শুভব্রত মুখার্জি:- চলতি আইপিএলে শুরুটা খারাপ হলেও ধীরে ধীরে ফর্মে ফিরছে দিল্লি ক্যাপিটালস দল। পরপর কয়েকটি ম্যাচ জিতে আপাতত ঋষভ পন্ত বাহিনী ঢুকে পড়েছে প্লে অফের লড়াইতে। শনিবারও বেশ ভালো পারফরম্যান্স করেছে তারা। ঘরের মাঠে রুদ্ধশ্বাস ম্যাচে তারা হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। জ্যাক ফ্রেশাল ম্যাকগার্কের দলে অন্তর্ভুক্তির পরেই বদলে গিয়েছে গোটা চিত্রটা। এমন আবহে আরও কিছুটা স্বস্তির ꦗখবর শুনিয়েছেন দিল্লির সহকারী কোচ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রবীণ আমরে। তিনি জানিয়েছেন আগামী সপ্তাহেই ফিরবেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। পাশাপাশি তাদের অভিজ্ঞ ব্যাটার তথা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের যে ফিরতে আরও কিছুটা সময় লা🅠গবে তাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন… ﷽ভিডিয়ো: গিলকে ধাক্কা দিয়ে 🅺সরিয়ে দিলেন কোহলি, বারবার শুভমনকে উত্যক্ত করলেন বিরাট! কী হল তারপর?
ইশান্ত শর্মা তাঁর পিঠের সমস্যায় ভুগছিলেন। আশা করা হচ্ছে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আগামী সপ্তাহেই। ফলে তিনি ফিরলে দলের বোলিংয়ের যে শক্তি বাড়বে তা বলাই যায় নির্দিধায়। তবে ওয়ার্নারের যে সেরে উঠতে আরো সময় লাগবে তা স্পষ্ট করে দিয়েছেন সহকারী কোচ আমরে। ১২ এপ্রিল চোটের কবলে পড়েছিলেন ডেভিড ওয়ার্নার। তাঁর বাঁহাতের বুড়ো আঙুলে চোট লেগেছিল। সেই চোট সারতে সময় লাগবে বলে জানিয়েছেন আমরে। দিল্লি ক্যাপিটালস শনিবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে হাই স্কোরিং থ্রিলারে হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দলকে। সোমবার তা꧅দের পরবর্তী ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে। এই ম্যাচে তাদের পﷺ্রতিপক্ষ কেকেআর। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে ৭ মে। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ লিগ তালিকায় শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস। এই দুটি ম্যাচ তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। প্লে অফের লড়াইতে থাকতে গেলে এই দুই ম্যাচে জিততেই হবে তাদের।
আরও পড়ুন… IPL 2024: বেবি আসছে… খেলাটাꦜ দ্রুত শে෴ষ করো- বউয়ের আবদার মেটাতেই কি এমনটা করলেন ধোনি
প্রবীণ আমরে জানিয়েছেন, ‘ওয়ার্নারের সম্পূর্ণ𝓰 সুস্থ হতে আরও ১-২ সপ্তাহ সময় লাগবে। স্ক্যানে দেখা গিয়েছে ওঁর বড়সড় চোট রয়েছে। ইশানের পিঠে চোট রয়েছে। ওঁর সপ্তাহখানেক সময় লাগবে সেরে উঠতে। আমরা যতক্ষণে ফের দিল♒্লি পৌঁছাব ইশান্ত ততদিনে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে বলেই আমার আশা।’
আরও পড়ুন… IPL 2024 Points Table: SRH-কে হারাতেই ৬ থেকে তিনে লাফ দিল CSK, বদ🌸লে গেল টেবিলের ছবি
গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০ রানে জেতার ফলে প্লে অফে যাওয়ার আশা এখনও বেঁচে রয়েছে দিল্লির। ওই ম্যাচে তাদের জয়ের অন্যতম নায়ক জ্যাক ফ্রেশাল ম্যাকগার্ক। তিনি মাত্র ২৭ বলে ৮৪ রান করে ম্যাচের রঙটাই বদলে দেন। ২২ বছর বয়সি এই অস্ট্রেলিয়ার ব্যাটার এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে তিনটিতেই অর্ধশতরান করেছেন। লুঙ্গি এনগিদির পরিবর্ত হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছিল। জানিয়ে দেওয়া যাক দুবাই ক্যাপিটালস দলের হয়ে বেশ ভালো পারফরম্যান্স🌌 করে ম্যাকগার্ক। তারপর থেকেই দিল্লি ক্যাপিটালস দলের টি ম্যানেজমেন্টের নজর ছিল ওঁর উপরে।