আইপিএল ২০২৪-এর ১৭ তম ম্যাচটি আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হচ্ছে🌟। এই ম্যাচে গুজরাট টাইটানসের মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস। এই ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটানস দল নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে। এভাবে জয়ের জন্য পঞ্জাব কিংসের কাছে ২০০ রানের লক্ষ্য দিয়েছিল শুভমন গিল অ্যান্ড কোম্পানি। এদিনের ম্য়াচে শুভমন গিল খেলেন ৮৯ রানের শক্তিশালী ইনিংস। ১৯.৫ ওভারে লক্ষ্যে পৌঁছায় পঞ্জাব কিংস।
এই ম্যাচে পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত🌸 নেন। পঞ্জাব ও গুজরাটের দুই দলেই একটি করে পরিবর্তন দেখা যায়। চোটপ্রাপ্ত লিয়াম লিভিংস্টোনের জায়গায় পঞ্জাব দলে আসেন সিকান্দার রাজা। গুজরাট টাইটানস দলে ডেভিড মিলারের জায়গায় প্লেয়িং ইলেভেনে জায়গা পেয়েছিলেন কেন উইলিয়ামসন। এদিনের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে আসে গুজরাট দল ভালো শুরু করলেও ১১ রান করে আউট হন ঋদ্ধিমান সাহা।
আরও পড়ুন… IP⛄L 2024 GT vs PB🍒KS: ১৭তম ম্যাচেই ছক্কার ট্রিপল সেঞ্চুরি, ঝড়ের গতিতে হল নয়া রেকর্ড
গুজরাট পাওয়ারপ্লেকে কাজে লাগিয়েছিল। এক উইকেট হারলেও ৫২ রান যোগ করে তারা। গুজরাট দ্বিতীয় ধাক্কা পায় কেন উইলিয়ামসনের (২৬) ফর্মে। ৩৩ রান করে প্যাভ💞িলিয়নে ফেরেন সাই সুদর্শন। শুভমন গিল ৩১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। বিজয় শঙ্কর করেন মাত্র ৮ রান। গিল ৮৯ রান করে অপরাজিত ফিরে💞 যান। রাহুল তেওয়াটিয়া ২৩ রান করে অপরাজিত ফেরেন।
২০০ রানের জবাবে পঞ্জাবের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে এক রান করে আউট হন অধিনায়ক শিখর ধাওয়ান। জনি বেয়ারস্টোর রূপে দ্বিতীয় ধাক্কা খায় পঞ্জাব কিংস। ১৩ বলে ২২ রান করে নূর আহমেদের বলে আউট হন বেয়ারস্টো। ৩৫ রান করে নূর আহমেদের শিকার হন প্রভাসিমরন। এমনকি স্যাম কারানও খুব একটা কꩲিছু করতে পারেননি। ৮ বলে ৫ রান করে আজমাতউল্লাহর বলে কেন উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপরে ১৬ বলে ১৫ রান করে আউট হন সিকান্দার রাজা। জিতেশ শর্মা করেন ৮ বলে ১৬ রান। ১৫.৩ ওভারে ১৫০ রানের মধ্যে ৬ উইকেট হারায়।
আরও পড়ুন… IPL 2024 D🌄C vs KKR: এটা T20 ক্রিকেট, এই ফর্ম্যাটটি নৃশংস- কেন এমন বললেন মিচেল স্টার্ক?