শুভব্রত মুখার্জি: প্যালেস্তাইনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে ইজরায়েল। সেই লড়াই থামবার কোনও লক্ষণ নেই। এর মাঝেই সেই ল🌃ড়াইতেই বলা যায় যুক্ত হল নতুন আরও একটি দিক। এবার ইজরায়েলের উপর ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যার সরাসরি না হলেও পরোক্ষ প্রভাব এসে পড়েছে খেলার জগতে। ক্ষেপণাস্ত্র আক্রমণের ভয়ে বিমানপথে পরিবর্তন করতে হয়েছে। ঘটনাচক্রে সেই বিমানে ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন। যিনি এই মুহূর্তে ভারতে আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে কর্মরত। কেভিন পিটারসেন সেই রোমহর্ষক কাহিনি শুনিয়েছেন।
এই গল্প শুনে স্তম্ভিত এবং অবশ্যই ভিত ভক্তদের একাংশ। দামাস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে হামলা চালিয়েছে ইজরায়েল বলে অভিযোগ। বদলা হিসেবে ইজরায়েলি ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার রাতে যখন এই হামলা চলছে বলা যায় তার মাঝে পড়ে যান কেভিন পিটারসেনরা। সেই ঘটনায় কেভিন পিটারসেনদের যে বিমান নিয়ে যাচ্ছিল বাধ্য হয়ে তাঁক🃏ে নির্ধারিত পথ বদলে ফেলতে হ𝔉য়। এই কথা জানিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।
পিটারসেন অবশ্য বিমানের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি জানিয়েছেন তাঁর গন্তব্য ছিল ভারতের মুম্বই। রবিবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার ♏কিংস ম্যাচের ধারাভাষ্য দেওয়ার কথা রয়েছে তাঁর। আর সেখানে আসার পথেই এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। বিবিসির তরফে জানানো হয়েছে ইজরায়েলে ইরানের হামলার পর লেবানন, জর্ডন ও ইরাক তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরান ও ইজরায়েলও সামরিক বিমান বাদ দিয়ে বাকি সব বিমানের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে খুব সম্ভবত এই বন্ধ হয়ে যাওয়া আকাশসীমা ব্যবহার করার কথা ছিল পিটারসেনদের বিমানের। ফলে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের বিমানপথ বদলে ফেলতে হয়। পথ বদলের জন্য নতুন করে জ্বালানিও নিতে হয় বিমানটিকে।
আরও পড়ুন… বল না করলে হার্দিক পান্ডিয়াকে কেন T20 WC 2024-ꦅএ খেলানো হবে, প্রশ্ন তুললেন হর্ষ ভোগলে
সোশ্যাল মিডিয়া এক্সে করা এক পোস্টে এই অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন পিটারসেন। তিনি লিখেছেন, ‘এই প্রথমবার (এমন অভিজ্ঞতা) এমনটা হল । আমাদের বিমানকে গতকাল রাতে ফিরে যেতে হয়েছে। আরও বেশি করে জ্বালানি নিতে হয়েছে। কারণ, ইরানের ক্ষেপণাস্ত্র এড়াতে গিয়ে আমাদের বিমানের পথ বদলাতে হয়েছিল। ম্যাডনেস!’ পরে পিটারসেন জানিয🍌়েছেন ওয়াংখেড়েতে তিনি মুম্বই বনাম চেন্নাই ম্যাচে ধারাভাষ্য দেবেন।