শেষ হয়েছে আইপিএল ২০২৪। আসতে চলেছে আইপিএল ২০২৫-এর জন্য মেগা অকশন। তার আগে সব দলই তাদের কোচিং লাইনআপকে গুছিয়ে নিতে চাইছে। কারণ অকশনে কোন খেলোয়াড়কে নেওয়া হবে তা অনেকটাই নির্ভর করে দলের কোচের উপর। কলকাতা নাইট রাইডার্স ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে ২০২৫ আইপিএল। ইতিমধ্যেই কলকাতার মেন্টর গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, সেই জায়গায় কে বসবে তার খোঁজ শুরু করেছে ম্যানেজমেন্ট। প্রাথমিকভাবে কিছু নাম ঘোরাফেরা করছে। শোনা যাচ্ছে এক অস্ট﷽্রেলিয় কোচকেও পছন্দ হয়েছে ম্যানেজমেন্টের, যার আগে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে।
সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, প্রাক্তন কেকেআর অলরাউন্ডার জ্যাক কালিসও অন্যতম যিনি মেন্টর হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। কলকাতার হয়ে খেল🍷ার অভিজ্ঞতা রয়েছে এই প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডারের। ২০১২ এবং ২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল নাইট রাইডার্স, সেই টিমের সদস্য ছিলেন ক্যালিস। ২০১৫ সালে কোচিং স্টাফ হিসেবেও যোগ দিয়েছিলেন। ব্যাটিং পরামর্শদাতা ছিলেন ক্যালিস। পরের বছর অর্থাৎ♍ ২০১৬ সালে যখন ট্রেভস বেইলি সরে যান তখন হেড কোচও হয়েছিলেন। ম্যানেজমেন্ট ফের একবার এই অলরাউন্ডারের উপর দলের দায়িত্ব দিতে চাইছেন বলে খবর।
অন্যদিকে, আরও একজন হলেন প্রাক্তন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিকি পন্টিং। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন তিনি। দীর্ঘ ৭ বছর ডিসি-র হয়ে হেড কোচের দায়িত্ব সামলেছিলেন পন্টিং। এবার তাঁর উপর নজর কেকেআর-এর। পন্টিংয়ের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে ম্যানেজমেন্টের। তবে এখন দেখার বিষয় ক্যালিস না পন্টিং ? কে গম্ভীরের ছেড়ে যাওয়া কুর্সিতে বসেন। প্রসঙ্গত, কিছুদিন আগে কুমার সাঙ্গাকারার নামও সামনে এসেছিল কেকেআর-এর মেন্টর হিসেবে। শোনা যাচ্ছিল রাজস্থান রয়্যালসের কোচ হতে চলেছেন রাহুল দ্রাবিড়। তাই কুমার সাঙ্গাকারাকে আর রাখতে চাইছে না আরআর ম্যানেজমেন্ট। তবে সেই জল্পনার ইতি ঘটেছে। সরকারি ভাবে রাজস্থানের তরফে ঘোষণা করা হয়েছে কোচ হিসেবে নিয়োগ করা হচ্ছে রাহুল দ্রাবিড়-কে ঠিকই, তবে ছাড়া হচ্ছে না সাঙ্গাকারাকে। দলের ডিরেক্টর অফ ক্রিকেট প✅দে বসছেন তিনি।