꧙ এমএসকে প্রসাদ লখনউ সুপার জায়ান্টসে যোগ দেওয়ার পর দিনই গৌতম গম্ভীরের দল ছাড়ার খবর শোনা যাচ্ছে। জানা গিয়েছে, ২০২৪ আইপিএলে এলএসজি-র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চলেছেন গোতি।
👍গম্ভীরের দল ছাড়ার কারণ নিয়ে সংশয় থাকলেও, জানা গিয়েছে, এমএসকে প্রসাদকে এসএসজি-র স্ট্র্যাটেজিক কনসালট্যান্ট হিসেবে যোগ দেওয়ার পরেই সরে দাঁড়াতে চলেছেন গম্ভীর। হিন্দি সংবাদ আউটলেট দৈনিক জাগরণ দাবি করেছে, হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের পর দলের মেন্টর গৌতম গম্ভীরও শীঘ্রই লখনউ ছাড়তে চলেছেন।
꧒গম্ভীর বর্তমানে আমেরিকায় ইউএস মাস্টার্স টি-টেন লিগ নিয়ে ব্যস্ত। সেই সময়েই পরের মরশুমের জন্য় এমএসকে প্রসাদকে নিয়োগ করেছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজিটি। গম্ভীরের দায়িত্বই মূলত তুলে দেওয়া হয়েছে প্রসাদের হাতে। আসলে ঘুরিয়ে গোতিকে বাইরের দরজা দেখিয়ে দিয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। স্বাভাবিক ভাবেই লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ছাড়া, দ্বিতীয় উপায়ও নেই গম্ভীরের হাতে।
🍸আরও পড়ুন: কচ্ছপের গতিতে দৌড়, হাস্যকর ভাবে রানআউট উইন্ডিজ অলরাউন্ডার- ভিডিয়ো
ꦺ২০২৪ আইপিএলের লখনউ-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে তাদের প্রধান কোচ পরিবর্তন করেছে। অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে বিচ্ছেদের পর, লখনউ সুপার জায়ান্টস অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার এবং প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারকে নিযুক্ত করেছে। এর পর প্রসাদকে নিযুক্ত করে গম্ভীরকে কার্যত বার্তা দিয়ে দেয় এসএসজি। দৈনিক জাগরণ এক সূত্র উদ্ধৃত করে লিখেছে, ‘অ্যান্ডি ফ্লাওয়ারের পর গৌতম গম্ভীরকেও শীঘ্রই দল ছাড়তে হবে। তবে এখনই এই বিষয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।’
❀লখনউ ছেড়ে গোতি কোথায় যোগ দিতে পারেন? শোনা যাচ্ছে, গম্ভীর নিজের পুরনো দলে ফিরে যেতে চলেছেন। আইপিএলে ক্রিকেটার হিসেবে খেলার সময়ে দিল্লি ক্যাপিটালস থেকে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন। কেকেআরকে জোড়া ট্রফি দিয়েছেন তিনি। নাইটদের কাছে গম্ভীর লাকি। শোনা যাচ্ছে, ফের নাইটদের ভাগ্য ফেরাতে কলকাতার দলে যোগ দিতে পারেন তিনি। তবে এই গুজব ২০২৩ সাল থেকেই শোনা যাচ্ছিল। এখনও পাকাপোক্ত কোনও কিছু এই বিষয়ে জানা যায়নি।
🐈আইপিএলে অভিষেক হওয়ার পর থেকে দু’টি মরশুমে কেটে গিয়েছে লখনউয়ের। দু’বারই প্লে-অফে উঠলেও, শিরোপা জিততে পারেনি লখনউ সুপার জায়ান্টস। এবার সেই ট্রফি জয়ের আশাতেই রয়েছে এলএসজি। আর ভাগ্য ফেরাতে দলের ভিতর একাধিক পরিবর্তন করছে তারা। খোলনলচেই বদলে ফেলছে। দেখার, ২০২৪ সালে শিরোপা জিততে লখনউ নতুন রুপে কতটা আগ্রাসী হতে পারে!