IPL ২০২৫-এর রিটেনশন প্রক্রিয়া শেষ হয়েছে ইতিমধ্যেই। এবার পালা মেগা অকশনের। কিন্তু কবে হবে, কোথায় হবে এই নিলাম? এনিয়ে বিস্তর জল্পনা চলছে বেশ কিছু মাস ধরে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠিত হবে IPL-এর মেগা অকশন। প্রথম থেকেই শোনা যাচ্ছিল এবছর মেগা অকꦺশনের ভেন্যু পরিবর্তন হতে পারে। তবে সৌদি না দুবাই এনিয়ে দ্বন্দ্ব চলছিল। শেষ পর্যন্ত সৌদি আরবেই বসবে এবছরের মেগা অকশন বলে সিলমোহর পড়েছে। ১০টি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই রিটেন করা খেলোয়াড়দের নাম প্রকাশ্যে এনেছে। যেই তালিকায় একাধিক চমক꧒ রয়েছে।
এবছর রিটেনশনে বেশ চমক দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। শ্রেয়স আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, কেএল রাহুল, ঋষভ পন্ত, মিচেল স্টার্কদের মতো ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত অবাক করেছে সমর্থকদের। রিটেনশনে মোট ৪৬ জඣন ক্রিকেটারকে রিটেন করা হয়েছে। যার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর খরচ হয়েছে মোট ৫৫৮.৫ কোটি টাকা। ৪৬ জন রিটেন হওয়া ক্রিকেটারদের মধ্যে ৩৬ জনই ভারতীয়। এদের মধ্যে আবার ১০ আনক্যাপড ক্রিকেটার। এবার অকশনে নজর থাকবে শ্রেয়স আইয়ার, কেএল রাহুল এবং ঋষভ পন্তের উপর। এই ৩ ক্রিকেটারের IPL-এ অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। ফলে নতুন অধিনায়কের খোঁজে থাকা দলগুলো এদের পেতে ঝাঁপাবে এবিষয়ে কোনও সন্দেহ নেই।
উল্লেখযোগ্য ভাবে এবার কোনও ইংল্যান্ডের ক্রিকেটারকে রিটেন করেনি ফ্র্যাঞ্চাইজিগুলি। ছেড়ে দেওয়া হয়েছে জোস বাটলার, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, মইন আলি, স্যাম কারান, হ্যারি ব্রুক, ফিল সল্ট এবং উইল জ্যাকসের মতো তারকা প্লেয়ারদের। এদের মধ্যে অনেক ক্রিকেটারই অতীতে কোনও না কোনও ভাবে IPL-এ ম্যাচ মিস করেছেন। কেউ বা চোটের কারণে, কেউ বা ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন। এরফলে মরশুমে সমস্যায় পড়তে হয়েছিল দলগুলিকে। তাই তাঁদের রিটেন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার রিটেনশনে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছেন বিꦿরাট কোহলি। RCB তাদের এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে কোনও মূল্যে ছাড়তে চায়নি। অন্যদিকে রিটেনশনে সবচেয়ে কম খরচ করেছে পঞ্জাব কিংস। তারা শুধুমাত্র আনক্✤যাপড প্রভসিমরন সিং এবং শশাঙ্ক সিংকে ধরে রেখেছে। ফলে মেগা অকশনে সবচেয়ে বেশি টাকা নিয়ে প্লেয়ার কিনতে নামবে তারা। রিটেনশনের পর তাদের হাতে এখনও ১১০.৫ কোটি টাকা রয়েছে।