কয়েক মিনিটও টিকল না শ্রেয়স আইয়ারের রেকর্ড। ভারতীয় তারকার ২৬.৭৫ কোটি টাকার রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় হলেন ঋষভ পন্ত। তাঁকে ২৭ কোটি টাকা দিয়ে দলে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। প্রাথমিকভাবে♈ রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে লড়াইয়ের পরে পন্তের জন্য সর্বোচ্চ ২০.৭৫ কোটি টাকা দর হেঁকেছিলেন জাহির খান, গোয়েঙ্কারা। তারপর নিয়ম মতো দিল্লি ক্যাপিটালসের কাছে জানতে চাওয়া হয় 🐽যে ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করবে কিনা। তাতে রাজি হন সৌরভ গঙ্গোপাধ্যায়রা। আর সেটার প্রেক্ষিতে গোয়েঙ্কারা যে দর হাঁকেন, তাতে দিল্লি স্রেফ দাঁড়ানোরই সুযোগ পায়নি। লখনউয়ের তরফে জানানো হয় যে ২৭ কোটি টাকা দেবে। সেটা শুনেই সরে দাঁড়ায় দিল্লি। আর পন্তকে দলে নিয়ে নেয় লখনউ।
CSK ও RCB-তে যেতে পারেন বলে জল্পনা চলছিল
অথচ নিলামের আগে যে কয়েকটি দল পন্তের জন্য 𓄧ঝাঁপাতে পারে বলে কানাঘুষো চলছিল, তাতে লখনউয়ের নামই ছিল না। বরং চেন্নাই সুপার কিংসের (সিএসকে) নাম বারেবারে উঠে আসছিল। এমনকী এডিট করে পন্তকে চেন্নাইয়ের জামাও পরিয়ে দিচ্ছিলেন অনেকে। একই কানাঘুষো শোনা যাচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ক্ষেত্রেও। যদিও শেষপর্য🌊ন্ত পন্তের জন্য বিডই করেনি চেন্নাই। লখনউ ছিনিয়ে নিয়েছে পন্তকে।
পন্ত কি LSG-র অধিনায়ক হবেন?
যদিও পন্তই লখনউয়ের অধিনায়ক হবেন কিনা, তা নিয়ে ধন্দ আছে। কারণ নিলামের আগেই আরও এক বাঁ-হাতি উইকেটকিপার নিকোলাস পুরানকে রিটেন করেছে লখনউ। তাঁদের মধ্যে থেকে যে কোনও একজন অধিনায়ক হতে পারেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অপর অংশ𒊎ের অবশ্য ধারণা, পন্তের হাতেই সম্ভবত অধিনায়কত্ব দেওয়ার পথে হাঁটবেন জাহিররা।
লখনউ সুপার জায়ান্টের দল (আপাতত)
১) নিকোলাস পুরান (রিটেনড ২১ কোটি টাকা)।
২) রবি বিষ্ণোই (রিটেনড, ১১ কোটি টাকা)।
৩) মায়াঙ্ক যাদব (রিটেনড, ১১ কোটি টাকা)।
৪) মহসিন খান (রিটেনড, চার কোটি টাকা)।
৫) আয়ুষ বাদোনি (রিটেনড, চার কোটি টাকা)।
আরও পড়ুন: KKR Team in IPL 2025 Auction LIVE: ১১.৭৫ কꦺোটি টাকা দিয়েও রাহুলকে পেল না নাইটরা! হারছে সবেতে
KKR কি বিড করেছিল পন্তের জন্য?
পন্তের জন্য বিডই করেনি কেকেআর। ঝুলিতে অত টাকা নেই বলে ওই পথে হাঁটেনি নাইট ব্রিগেড। আর যে আশঙ্কাটা আগেই প্রকাশ 🍷করেছিলেন♍ কেকেআর ফ্যান ঋতুপর্ণা দে। তিনি বলেছিলেন, 'অধিনায়ক হিসেবে আমরা হয়ত ঋষভ পন্তকে পাব না। কারণ আমাদের হাতে অত টাকা নেই।'