ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মরশুমের জন্য সানরাইজার্স হায়দরাবাদ নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার জেমস ফ্র্যাঙ্কলিনকে তাদের ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে। কিংবদন্তি ﷽পেসার ডেল স্টেইন, যিনি গত দুই মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ ছিলেন, ব্যক্তিগত কারণে ২০২৪ আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। আর তার পরেই নতু♏ন বোলিং কোচ নিয়োগ করে হায়দরাবাদ।
হায়দরাবাদে বোলিং কোচ থাকার সময়ে ডেল স্টেইন বেশ কিছু তরুণ প্রতিভাকে তুলে আনেন। এঁদের মধ্যে উমরান মালিক, টি নটরাজন, মার্কো জানসেন, কℱার্তিক ত্যাগীরা রয়েছেন। তিনি এই তরুণদের নিজের হাতে তৈরি করেছেন স্টেইন। এবং তাঁদের বড় মঞ্চে প্রভাব ফেলতে সাহায্য করেছিলেন।
সোমবার সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন বোলিং কোচের নাম ঘোষণা করেছে। এক্সে তারা লিখেছে, ‘ব্যক্তিগত কারণে ড꧅েল স্টেইন এই মরশুমে আমাদের সঙ্গে যোগ দিতে পারবেন না। এবং জেমস ফ্র্যাঙ্কলিন এই মরশুমে পেস বোলিং কোচ হবেন। জেমসকে আমাদের দলে স্বাগত।’
নিউজিল্যান্ড দলের হ𓄧য়ে তিনি দীর্ঘ ১৩ বছর খেলেছেন। দেশের হয়ে ফ্র্যাঙ্কলিন ৩১টি টেস্ট, ১১০টি ওয়ানডে এবং ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ২০১১ এবং ২০১২ আইপিএলে মুম্বই 🀅ইন্ডিয়ান্সের হয়েও প্রতিনিধিত্ব করেছেন।
কিউয়ি তারকা ইংলিশ কাউন্টি ক্রিকেটে ডারহ্যাম এবং ♚পাকিস্তান সুপার ল💧িগের দল ইসলামাবাদ ইউনাইটেডের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। স্বাভাবিক ভাবেই তাঁর কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। যাইহোক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফ্র্যাঙ্কলিন প্রথম কোচিং করাবেন। তিনি পাশে পাবেন তাঁর প্রাক্তন নিউজিল্যান্ড দলের সতীর্থ ড্যানিয়েল ভেত্তোরিকে। যিনি সানরাইজার্সের হেড কোচ। এর আগে ভেত্তোরি এবং ফ্র্যাঙ্কলিন কাউন্টি ক্রিকেট টিম মিডলসেক্সের পাশাপাশি দ্য হান্ড্রেডে বার্মিংহ্যাম ফিনিক্সে একসঙ্গে কাজ করেছেন।
আরও পড়ুন: লন্ডন থেকে ভারতে ফিরলেন কে𝄹এল রাহুল, খ✅েলবেন কি IPL 2024?
২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই প্রধান কোচ হিসেবে ড্যানিয়েল ভেত্তোরিকে নিয়োগ করেছেন। পাশাপাশি ২০২৪ মরশুমের জন্য তাদের টিম ম্যানেজমেন্ট এবং নেতৃত্বের দায়িত্বে বড় পরিবর্তন করেছে। এডেন মার্করামের পরিবর্তে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে নতুন অধিনায়ক মনোনীত করা হয়েছে। ২০২৩ মরশুমে হায়দরাবাদ এডেন মার্করামের অধিনায়কত্ব𓆏ে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতেছিল। তবে এই বছর সানরাইজার্স ইস্টার্ন কেপকে এস২০-র (SA20) অভিষেক মরশুমেই শিরোপা জিতিয়েছেন মার্কᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚরাম। তবু তাঁকে সরিয়েই কামিন্সকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। মার্করাম অবশ্য দলে রয়েছেন।
গত চার বছর ধরেই সানরাইজার্স অধিনায়ক বদল করে চলেছে। ২০২১ মরশুমে ডেভিড ওয়ার্নারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় সানরাইজার্স। এর পর কেন উইলিয়ামসন দায়িত্ব নেন। কেন♉ের পর এডেন মার্করামকে অধিনায়ক করা হয়। আর এবার কামিন্সকে দায়িত্ব ꦑতুলে দেওয়া হয়।