শ্রেয়স দলে থাকতে অন্য কাউকে কেকেআরের নেতৃত্বের দাবিদার দেখায়নি। তবে শ্রেয়স দল ছাড়তেই জটিল হচ্ছে ছবি। কেকেআরের সম্ভাব্য ক্যাপ্টেন হিসেবে নাম উঠে আসছে একাধিক তারকার। আইপিএল ২০২৫-এর মেগা নিলামের পরে বেঙ্কটেশ আইয়ারের পাশাপাশি অজিঙ্কা র𝓡াহানের নামও উঠে আসতে শুরু করেছ♎ে সম্ভাব্য নাইট অধিনায়ক হিসেবে।
তবে কেকেআর কর্তা বেঙ্কি মা🍒ইসোরকে মুগ্ধ শোনায় এক বিদেশি ক্রিকেটারের লিডারশিপ স্কিলেও। সুতরাং, আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়া সেই বিদেশি ক্রিকেটারও হতে পারেন কেকেআরের নতুন ক্যাপ্টেন। সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এবছর আইপিএল নিলাম থেকে ওয়েস্ট ইন্ডিজের তারকা অল-রাউন্ডার রোভম্যান পাওয়েলকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও পাওয়েলের জন্য খুব বেশি অর্থ খরচ করতে হয়নি কলকাতাকে। তাঁকে ১ কোটি ৫০ লক্ষ টাকার বেস প্রাইস▨ে♔ই দলে নেয় কেকেআর।
উল্লেখযোগ্য বিষয় হল, পাওয়েল ধ্বংসাত্মক মেজাজের মিডল অর্ডার ব্যাটার হলেও আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার পর্যাপ্ত অভিজ্ঞতা রয়🐭েছে। সুতরাং, কেকেআর এক্ষেত্রে তাঁর লিডারশিপ স্কিল ব্যবহার করতেই পারে।
পাওয়েলকে দলে নেওয়া প্রসঙ্গে বেঙ্কি মাইসোর বলেন, ‘সিপিএলে আমাদের দল রয়েছে বলেই রোভম্যান পাওয়েলকে আমরা বহু বছর ধরেই সামনে থেকে দেখছি। ওর এবার সিপিএল মরশুম দারুণ কেটেছে। সেই কারণেই ওকে দলে নেওয়া হয়। বেশ কয়েক বছর ধরে সিপিএল, অন্যান্য লিগ এবং🤡 অবশ্যই আইপিএলে ওকে দেখার পরেই দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ও দুর্দান্ত ক্রিকেটার।’
বেঙ্কি আরও বলেন, ‘পাওয়েল অত্যন্ত অভিজ্ঞ। ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেয়। ওর লিডারশিপ স্কিল, ক্যাপ্টেন্সি সব কিছুই ওকে স্পেশাল করে তুলেছে। ওকে স্কোয়াডে পাওয়া 💞দারুণ বিষয়।’