⛦ চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মোটে ৪ট🔯ি ম্যাচে মাঠে নেমেই চোট পেয়ে বসেন মিচেল মার্শ। হ্যামস্ট্রিংয়ের চোটের চিকিৎসা করাতে দেশে ফিরেন মিচেল। আসলে আসন্ন টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মার্শ। তাই অজি অল-রাউন্ডারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
মার্শ যে বাকি টুর্নামেন্টের জন্🎐য আর ভারতে ফিরবেন না, সেটা জানা গিয়েছিল আগেই। তবে দিল্লি ক্যাপিটালস তাঁর পরিবর্ত হিসেবে নতুন কোনও ক্রিকেটারকে দলে নেয় কিনা, সেটা এতদিন স্পষ্ট ছিল না। শেষমেশ বৃহস্পতিবার দিল্লি ফ্র্যাঞ্চাইজির তরফে ছবিটা স্পষ্ট করে দেওয়া হয়। মার্শের বদলে কাকে দলে নিচ্ছে তারা, জানিয়ে দেওয়া হয় বিজ্ঞপ্তি জারি করে।
চমক রয়েছে এখানেও। মার্শের মাপের অল-রাউন্ডার এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে বিরল। তাই তাঁর লাইক টু লাইক পরিবর্ত ক্রিকেটার খুঁজে পাওয়া মুশকিল। এক্ষেত্রে দিল্লি আস🉐্থা রাখে আফগানিস্তানের পুরনো চাল গুলবদিন নায়েবের উপর।
আফগানিস্তানের ৩২ বছর বয়সী অল-রাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ সন্দেহ নেই। তবে এই মুহূর্তে প্রথম দলে নিয়মিত সুযোগ হয় না তাঁর। যদিও জাতীয় দলের আঙিনায় নিয়মিত ঘোরাফেরা করেন নায়েব। জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন। নায়েবের পেস বোলিং মন্দ নয়। তবে ধ্বংসাত্মক মেজাজে ব্যাট করতে পারেন বলেই সম্ভবত দিল্লি ক্যাপিটালস মার্শের যথাযথ বিকল্প বলে মনে করে গুলবদিন🉐কে।
আরও পড়ুন:- ৩৯ ম্যাচে ৯টি সেঞ্চুরি, IPL 2024-এ ব্যক্তিগত শতরান করেছেন ♕কারা?
নায়েবকে তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস। গুলবদিন এই প্রথমবার আইপিএলের আঙিনায় সুযোগ𝕴 পেলেন। তাঁকে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও বিশেষ মাঠে নামতে দেখা যা𒐪য় না।
আরও পড়ুন:- গতবছর🔜 ODI বিশ্বকাপ খেলা এই ৬ ভারতীয় তারকা ২০২৪ T20 বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন
গুলবদিন আফগানিস্তানের হয়ে এখনও পর্যন্ত ৮২টি ওয়ান ডে ও ৬৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন। ওয়♔ান ডে ক্রিকেটে ৫টি অর্ধশতরান-সহ ১২৩১ রান সংগ্রহ করেছেন তিনি। সঙ্গে উইকেট নিয়েছেন ৭৩টি।༒ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩টি অর্ধশতরান-সহ ৮০৭ রান সংগ্রহ করেছেন নায়েব। উইকেট নিয়েছেন ২৬টি।