া। এর পরেই বඣৃষ্টি নামে। বন্ধ করে দিতে হয় ম্যাচ।
রান তাড়া শুরু মালয়েশিয়ার
ডিএলএস নিয়মে ১৭৭ রানের বোঝা কাঁধে নিয়ে ব্যাট করতে নেমেছে মালয়েশিয়া। দলের হয়ে ওপেন করেছে♐ন আইনা হামিজাহ হাশিম এবং অধিনায়ক উইনিফ্রেꩲড দুরাইসিংগম। ভারতের পূজা বস্ত্রকার বল হাতে ওপেন করেন।
মালয়েশিয়ার সামনে লক্ষ্য কঠিন
মালয়েশিয়꧟াকে ১৭৪ রানের বড় লক্ষ্য দিয়েছে ভারত। যেটা খুব সহজ টার্গেট নয়। ১৫ ওভারে এই রান মালয়েশিয়াকে করতে হবে। প্রায় বারোর কাছাকাছি রানরেট রাখতে হবে।
১৫তম ওভারে এল ২০ রান
১৫তম ওভারের প্রথমꦯ চার বলে রিচা যথাক্রমে ℱ৪-৬-৪-৪ হাঁকান। এছাড়া বাকি দুই বলে ২টি সিঙ্গল হয়েছে। মোট ২০ রান হয় এই ওভারে। ভারত ২ উইকেট হারিয়ে ১৭৩ রানের বড় ইনিংস করে। ৬টি চারের সাহায্যে ২৯ বলে ৪৭ করে অপরাজিত থাকেন জেমিমা। রিচা ঘোষ চারে নেমে করেন ৭ বলে ২১ রান।
শেফালি আউট
দ্বিতীয় উইকেট হারাল ভারত। এলবিডব্লিউ হলেন শেফালি বর্মা। চতুর্থ ওভারে তাঁর ক্𓃲যাচ ফে♌লেছিল মালয়েশিয়া। জীবনদান পেয়ে শেফালি হাফসেঞ্চুরি করেন। ৩৯ বলে ৬৭ করে সাজঘরে ফেরেন শেফালি। তাঁর এই ইনিংসে শেফালি হাঁকান ৫টি ছক্কা এবং চারটি চার। ১৩ ওভার শেষে ২ উইকেটে ভারতের সংগ্রহ ১৪৩ রান। ক্রিজে রয়েছেন জেমিমা (২৪ বলে ৩৮ রান)। শেফালির পরিবর্তে এলেন নতুন ব্যাটার রিচা ঘোষ।
শেফালির হাফসেঞ্চুরি
চতুর্থ ওভারে জীবনদান পেয়েছিলেন। তাঁর সহজ ক্যাচ ফেলেছিল মালয়েশিয়া। তার মাশুল এখন দিতে হচ্ছে তাদের। ৩১ বলে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি করেন শেফালি। ৩১ বলে করেন ৫৪ রান। ১১ ওভার শে𒆙ষে ভারতে🐲র সংগ্রহ ১ উইকেটে ১২৬ রান। ৩৪ বলে ৬১ করে ফেলেছেন শেফালি। জেমিমার সংগ্রহ ১৭ বলে ২৯ রান।
১০০ পার করল ভারত
🦄নবম ওভারে এসেছিল ১৫ রান। ৯৮-এ পৌঁছেছিল ভারত। ১০ নম্বর ওভারের প্রথম বলই নো হয়, সেই সঙ্গে ১ রান নেন শেফালি। সেই সঙ্গে ভারত পৌঁছে যায় ১০০-তে। ১০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১১১ রান। রানরেট ১১.১০। ৩০ বলে ৪৮করেছেন শেফালি। ১৫ বলে ২৭ করে ফেলেছেন জেমিমা।
সপ্তম ওভারে হল ১৪ রান
সপ্তম ওভারে একটা ছয়, একটা চার মেরেছেন শেফালি। এই ওভার থেকে এসেছে মোট ১৪ রান। ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৬ রান ভারত🍌ের। ২২ বলে ৩৬ রান শেফালির। জেমিমার সংগ্রহ ৪ বলে ৫ রান।
পাওয়ার প্লে-তে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৬২ রান
পাওয়ার প্লে-তে ভারত স্মৃতি মন্ধানার উইকেট হারিয়ে বসে রয়েছ𓃲ে। ৬ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৬২ রান। ১৮ বলে ২৫ রান স্মৃতির। ২ 🐼বলে ২ রান জেমিমার।
বৃষ্টি থেমেছে, কমেছে ওভার
বৃষ্টি থেমে গিয়েছে। ৮টা ১৫ মিনিটে খেলা শুরু হবে। তবে ওভার কমে গিয়েছে🦋। খেলা ১৫ ওভারের হবে।
বৃষ্টি শুরু, খেলা বন্ধ
স্মৃতি ফিরতেই ফের বৃষ্টি শুরু হয়ে যায়। যার জেরে খেলা বন্ধ। ৫.৪ ওভার খেলা হয়েছে। ভারত ১ উইকেট হারিয়ে ৬০ রান করেছেন। ক্রিজে রয়েছেন শেফালি (১৭ বলে ২৪) এবং জেমিমা (১ বলে ১)। মাঠ ঢা💫কা দেওয়া হয়েছে। এখন বৃষ্টি থামার অপেক্ষা।
প্রথম ধাক্কা খেল ভারত, আউট স্মৃতি
ভারতীয় দল প্রথম ধা൲ক্কাটা খেল। মাহিরাহ ইজ্জাতি ইসমাইল ফেরালেন স্মৃতিকে। পুল শট কেলতে গিয়ে আইনা হামিজাহ হাশিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্মৃতি। ১৬ বলে ২৭ করেন 🐎স্মৃতি। তাঁর পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার জেমিমা।
৫০ পার ভারতের
