তৃতীয় বার আইপিএল শিরোপা জয়। আবেগে ভাসছে পুরো কলকাতা নাইট রাইডার্স শিবির। আর এই জয়ের পিছনে যিনি আসলে কারিগর, তিনি সে অর্থে নির্বিকার। এমনিতেই তাঁকে হাসতে দেখা যায় খুব কম, তবু রবিবার রাতে সেই রাশভারী গৌতম গম্ভীরের মুখেও হাসির রেখা ফুটে ওঠে। সুনীল নারিন যখন তাঁকে কোলে তুলে নেন, পালটা তিনিও ক্যারিবিয়ান তারকাকে পিছন থেকে কোলে তুলে নেন। প্লেয়ারদের সঙ্গে সেলিব্রেশনও করেন। কিন্তু সবটাই ব🍸ড় মাপা।
আরও পড়ুন: কেক নিয়ে হোলি, শ্যাম্পেনে স্নান, ট্রফি নিয়ে নাচ- ✃নাইট টিম হোটেলে যেন মায়াবী রাত- ✤ভিডিয়ো
কেকেআর-এর তরফে শিরোপা জয়ের 🦋পর সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক্স পোস্ট করা হয়েছে, যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘দ্য টিম বিহাইন্ড দ্য ড্রিম’। মানে পর্দার আড়ালে থেকে এই স্বপ্নপূরণ করতে, যে দলটি কাজ করেছে, অর্থাৎ কোচ এবং সাপোর্ট স্টাফেদের ছবি দিয়ে বানানো হয়েছে গ্রাফিক্সটি। তাতে সবচেয়ে বড় ছবিটা গৌতম গম্ভীরের। তাঁর পেছনে ডান পাশে রয়েছেন কলকাতার প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, বাঁ-দিকে সহকারী কোচ অভিষেক নায়ার।
বিশ্বকর্মা কিন্তু গম্ভীরই
কাগজে-কলমে গম্ভী⛎র কলকাতার দলের মেন্টর বা পরামর্শদাতা। তবে বকলমে পুরো স্ট্র্যাটেজি, কৌশল সবটাই কিন্তু ঠিক করেছেন গৌতি। ফাইনাল জয়ের পরে দলের খেলোয়াড়রা তো কৃতিত্ব দিচ্ছেনই, সেই সঙ্গে কেকেআর-এর অন্যতম প্রধান কর্ণধার শাহরুখ খান তো গম্ভীরে মুগ্ধ। প্রধান কোচ এবার গৌতির আড়ালেই চলে গিয়েছেন। আসলে গম্ভীরের হাত ধরেই তো এবার বদলে গিয়েছে কেকেআর-এর খোলনলচে। গম্ভীরের কেকেআর-এ প্রত্যাবর্তব নিঃসন্দেহ𒉰ে দলের ভাগ্য ফিরিয়েছে। এর আগে ২০১২ এবং ২০১৪ সালে গৌতির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর, মেন্টর হিসেবে এবার ফের কলকাতার দলে প্রত্যাবর্তন করতেই দশ বছরের খরা কাটিয়ে খেতাব জিতল নাইটরা।
শাহরুখের চুমু গৌতির কপালে
স্বাভাবিক ভাবেই দল চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি কিং খান। পুরো দলের সঙ্গে তিনিও সেলিব্রেশনে মাতেন। তবে সুপারস্টারের বাড়তি ভালোবাসা কিন্তু গম্ಞভীরের জন্য সব সময়েই একটু বেশি। উৎসবের মাঝে দে꧃খা গেল, গম্ভীরকে জড়িয়ে তাঁর কপালে স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন বলিউডের বাদশাহ। এর আগে কেকেআর-কে চ্যাম্পিয়ন করার পর, গম্ভীরের গালে চুমু খেয়েছিলেন শাহরুখ। আসলে এই গৌতিই তো বারবার কিং খানের স্বপ্ন পূরণ করেছেন। যেন অদৃশ্য জাদুকাঠি নিয়ে ঘোরেন গম্ভীর। যার স্পর্শে শাহরুখের সাধের কেকেআর-এর মাথায় ওঠে রাজার মুকুট।
কেকেআর প্লেয়াররা মুগ্ধ মেন্টরে
শুধু কী শাহরুখ, গম্ভীরকে নিয়ে আবেগপ্রবণ তাঁর ﷽দলের প্লেয়াররাও। ফাইনালে ৩ উইকেট নেওয়া আন্দ্রে রাসেল যেমন বলেছেন, ‘জিজি (গৌতম গম্ভীর) শুধু মেন্টর ছিল না, ও প্রতিটি বিভাগেই আমাদের নেতা ছিল। আমার মনে হয়, আমাদের সাফল্যের চাবিকাঠি সেটিই। ও নিশ্চিত করেছে, যাতে প্রত্যেক ব্যাটার এবং বোলার তাদের ভূমিকা সঠিক ভাবে পালন করে। জিꦇজি যে কোনও দলেরই দুর্দান্ত ক্যাপ্টেন।’
নীতীশ রানা আবার বলছেন, গম্ভীর তাঁদের আত্মবিশ্বাস জুগিয়েছিলেন মরশুম শুরুর আগেই। তাঁর দাবি, ‘গৌতম গম্ভীর যখন আমাদের মেন্টর হিসেবে সই করলেন🔜, আমি হোয়াটসঅ্যাপে তাঁকে অভিনন্দন জানিয়েছিলাম। লম্বা একটা মেসেজ লিখেছিলাম। আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু এটাও বলেছিলেন, যখন ট্রফিটা মঞ্চে উঁচিয়ে ধরব, সেদিনই তিনি সব♎চেয়ে খুশি হবেন। আজ সেই দিন, আর আমি ওই মেসেজ চিরদিন মনে রাখব।’
গম্ভীরে মুগ্ধ দলের তারকা স্পিনার বরুণ চক্রবর্তীও। তিনি বলেছেন, ‘আমরা মরশুমের শুরুতে পঞ্জাব কিংসের ক൲াছে হেরেছিলাম। জিজি এর পর আমাদের বলেছিল, এই হারই আমাদের ফাইনালে জেতাবে। এখন সেটিই হলো।’