লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি থেকে সবুজ সঙ্কেত পেয়েছেন। এবং আইপিএলের উদ্বোধনী ম্যাচ থেকেই তিনি খেলতে পারবেন। কিন্তু আইপিএলের প্রথম দিকে𝓰 উইকেটের পিছনে দাঁড়ানো নিয়ে তাঁকে সতর্ক করা হয়েছে।
হাဣয়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের সময়েই কেএল রাহুলের কোয়াড্রিসেপ স্ট্রেন হয়েছিল। তবে সেই সময়ে মনে করা হয়েছিল, রাহুল তৃতীয় টেস্টের আগেই চোট সারিয়ে দলে প্রত্যাবর্তন করতে পারবেন। কিন্তু এর মাঝেই আবার ডানহাতি তারকা ব্যাটার তাঁর পেশীতে টান অনুভব করেছিলেন এবং বাকি ম্যাচগুল🦋িতেও তাই তিনি আর খেলতে পারেননি।
আরও পড়ুন: গার্ডে🌼ন মে ঘুমনে নেহি দেতা-রোহিতের মন্তব্য ধরেই তাঁকে বিশেষ ভাবে স্বাগত জানাল MI- ভ🔥িডিয়ো
রাহুল সম্প্রতি এনসিএ-তে তাঁর ব্যাটিং, প্রাথমিক কিপিং ড্রিল এবং আউটফিল্ডিং অনুশীলনের একটি ছো🔯ট ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে তাঁকে সাবলীল লেগেছে।
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের উন্নয়নের উপর নজর দিচ্ছেন, বিসিসিআই-এর এমন একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে বলেছেন, ‘এনসিএ তাঁকে ছাড়পত্র দিয়েছে এবং ২৪ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলার জন্য জয়পুরে যাওয়ার আগে রাহুল বৃহস্পতিবার (২০ মার্চ) লখনউতে তাঁর সঙ্গীদের সঙ্গে যোগ দেবেন। এটি পরিষ্কার যে, তাঁকে প্রাথমিক ভাবে সামনে ঝুঁকতে বারণ করা হয়েছে। তবে তিনি আগামী দিনে গ🧸্লাভস হাতে আবার পারফরম্যান্স করতে পারেন। তবে প্রথম কয়েকটি ম্যাচের জন্য তিনি কেবল খাঁটি ব্যাটার হিসেবে খেলবেন।’
আরও পড়ুন: ওর হাত সব সময়ে আমার কাঁধে থাকবে- রো🐬হিত তাঁর নেতৃত্বে খেলবেন, অস্বস্তিতে নেই হার্দিক
তবে রাহুল উইকেটকিপিং করতে না পারলেও, চিন্তা নেই এসএসজি-র। কারণ তাদের দলে প্রাক্তন প্রোট𒉰িয়া তারকা কুইন্টন ডি'কক এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান রয়েছে। যাইহোক, রাহুলের জন্য উইকেটকিপিং করা তাঁর খেলার একটি গুরুত্বপূর্ণ দিক হবে, যদি তাঁকে জুনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা দ🧸াবি করতে হয়।
বিসিসিআই-এর ঘটনাগুলি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছেন, ‘রাহুলকে তার আগের পারফরম্যান্সের বিবেচনায় ভারতীয় টি-টোয়েন্টি দলে শীর্ষ তিনে স্থান দেওয়া হবে ♑না। আ🥀ইপিএল ভালো খেললে, তিনি ৫ বা ৬ নম্বরে কিপার-ব্যাটার হিসেবে যোগ দিতে পারেন। কিন্তু তিনি যদি পুরোপুরি ব্যাটার হিসেবে খেলেন, তাহলে ঋষভ পন্ত ছাড়াও রিঙ্কু সিং-এর মতো আরও ভালো বিকল্প রয়েছে, যারা ঝোড়ো ব্যাটিং করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দিতে পারে বা ম্যাচ জেতাতে পারে।’ তাই আইপিএলে রাহুলের উইকেটকিপিং করা বা না করার উপর অনেক কিছু নির্ভর করবে।