পঞ্চম ওভারেই ৫০ পার করে ফেলল ভারত। খেলা𒀰 যত গড়াচ্ছে দুই ভারতীয় ওপেনারকে ভালো ছন্দে পাওয়া যাচ্ছে। ৫ ওভার শেষে ৫৩ রান ভারতের। ১৪ বলে ২৩ করে ফেলেছেন স্মৃতি। ১৬ বলে ২২ রান শেফালির।
জীবনদান পেলেন শেফালি
চতুর্থ ওভারেই শেফালিকে আউট করতে পারত মালয়েশিয়া। কিন্তু মালয়েশিয়ার ফিল্ডার সহজতম ক্যাচ ফেলে দেন। দুরাইসিংহমের বলে তুলে মারতে গিয়ে ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি। ক্যাচ ওঠে। পুরো লোফা ক্যাচ ছিল। কিন্তু সেটি ফেলে দেন মালয়েশিয়ার ফিল্ডার। জীবনদান পান শেফালি। চতুর্থ ওভার শেষে শেষে বিনা উইক൲েটে ৪০ রান ভারতের। ১২ বলে ১৯ রান শেফালির। ১২ বলে ১৮ রান স্মৃতির।
৩ ওভার শেষে ২৫ রান ভারতের
তৃতীয় ওভারের প্রথম বলেই শেফালি একটি লম্বা ছক্ক🃏া হাঁকান। ৩ ওভার শেষে বিনা উইকেটে ২৫ রান ভারতের। ৯ বলে ১৪ রান শেফালির। ৯ বলে ৯ রান স্মৃত♊ির।
দ্বিতীয় ওভারে হল ৯ রান
দ্বিতীয় ওভারে এল ৯ রান। ওভার শেꦡষে বিনা উইকেটে ১৫ রান ভারতের। ৫ বলে ৭ রান শেফඣালির। ৭ বলে ৬ রান স্মৃতির।
প্রথম ওভারে হল ৬ রান
প্রথম ওভারে শেফালি একটি চার হা𝓰ঁকিয়েছেন। এছাড়া আর ২ রান সিঙ্গল থেকে এসেছে। ১ ওভার শেষে বিনꦕা উইকেটে ৬ রান ভারতের। ৩ বলে ৫ রান শেফালির। ৩ বলে ১ রান স্মৃতির।
খেলা শুরু
এশিয়ান গেমসে ভওারত-মালয়েশিয়া ম্যাচ শুরু। ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন🃏 স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মা।
মালয়েশিয়ার একাদশ
আইনা হামিজাহ হাশিম, উইনিফ্রেড দুরাইসিংগাম (অধিনায়ক), মাস🔯 এলিসা, ওয়ান জুলিয়া (উইকেটরক্ষক), মাহিরা ইজ্জাতি ইসমাইল, আইনা নাজওয়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚা, ওয়ান নোর জুলাইকা, নুর আরিয়ানা নাতস্যা, আইসিয়া এলিসা, নুর দানিয়া, নিক নুর আতিলা
ভারতের একাদশ
স্মৃতি মন্ধানা (অধিনায়ক), শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, কনিকা আহুজা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, দেবীকা বৈদ্য, আমানজোৎ কৌর, পূজা বস্ত্রকার, মিন্নু মান্নি, রাজেশ্বরী গায়কোযꦗ়াড়।
হরমনের বদলে অধিনায়ক স্মৃতি
বাংলাদেশ সফরে প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। শৃঙ্খলাজনিত কারণে তাঁকে নির্বাসনের মুখেও পড়তে হয়। যে কারণে এশিয়ান গেমসে প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে স্মৃতি মন্ধানার নেতৃ🐷ত্বে খেলবে ভারত। ফাইনালে উঠলে হরমনপ্রীত ফিরবেন। আর ফাইনালে না উঠতে পারলে ব্রোঞ্জের ম্যাচে ফিরবেন স্মৃতি।
ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স
ভারতের সাম্প্রতি♚ক পারফরম্যান্স মোটেও ভালো নয়। বাংলাদেশ সফরে গিয়ে হতাশই করেছেন ভারতের মেয়েরা। টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে, দুই ফরম্যাটেই হতাশাজনক পারফরম্য়ান্স ভারতের। টি-টোয়ꦆেন্টিতে কোনও রকমে তাও জয় পেলেও, ওয়ান ডে সিরিজ টাই হয়ে যায়।
ভারতের যাত্রা শুরু
ভারতের মহিলা ক্রিকেটাররা আজ থেকে এশিয়ান গেমসে অভিযান শুরু করতে চলেছে। তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। তবে শুধু ভারত নয়, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। আজ কোয়ার্টার ফাইনালে𒊎 ভারতের প্রতিপক্ষ তাদের চেয়𒉰ে ধারেভারে অনেকটাই পিছিয়ে থাকা মালয়েশিয়া। সেদিক থেকে ভারত এশিয়ার সেরা দল। এশিয়া কাপে সাত বারের চ্যাম্পিয়ন। এক বারই মাত্র এশিয়া কাপ হাতছাড়া হয়েছে ভারতের। গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার, রুপোর পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে এশিয়ান গেমসে লড়াইটা কিন্তু খুব বেশি সহজ হবে না ভারতের।