ইন্ডিয়ান প্র⛄িমিয়ার লিগ ২০২৪-এর ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার আগে কলকাতা নাইট রাইডার্সের ওপেনার ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজের মা তাঁকে যে বার্তা দিয়েছিলেন সেটি শেয়ার করেছেন আফগান তারকা। ২২ বছর বয়সি আফগান খেলোয়াড় তার মায়ের সঙ্গে থাকার জন্য মরশুমের মাঝ পথে আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন।☂ আসলে স্বাস্থ্য সমস্যার কারণে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজের অসুস্থ মা।
তবে সল্ট দেশে ফিরে যাওরা কারণে গুরবাজের ডাক পড়ে এবং সে মায়ের 🥂সঙ্গে কথা বলে ফের রাইডার্সের সঙ্গে যোগ দেয়। এরপরে রাইডার্সের সঙ্গে একটি দুর্দান্ত জয়ের ইতিহাস লেখেন গুরবাজ। আইপিএল ২০২৪ ট্রফি জেতার পরে, গুরবাজ তার মায়ের সঙ্গে নিজের কথোপকথনটি বর্ণনা করܫেছিলেন। এই সময়ে গুরবাজ বলেন, তিনি তাঁর মাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কী চান?
আরও পড়ুন… এই একটা জিনিস যেটা ভার𝄹তীয় দল T20 WC 2024𝓀-এ মিস করবে: রোহিত শর্মাদের সতর্ক করলেন সাইমন ডুল
মাকে কী বলেছিলেন গুরবাজ-
রহমানউল্লাহ গুরবাজ বলেন, ‘অ🅺লমাইটিকে ধন্যবাদ। আমার মা ঠিক ছিল না, কিন্তু এখন সে ঠিক আছে। আমি তাঁর সঙ্গে কথা বলেছিলাম এবং আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম সে কিছু চায় কিনা। তিনি বলেছিলেন আমি ক𒁏িছু চাই না কিন্তু আমি চাই তোমরা জয়ী হও।’
নিজেকে প্রস্তুত রেখেছিলেন গুরবাজ-
এরপরে রহমানউল্লাহ গুরবাজ✤ বলেন, ‘আমি নিজেকে বলেছিলাম প্রস্তুত থাকতে হবে এবং যখন⛄ই সুযোগ পাব তখন যেন নিজের সেরাটা দিতে পারি। সে কারণেই নিজেকে ভালোভাবে প্রস্তুত রেখেছিলাম। আমি দুবার আইপিএল তুলেছি তাই আমি নিজেকে ভাগ্যবান মনে করি (হাসি)। শেষ পর্যন্ত দুই মাস ধরে লড়াই করার পরে আপনি যদি রেজাল্ট পান, তাহলে তো ভালোই লাগে। ভালোই লাগছে।’
সল্টের অভাব বুঝতে দেননি গুরবাজ-
টুর্নামেন্ট চলাকালীন, কেকেআর তাদের তারকা ওপেনার ফিল সল্টকে হারিয়েছিল যখন ইংল্যান্ড তাদের পাকিস্তানের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দেশে ফিরিয়ে নিয়ে য়াওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে সল্টের বদলি হিসেবে নাইটস দলে ফিরে আসেন গুরবাজ। ২৭ বছর বয়সি এই টুর্না🍷মেন্টের ১৭ তম সংস্করণে ১২ ম্যাচে ৪৩৫ রান করে কেকেআর-এর আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে গুরবাজ তাঁর জায়গা নেন এবং দায়িত্বের সঙ্গে সেটি পালন করেন ও সল্টের অভাব পড়তে দেননি।
তরুণ ওপেনার ইন-ফর্ম সল্টকে প্রতিস্থাপনের বিষয়ে বলেন, ‘সল্টি সত্যিই ভালো খেলেছে এবং আমার প্রত্যাশা ছিল যে বিশ্বকাপ আসছে, আমি প্রস্তুতি নিতে চেয়েছিলাম, সল্টি চো🍌ট পেলেও আমাকে প্রস্তুত থাকতে হত। আমি সুয়োগ পেয়েছি এবং আমি প্রমাণ করেছি। এর কারণ ভালোভাবে প্রস্তুতি ছিল।’
দুই বার আইপিএল জিতলেন গুরবাজ-
গুরবাজ তার দ্বিতীয় আইপিএল খেতাব অর্জন 𓃲করেন, এর আগে ২০২২ সালে গুজরাট টাইটানসের সঙ্গে এই ট্রফি জিতেছিলেন গুরবাজ। আফগান ব্যাটার এই দুইবার চ্যাম্পিয়ন হয়ে বেশ গর্বিত। তিনি বলেন এটি ‘বিশেষ অনুভূতি’। তিনি বলেন, ‘আমি দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছি, আমি ভাগ্যবান। আপনি যখন দুই মাস কঠোর পরিশ্রম করেন এবং ফলাফল যখন এমন আসে তখন বিশেষ অনুভূতি হয়।’