মহেন্দ্র সিং ধোনিকে কি তবে পরের আইপিএলে ঘরোয়া ক্রিকেটার হিসেবে মাঠে নামতে দেখা যাবে? সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে সিএসকে যেভাবে তৎপর হয়ে উঠেছে পুরনো নিয়ম ফিরিয়ে আনতে, তাতে বিসিসিআইয়ের সম্মতি মিললে ডোমেস্টিক ক্রিকেটার হিসেবে আইপিএল ২০২৫ খেলতে🍨 পারেন মাহি। অবশ্য, বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এক্ষেত্রে চেন্নাইয়ের প্রস্তাবকে সমর্থন করবে কিনা সন্দেহ।
বোর্ডের সঙ্গে ১০টি আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের যে বৈঠক হয়, তাতেই চেন্নাই সুপার কিংস পুরনো একটি নিয়ম ফিরিয়ে আনার প্রস্তাব দেয় 𒊎বিসিসিআইকে। এক দশকেরও বেশি সময় ধর✤ে আইপিএলে চালু ছিল সেই নিয়ম। তবে সম্প্রতি সেই নিয়ম বাতিল করা হয় ফ্র্যাঞ্চাইজিদের আপত্তির ফলেই।
কোন নিয়ম ফেরানোর প্রস্তাব দিয়েছে সিএসকে
২০০৮ সালের উদ্বোধনী মরশুম থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলে বিশেষ একটিඣ নিয়ম লাগু ছিল। ৫ বছর বা তারও বেশি সময় আগে যাঁরা﷽ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাঁদের ঘরোয়া ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হতো আইপিএলে।
মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে শেষবার আন্তর্জাতি ম্যাচে মাঠে নামেন ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপে। যদিও তিনি অবসর ঘোষণা করেন ২০২০ সালের ১৫ অগস্ট। তাই পুরনো এই💖 নিয়ম ফেরানো হলেও ধোনিকে ঘরোয়া ক্রিকেটার হিসেবে চেন্নাই রিটেন করতে পারবে কিনা, নিশ্চিত নয় এখনও।
২০২২-এর মেগা নিলামের আগে চেন্নাই মহেন্দ্র সিং ধোনিকে দ্বিতীয় পছন্দের ক্রিকেটার হিসেবে রিটেন করে। তাদের প্রথম পছন্দের ক্রিকেটার ছিলেন রবীন্দ্র জাদেজা। সেবছর কোনও ঘরোয়া ক্রিকেটারকে রিটেন করতে 𝓀হলে ফ্র্যাঞ্চাইজিদের খচর করতে হতো মোটে ৪ কোটি টাকা। যদি ২০২৫-এর মেগা নিলামেও সেই একই নিয়ম লাগু হয়, তাহলে চেন্নাই ধোনিকে ঘরোয়া ক্রিকেটার হিসেবে কম টাকায় রিটেন করতে চায়।
অন্যান্য বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির দীর্ঘ সময় আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তারকা ক্♔রিকেটারদের ঘরোয়া ক্রিকেটারের তকমায় আপত্তি রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের কাব্য মারানের দাবি, আন্তর্জাতিক ক্রিকেটারদের এভাবে ঘরোয়া ক্রিকেটার হিসেবে রিটেন করা অসম্মানজনক। এর ফলে তাঁদের আর্থিক দিক দিয়েও খাটো করে দেখানো হবে। কেননা নিলাম থেকে সেই সব ক্রিকেটাররা আরও বেশি দাম পেতেই পারেন। তাছাড়া কোনও ঘরোয়া ক্রিকেটার অবসর নেওয়া রিটেনড তারকাদের থেকে বেশি দামে বিক্রি হলে বিষ💧য়টি দৃষ্টিকটু দেখায়।