প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং, যিনি আইপিএল ২০২৫-এ পঞ্জাব কিংসের প্রধান কোচ, এমএস ধোনি সম্পর্কে বড় দাবী করেছেন। রিকি পন্টিং বিশ্বাস করেন যে, ধোনির এখনও একজন দুর্দান্ত উইকেটকিপার। আসন্ন 🐓ম্যাচগুলোতে ভালো পারফর্ম করার জন্য তিনি উইকেটরক্ষক-ব্যাটসম্যানের উপর ভরসা রেখেছেন এবং তাঁকে সমর্থন করেছেন।
আইপিএলের শেষ ১৭টি মরশুমে, ধোনি সব 🧜সময়ে তাঁর ব্যাটিং এবং উইকেটকিপিং দিয়ে শিরোনামে উঠে এসেছেন। তবে এই মরশুমে তিনি তাঁর পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে ব্যর্থ হয়েছেন, যে কারণে তিনি প্রচুর সমালোচিতও হচ্ছেন। ൲এই সবের মাঝে, এমএস ধোনির পাশে দাঁড়িয়েছেন রিকি পন্টিং। ধোনির অবসর নিয়েও তিনি মুখ খুলেছেন।
আরও পড়ুন: ভিডিয়ো- কামিন্সের বলে কভার ড্রাইভে ꧟দুর্দান্ত চার হাঁকিয়ে চোখ মারলেন শুভমন 🀅গিল, জানেন কাকে?
ধোনির অবসর নিয়ে বড় বিবৃতি দিলেন রিকি পন্টিং
এমএস ধোনির সমর্থনে রিকি পন্টিং সোচ্চার। তাঁর দাবি, ‘দেখুন আপনি সিএসকে নিয়ে কোনও বিতর্ক করবেন না, তারা আইপিএল💖ের ইতিহাসে অন্যতম সফল দল। ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে অনেক কথা হচ্ছে। আমি মনে করি, ওর ভূমিকা কয়েক বছর ধরে কিছুটা কমে গিয়েছে, ও মাত্র ১০-১২ বলের জন্য খেলতে নামে। এবং একটি বড় প্রভাব ফেলার চেষ্টা করে, 🎉কিন্তু ধোনি এখনও আইপিএলে বিপজ্জনক।’
এছাড়া ধোনির অবসর নিয়েও প্রশ্ন করা হয়েছিল পন্টিংকে। জবাবে তিনি বলেন, ‘এটি নির্ভর করছে ২০২৫ মরশুমটি তাঁর এবং দলের পারফরম্যান্স কেমন হচ্ছে, তার উপর। যদি ও ব্যাট🤪 হাতে সত্যিকারের প্রভাব ফেলতে পারে, আমি মনে করি ও খেলতে থাকবে। ওর ব্যাটিং ভালো না হলে, এ নিয়ে ও ভাবনাচিন্তা শুরু করতে পারে। ও একজন দারুণ খেলোয়াড় এবং সব সময়েই আইপিএলে প্রভাব বিস্তার করে চলেছে।’
ধোনির উইকেটকিপিংয়ের প্রশংসা করেছেন পন্টিং
একই সঙ্গে পন্টিং স্বীকার করেছেন যে, ধোনি ব্যাট হাতে সেভাব সফল না হলেও, উইকেটকিপিং এখনও সেরা। ধোনির উইকেট-কিপিং সম্পর্কে নিজের মতামত দেওয়ার সময় পন্টিং বলেছেম, ‘ওর কিপিংয়ে কোনও অবনতি হয়নি, এটি আমি জা🍎নি। ধোনি স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করছে না, ও এখনও আগের মতোই ভালো, তিনি একজন দুর্দান্ত উইকেটরক্ষক।’