༒ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৫-এর ১৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস। তবে এই ম্যাচ থেকে বাদ পড়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক এবং অভিজ্ঞ খেলোয়াড় রোহিত শর্মা। লখনউয়ের বিরুদ্ধে প্লেয়িং একাদশে জায়গা পাননি। অন্যদিকে তাঁর নাম ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকাতেও নেই। জানা গিয়েছে, তিনি চোটের কারণে দলে জায়গা পাননি। রোহিত শর্মা নেট প্র্যাকটিসের সময়ে হাঁটুতে চোট পেয়েছিলেন, যার জেরে তাঁকে লখনউয়ের বিপক্ষে ম্যাচ থেকে বাদ পড়তে হয়েছে।
রোহিত শর্মার খারাপ ফর্ম
෴রোহিত শর্মা আইপিএল ২০২৫-এ খুব খারাপ ফর্মে রয়েছেন। এই অভিজ্ঞ খেলোয়াড় টানা তিন ম্যাচে নিরাশ করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খাতা খুলতে পারেননি রোহিত। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিনি করেন মাত্র ৮ রান। এই দু'টি ম্যাচই হারে মুম্বই। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই দুরন্ত প্রত্যাবর্তন করে। তারা ম্যাচটি দাপটের সঙ্গে জেতে। তবে দলের পারফরম্যান্স বদলালেও, পাল্টাননি রোহিত। তিনি এই ম্যাচে মাত্র ১৩ রান করেন। অর্থাৎ, তিন ম্যাচে রোহিত মাত্র ৭ গড়ে ২১ রান করেছেন।
চোট পেয়েছেন রোহিত
ꦯহার্দিক পান্ডিয়া জানিয়েছেন, হাঁটুতে চোট পেয়েছেন রোহিত শর্মা। লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে অনুশীলনের সময়ে হাঁটুতে চোট পান তিনি। রোহিত শর্মার চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। রোহিত কি পরের ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন? নাকি আরও কিছু ম্যাচের জন্য বেঞ্চে বসতে হবে তাঁকে? এটা এখন বড় প্রশ্ন।
লখনউয়ের বিরুদ্ধে অভিষেক হল মুম্বইয়ের আর এক তরুণের
ꦇমুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এদিন অভিষেক হল আর এক প্লেয়ারের। একাদশে সুযোগ পেয়েছেন পঞ্জাবের অলরাউন্ডার রাজ অঙ্গদ বাওয়া। রাজ অঙ্গদ বাওয়া চণ্ডীগড়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন। এই প্লেয়ার ১১টি প্রথম শ্রেণির ম্যাচে ৪২-এর বেশি গড়ে ৬৩৩ রান করেছেন। টি-টোয়েন্টিতে ২৩-এর বেশি গড়ে ৩০৮ রান করেছেন। এছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১৩টি উইকেট এবং টি-টোয়েন্টিতে ২২টি উইকেট রয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়িং ইলেভেন:ﷺ উইল জ্যাকস, রায়ান রিকলটন, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, রাজ অঙ্গদ বাওয়া, মিচেল স্যান্টনার, দীপক চাহার, অশ্বিনী কুমার, বিগনেশ পুতুর, ট্রেন্ট বোল্ট।
লখনউ সুপার জায়ান্টের প্লেয়িং ইলেভেন:💧 এডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্ত, আয়ুশ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দুল ঠাকুর, দিগ্বেশ সিং রাঠি, আকাশ দীপ, আবেশ খান।