ভারতীয় ক্রিকেটে নিঃসন্দেহে মহেন্দ্র সিং ধোনির বড় অবদান রয়েছে। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে তিনি ভারতকে বহু ট্রফি জিতিয়েছেন। এর পাশাপাশি ধোনি অনেক ক🌼্রিকেটারকেও পথ দেখিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল জানিয়েছেন, ধোনির পরামর্শ কী ভাবে তাঁর পারফরম্যান্সে উন্নতি হয়েছে। অক্ষর দাবি করেছেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের পর ধোনি তাঁকে মেসেজ করেছিলেন। দিল্লি ক্যাপিটালস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অক্ষরের একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেই ভিডিয়োতে, অক্ষর ২০২২ আইপিএলে ধোনি সম্পর্কিত একটি বড় রহস্য উদ্ঘাটন করেছেন।
অক্ষরের সঙ্গে ধোনির ঘনিষ্ঠ সম্পর্ক
ভিডিয়োটিতে, অক্ষরকে বলতে শোনা গিয়েছে যে, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অক্ষর বলেছেন, ‘মাহি ভাইয়ের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি যখন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন, আমি ওঁর সঙ্গে আমার ভাবনা শেয়ার করতꦉাম। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওঁর বার্তা এসেছিল আমার কাছে।’ এর পরে, অক্ষর দাবি করেছেন যে, ‘তিনি ২০২১ বিশ্বকাপে মেন্টর হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। সেই সময়ে আমি ওর সঙ্গে কথা বলেছিলাম, নিজের মানসিকতা নিয়ে। এটা, ওটা হচ্🐼ছে বলেছিলাম। তার পর থেকে যা কিছু ঘটছে, দেখতেই পাচ্ছেন, যা কিছু পরিবর্তন হয়েছে আমার মধ্যে, এর কিছু কৃতিত্ব তো মাহি ভাইয়েরও প্রাপ্য। ’
গ্রহের ফের
ভিডিয়োতে, তিনি ধোনির সঙ্গে একটি ছবির দিকে ইঙ্গিত করেছেন এবং কি☂ছু গোপন কথা বলেছেন। এই ছবিটি আইপিএল ২০২২-এর। অক্ষর বলেছেন যে, ‘সেখানেও একই ঘটনা ঘটেছিল। মাহি ভাই বলছিলেন, তোর গ্রহগুলো একটু এদিক ওদꩲিক নড়াচড়া করছে। কখনও বল এখানে পড়ছে, কখনও সেখানে পড়ছে। মাঝে মাঝে ভালো বলও হচ্ছে। তখন তিনি বলছিলেন, তুই এক কাজ কর, পুজোপাঠ করিয়ে ফেল।’ এই কথা বলে অক্ষর প্যাটেল জোরে হাসতে শুরু করেন।
অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক
প্রসঙ্গত, অক্ষর প্যাটেল টি-টোয🔯়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন൲ করেছিলেন। শুধু বল হাতেই অবদান রাখেননি, ব্যাট হাতেও তাঁর পারফরম্যান্স ছিল চমৎকার। এই মরশুমে দিল্লি ক্যাপিটালস অক্ষর প্যাটেলকে তাদের দলের অধিনায়ক করেছে। এখনও পর্যন্ত দিল্লির পারফরম্যান্সও বেশ ভালো। দলটি তাদের প্রথম দু'টি ম্যাচ জিতেছে এবং চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের দুই নম্বরে রয়েছে।