শুভব্রত মুখার্জি:- বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম কিংবদন্তি পেসার ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। টেস্ট ইতিহাসে পেসারদের মধ্যে সর্বাধিক উইকেট সংগ্রাহক এই পেসার আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি ঘরেরꦰ মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলে অবসর নেবেন।
লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্ট শুরুর আগেই নিজেদের প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। প্রত্যাশা মতোই এই টেস্টে জেমস অ্যান্ডারসনকে প্রথম একাদশে রেখেই ঘোষণা করা হয়েছে বাকিদে🌳র নাম। নিজের বর্ণময় টেস্ট কেরিয়ারে ইতি জেমস অ্যান্ডারসন টানবেন এই লর্ডস টেস্টে খেলেই। ফলে এই টেস্টকে ঘিরে একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা রয়েছে ক্রিকেট সমর্থকদের মনে।
প্রসঙ্গত, লর্ডসে এই টেস্ট শুরু হবে ১০ জুলাই। তার দুইদিন আগেই নিজেদের প্রথম একাদশ ঘো🦹ষণা করে দিয়েছে 🌄ইংল্যান্ড দল। দলে ওপেনারের ভূমিকায় রয়েছেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। তিন নম্বরে খেলবেন ওলি পোপ। চারে জো রুট, পাঁচে হ্যারি ব্রুক, ছয়ে রয়েছেন অধিনায়ক বেন স্টোকস।
সাতে অভিষেক হবে কিপার ব্যাটার জেমি স্মিথের। আটে রয়েছেন অলরাউন্ডার ক্রিস ওকস, নয়ে গাস অ্যাটকিনসন। দশে রয়েছেন দলের একমাত্র স্পিনার শোয়েব বশির। এগারো🌳 নম্বরে রয়েছেন জেমস অ্যান্ডারসন। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দেশ। তবে এই সিরিজে কেবলমাত্র একটি টেস্ট খেলেই অবসর নেবেন জেমস অ্যান্ডারসন। এই টেস্টে জেমি স্মিথের পাশাপাশি গাস অ্যাটকিনসনের অভিষেক হবে লাল বলের ক্রিকেটে।
প্রসঙ্গত প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে ইসিবি। দলে রাখা হয়নি বেন ফোকস এবং জনি বেয়ারস্টোকে। ফলে অভিষেক হচ𒆙্ছে জেমি স্মিথের। গাস অ্যাটকিনসন লাল বলের 🍸ফর্ম্যাটে না খেললেও তিনি ইংল্যান্ডের হয়ে এর আগে অন্য ফর্ম্যাটে খেলেছেন। তিনি ইতিমধ্যেই ইংল্যান্ডের হয়ে তিনটি টি-২০ এবং ৯ টি ওডিআই ম্যাচ খেলে ফেলেছেন।
প্রথম টেস্টে⛄র প্রথম একাদশে জায়গা পাননি ডিলন পেনিংটন, ড্যান লরেন্স এবং ম্যাথু পটস। পেনিংটন অথবা পটসের যে কোনও একজন দ্বিতীয় টেস্টে খেলবেন। কারণ জেমস অ্যান্ডারসন প্রথম টেস্ট খেলেই অবসরে যাবেন। ভা꧙রত সফরে টেস্টে অভিষেক হওয়া শোয়েব বশির একমাত্র স্পিনার হিসেবে দলে তাঁর জায়গা ধরে রাখতে সমর্থ হয়েছেন। ভারতের বিরুদ্ধে নিজেদের শেষ টেস্ট সিরিজে খারাপ পারফরম্যান্সের পরে এই সিরিজে ভালো ফল করতে মুখিয়ে রয়েছে ইংল্যান্ড দল।