দুটি দলের প্লে-অফের টিকিট👍 ‘কনফার্ম’ হয়ে গিয়েছে। বাকি দুটি জায়গার জন্য লড়াইয়ে আছে মোট পাঁচটি দল - সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস। যদিও দিল্লি এবং লখনউয়ের সম্ভাবনাটা স্রেফ খাতায়কলমেই আছে। অঙ্কের বিচারে দু'দলের সামনে এখনও প্লে-অফের রাস্তা খোলা থাকলেও সেটার জন্য এত হিসাব-নিকেশ মিলতে হবে যে পারমুটেশন-কম্বিনেশনও ‘ক্লান্ত’ হয়ে যাবে। আর পুরো মেরুতে অবস্থান করছে সানরাইজার্স এবং চেন্নাই। নিজেরা নিজেদের ম্যাচ জিতলে প্লে-অফে উঠে যাবে। বেঙ্গালুরুর ভাগ্যও নিজেদের হাতে আছে বলা যায়।
আইপিএলের পয়েন্ট তালিকা (শুধু প্লে-অফের লড়াইয়ে থাকা)
চেন্নাই সুপার কিংসের প্লে-অফে ওঠার সম্ভাবনা
১) শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতলেই প্লে-অফে উঠে যাবে চেন্নাই। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ﷽অন্য কোনও দলের উপর নির্ভর করতে হবে না রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনিদের।
২) তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে গেলেও প্লে-অফে উঠে যেতে পারে। আরসিবি জিতে গেলে দু'দলেরই পয়েন্ট হবে ১৪। তখন নেট রানরেটের নিরিখে নির্ধারিত হবে যে কোন দল প্লে-অফে যাবে (সানরাইজার্স ন্যূনতম ১৬ পয়েন্ট পাবে ধরে)। সেক্ষেত্রে শুধু হারের ব্যবধানটা এমন হতে হবে, যাতে নেট রানরেটে🐟র নিরিখে বিরাট কোহলিদের উপরে থাকে চেন্নাই। অঙ্ক অন♉ুযায়ী, চেন্নাই যদি ২০০ রান তাড়া করে, তাহলে ১৮ রানের থেকে কম ব্যবধানে হারে, তাহলে আরসিবির থেকে নেট রানরেট বেশি থাকবে।
৩) চেন্নাই যদি ১৮ রানের বেশি ব্যবধানে হেরে যায়, তাহলেও প্লে-অফে যেতে পারবে। সেক্ষেত্রে সানরাইজার্সকে দুটি ম্যাচেই হারতে হবে এবং চেন্নাইয়ের থেকে নেট রানরে𒉰টের ন🀅িরিখে পিছিয়ে থাকতে হবে।
সানরাইজার্স হায়দরাবাদের প্লে-অফে ওঠার সম্ভাবনা
প্যাট কামিন্সদের অঙ্কটা সোজা। দুটি ম্যাচ বাকি। একটি ম্যাচে জিতলেই প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে (এক পয়েন্ট পেলেও হবে)। এমনকী একটি বা দুটি ম্যাচে জিতলেই প্রথম দুইয়ে শেষ করার সুযোগ পাবে (রাজস্থান রয়্যালসের উপর নির্ভর করছে)෴। সানরাইজার্স যদি দুটি ম্যাচেই হেরে যায়, তাহলে চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ সানরাইজার্সের ১৪ পয়েন্টেই আ🎃টকে থাকবে।
আরও পড়ুন: IPL 2024-ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দিলেও রেহাই পাবেন না বোলাররা🍃, বড় বার্তা পন্টিংয়ের
যদি চেন্নাইকে হার🐎িয়ে দেয় বেঙ্গালুরু, তাহলে কমপক্ষে পাঁচটি দলের পয়েন্ট ১৪ হবে - সানরাইজার্স, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি এবং লখনউ। দিল্লি এবং লখনউয়ের পক্ষে কাজটা অসম্ভব প্রায়। তাই সানরাইজার্সের সঙ্গে 🌼মূলত লড়াইটা হবে চেন্নাই এবং বেঙ্গালুরুর। যে দুটি নেট রানরেট বেশি হবে, সেই দুটি দল প্লে-অফে উঠে যাবে।
দিল্লি ক্যাপিটালসের প্লে-অফে ওঠার সম্ভাবনা
আপাতত আইপিএলের পয়েন্ট তালিকার যা অবস্থা, তাতে এবারের ✨মতো ছুটি হয়ে গিয়েছে দিল্লির। তাও অঙ্কের নিরিখে এখনও সুযোগ আছে। আর সেটার জন্য প্রথমেই চেন্নাইকে জিততে হবে। অর্থাৎ ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। আর আইপিএল থেকে ছ🃏িটকে যাবে।
তবে তাতেই হবে না। সানরাইজার্সকে দুটি ম্যাচেই হারতে হবে। সেক্ষেত্রে অঙ্কটা ভয়ংকর। দুটি ম্যাচেই যদি ২০১ রান তাড়া করে সানরাইজার্স, তাহলে দুটি ম্যাচ মিলিয়ে কামিন্সদের ১৯৪ রা𝓀নে হারতে হবে। তবেই নেট রানরেটের নিরিখে সানরাইজার্সকে ছাপিয়ে চতুর্থ দল হিসেলে প্লে-অফে উঠে যাবে।
লখনউ সুপার জায়ান্টসের প্লে-অফে ওঠার সম্ভাবনা
আইপিএলের পয়েন্ট তালিকার যা অবস্থা, তাতে ২০২৫ সালের জন্য পরি♋কল্পনা শুরু করে দিওতে পারে লখনউ। কারণ লখনউয়ের নেট রানরেট এতটাই খারাপ যে শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১০০ রানে হারালেও ‘প্লাস’ হবে না।