শুভব্রত মুখার্জি♉: চলতি আইপিএলে বৃহস্পতিবার দিনটা ছিল আরসিবির সমর্থকদের কাছে মনে রাখার মতন একটা আলাদা দিন। চলতি আইপিএলে দীর্ঘ এক মাস পরে জয়ের মুখ দেখেছে তাদের প্রিয় দল। হারতে হারতে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল দলের। টানা ছয় ম্যাচে হারের পরে তারা জয়ের মুখ দেখল। এখনও পর্যন্ত চলতি আইপিএলে তারা ন'টি ম্যাচ খেলে ফেলল। যার মধ্যে জয় এসেছে মাত্র দু'টি ম্যাচে। স্বাভাবিক ভাবেই বৃহস্পতিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাওয়া জয়টা মনে রাখবেন বিরাটরা। এই ম্যাচে ৩৫ রানের ব্যবধানে সহজ জয় পেয়েছে আরসিবি। এই ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিব🐠ি অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি। কিন্তু দলের তারকা অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এই সিদ্ধান্তের সঙ্গে সহমত ছিলেন না। এই বিষয়টি নিয়েই পরবর্তীতে মুখ খুলেছেন গ্রিন।
আরও পড়ুন: স্টার্ককে বাদ দেবে কেকেআর? পরিবর্তে অভিষেক হবে চামিরার? বড় 💖বদ📖ল হতে পারে পঞ্জাবের একাদশে
বিষয়টি নিয়ে বলতে গিয়ে গ্রিন দাবি করেছেন, ‘জয়ের পথে ফিরতে পারাটা সব সময়ের খুব আনন্দের। আমি প্রথমে ব্যাট ꦫকরার যে সিদ্ধান্ত ছিল, তার সঙ্গে সহমত ছিলাম না। দলের অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি এবং কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এই সিদ্ধান্তটা নিয়েছিল।’ টি২০-তে নিজের সেরা রোল কি এই প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। তিনি এর উত্তরে বলেন, ‘আমার ক্রিকেট কেরিয়ারে আমি এখনও নবীন বলা চলে। আমি এখনও খোঁজার চেষ্টা করছি যে, কোনটা আমার জন্য সেরা। সত্যি বলছি, ব্যাটিং অর্ডারে উপরের দিকে ব্যাট করতে আমি ভালোবাসি। তবে এটা নির্ভর করে দলের কী প্রয়োজন তার উপরে।’ হেꩲনরিখ ক্লাসেনের দুরন্ত ক্যাচ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মাথায় সব সময়ে এটাই চলছিল যে, এই ক্যাচটা আমাকে নিতেই হবে। কারণ এটা হেনরিখ ক্লাসেনের ক্যাচ। বলটা অনেকক্ষণ আকাশে ছিল। ফলে আমার কিছুটা সুবিধা হয় ঠিক মতো নিজের পজিশনটা নিতে।’
আরও পড়ুন: ১৪-১৫ ওভার ব্যাট করে ১১৮ স্ট্রাইকরেট মানা য🥃ায় না- মন্থর ব্যাটিং নিয়ে ক🅰োহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর
এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে আরসিবি নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২০৬ রান করেছিল। বিরাট কোহলি ৪৩ বলে ৫১ রান করেন। গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে অর্ধশতরান করা রজত পাতিদার এদিন ২০ বলে ৫০ রানের একটি অতি আক্রমণাত্মক ইনিংস উপহার দেন। এছাড়াও ফ্যাফ ডু'প্লেসি ২৫ রান করেছেন। ক্যামেরুন গ্রিন ২০ বলে ৩৭ রান🎀 করে অপরাজিত থাকেন। জবাবে আট উইকেটে ১৭১ রান করেই থেমে যায় সানরাইজার্স হায়দরাবাদ। তাদের কোন ব্যাটার অর্ধশতরান পাননি। সর্বাধিক ৪০ রান করেছেন শাহবাজ আহমেদ। এছাড়াও ওপেনার অভিষেক শর্মা এবং প্যাট কামিন্স দুজনেই ঝোড়ো ৩১ রানের ইনিংস খেলেছেন। তবে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি।