গত কয়েক বছরের মধ্যে ২০২৪ আইপিএলে সবচেয়ে ভালো ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার শুরুতেই জয়ের হ্যাটট্রিক করেছে নাইটরা। এখনও পর্যন্ত ৭ ম্যাচের পাঁচটিতে জিতে, পয়েন্ট টেবলের দুইয়ে রয়েছে কেকেআর। আর দলের অলরাউন্ডার রমনদীপ সিং মনে করেন, এই সাফল্যের পিছনে বড় ভূমিকা রয়েছে গৌতম গম্ভীরের।
গম্ভীরের জন্যই সাফল্য
এই প্রসঙ্গে রমনদীপের দাবি, ‘গম্ভীর স্যার সব সময়ে আমাদের পিছনে রয়েছেন। আমাদের ভরসা দিচ্ছেন। আমাদের সঙ্গে কথা বলছেন। খেলা সম্বন্ধে ওঁর ধারণা স্বচ্ছ। আমরা ওঁর জন্য এত ভালো খেলতে পারছি। সবাইকে নিজেদের ভূমিকা বুঝিয়ে দেন। আমি হাত খুলে খেলতে পছন্দ করি। উনি আমাকে সেই স্বাধীনতা দিচ্ছেন। উনি পরিকল্পনা করেন। তার পর অভিষেক নায়ার অনুশীলনে সেটা কার্যকরী করার চ𒅌েষ্টা করেন।’
আরও পড়ুন: ১৪-১৫ ওভার ব্যাট করে𒀰 ১১৮ স্ট্♚রাইকরেট মানা যায় না- মন্থর ব্যাটিং নিয়ে কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর
স্টার্ককে নিয়ে প্রশ্ন
আইপিএলের সবচেয়ে দামী প্লেয়ার মিচেল স্টার্কের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তার উপর আবার ২৪.৭৫ কোটির তারকা বোলার গত দু'দিন ধরে নেটে প্র্যাকটিস করতে দেখা যায়নি তাঁকে। শোনা যাচ্ছে, মিচেল স্টার্কের বাঁ-হাতের আঙুলে চোট রয়েছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাই তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এমনিতেই স্টার্কের চার ওভারে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা প্রচুর রান করছেন। ছয় ম্যাচে মাত্র সাত উইকেট পেয়েছেন। অস্ট্রেলীয় বোলারের দলকে দিশা দেখানোর কথা ছিল, কিন্তু তিনি নিজেই এখন দিশাহারা অবস্থায়। এ দিন গা ঘামানোর পরে অনেকক্ষণ ধꦚরেই ব্যস্ত থাকলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে আলোচনায়। ক্রমাগত বোলিং করে গেলেন দুষ্মন্ত চামিরা। স্টার্ক একান্তই যদি না খেলতে পারেন, সেক্ষেত্রে হয়তো চামিরাকে প্রথম একাদশে দেখতে পাওয়া যেতে পারে।
আরও পড়ুন: টানা হাফডজন হারের পর জয়ের মুখ দ🌼েখল RCB, মার্করাম, ক্লাসেনকে আউট করে হিরো অখ্যাত স্বপ্নিল
তবে রমনদীপ স্টার্কের চোটের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন। তিনি বরং বলেছেন, ওয়ার্কলꦜোড ম্যানেজমেন্টের জন্যই বল হাতে দেখা যায়নি অজি তারকাকে। তাঁর দাবি, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বল করেনি স্টার্ক। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে, ও বল করবে, কী করবে না। ক্রিকেট সময়ের খেলা। কারোর কোনও সময় খারাপ যেতেই পারে। স্টার্ক কিংবদন্তি। মাত্র কয়েকটা ম্যাচ দেখে ওকে বিচার করা যাবে না।’
আরও পড়ুন: SRH-কে হারিয়েও বিশেষ লাভ হল না RCB-র, তবে 🍬সুবিধে হল KK🍌R সহ অন্যদের
ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার নিয়ে সরব কেকেআর অলরাউন্ডার
এদিকে অলরাউন্ডার হিসেবে তাঁকে দলে নেওয়া হলেও, এখনও বোলিং করার সুযোগ পাননি রমনদীপ। তবে ব্যাটিং করার সুযোগ পꦅেলেই, তা কাজে লাগানোর চেষ্টা করছেন। আরসিবির বিরুদ্ধে শেষ দিকে ৯ বলে তাঁর করা ২৪ রান পার্থক্য গড়ে দিয়েছিল। তবে বল করার সুযোগ না পেয়ে হতাশ নয় রমনদীপ সিং। তিনিও দাবি করেন যে, ইমপ্যাক্♉ট প্লেয়ারের নিয়ম চালু হওয়ায় অলরাউন্ডারদের সুযোগ কমে যাচ্ছে। রমনদীপ বলেওছেন, ‘আমি নেটে বল করি। সুযোগ পেলে বল করার জন্য তৈরি। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আছে। তাই একজন অতিরিক্ত বোলার খেলানো যায়। সব দলই বিশেষজ্ঞ বোলার খেলাতে চায়। তাই অলরাউন্ডারদের সুযোগ কমে যাচ্ছে।’