শুভব্রত মুখার্জি:- সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি। সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতীয় এই পেসার। ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও হয়েছিলেন তিনি। প্রথম চারটি ম্যাচ না খেলেও ২৪টি উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসার। ফলে স্বাভাবিকভাবেই শামিকে নিয়ে যে আসন্ন আইপিএলের আগে যে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে টানাটানি চলবে এটাই স্বাভাবিক। তবে অনৈতিকভাবে মহম্মদ শামিকে দলে টানার যে চেষ্টা হবে তা হয়তো কেউ ভাবতেও পারেননি। তবে এই ঘটনাই ঘটেছে বাস্তবে। কার্যত পিছনের দরজা দিয়ে মহম্মদ শামিকে ট্রেডিং করার চেষ্টা করেছে একটি ফ্র্যাঞ্চিইজি। আর তাতেই রীতিমতো ক্ষুব্ধ গুজরাট টাইটানসের (জিটি) সিওও অরবিন্দর সিং। তাঁর মতে এই ঘটনা 💝কখনই ঘটা উচিত নয়। ঘটনার কথা জানালেও কোন ফ্র্যাঞ্চাইজি এই চেষ্টা করেছে তা অবশ্য অরবিন্দর খোলসা করেননি।
গুজরাট টাইটানস দলের সিওও অরবিন্দর সিং জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিরা শুধুমাত্র ক্রিকেটার নয় এছাড়াও কোচিং স্টাফদের সঙ্গেও অনৈতিকভাবে যোগাযোগ চালাচ্ছে। যে কথা টিম ম্যানেজমেন্টও জানতে পারছে না। শামির ট্রেডিংয়ের বিষয়েও টি🌌ম ম্যানেজমেন্টকে জানানো হয়নি। সরাসরি শামিকে যোগাযোগ করা হয়। এমন কথাই তিনি জানিয়েছেন নিউজ ১৮'কে। উল্লেখ্য নিলামের আগেই গুজরাট টাইটানস ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে রিটেন করেছিল। যদিও পরবর্তীতে তাঁকে ট্রেডিং করে নেয় পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স।
আগামী আইপিএলের নিলামে যাওয়ার আগে গুজরাট দলের হাতে থাকবে মোট ৩৮.১৫ কোটি টাকা। তাদের দলে দুজন বিদেশি ক্রিকেটারের স্লট ফাঁকা রয়েছে। সবমিলিয়ে খ🍌ালি রয়েছে আটটি স্লট। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে শুভমন গিলকে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে ফ্র্🃏যাঞ্চাইজি। এমন আবহে জিটির সিওও অরবিন্দর সিং জানিয়েছেন, বিসিসিআইয়ের তরফে যে ট্রেডিং নিয়ম করা হয়েছে তা যাতে মেনে চলে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো তার দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ্য জিটি শেষ দুই বছরে আইপিএলে খেলছে। দুই বছরেই তারা ফাইনালে পৌঁছেছে। একবার তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং পরবর্তী বছরে তাদের রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।