বিশ্রাম নয়, অসুস্থতার জন্য ওয়াংখেড়ে টেস্টে খেলতে পারলেন না꧅ জসপ্রীত বুমরাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে বলা হয়েছে, ‘জসপ্রীত বুমরাহ যে ভাইরালে ভুগছিলেন, সেটা থেকে পুরোপুরি সেরে ওঠেননি। 🃏তাই মুম্বইয়ে তৃতীয় টেস্ট ম্যাচের দলে তাঁকে রাখা হয়নি।’ বুমরাহের পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দলে ঢুকেছেন মহম্মদ সিরাজ। যিনি সম্প্রতি টেস্টে একেবারেই ছন্দে নেই। বুমরাহের অনুপস্থিতিতে মুম্বইয়ে তাঁকে অগ্নিপরীক্ষার মুখে বসতে হচ্ছে। অস্ট্রেলিয়া সফরের আগে মুম্বইয়ে নিজের ছন্দ ফিরে পেতে চাইবেন সিরাজ। কারণ অস্ট্রেলিয়ায় ভারতের পেস বোলিং লাইন-আপ বেশ অনভিজ্ঞ। নেই মহম্মদ শামি। তাই সিরাজ যত ফর্মে থাকবেন, তত লাভ হবে ভারতের। তত বোলিং কম্বিনেশন তৈরির ক্ষেত্রে চিন্তা কমবে রোহিত শর্মাদের।
বুমরাহের অসুস্থতা নিয়ে চিন্তা
আর সিরাজের অফ-ফর্মের কারণে মুম্বইয়ে অসুস্থতার জন্য বুমরাহ না খেলায় অস্ট্রেলিয়া সফরের আগে ভ𝓀ারতীয় ফ্যানদের উদ্বেগ কয়েকগুণ বেড়ে গিয়েছে। এমনিতেই বুমরাহের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সেই পরিস্থিতিতে ভারতীয় তারকা পেসার যদি শারীরিকভাবে একটুও দুর্বল হন, তাহলে সেটা টিম ইন্ডিয়ার জন্য মার🎉াত্মক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।
পার্থে বুমরাহ নেতৃত্বও দিতে পারেন
যদিও একাংশের মতে, অস্ট্রেলিয়া সিরিজের জন্য এখনও সময় আছে। ততদিনে বুমরাহ সুস্থ হয়ে উঠবেন। আর নিজের পুরো ছন্দ নিয়েই আগামী ২২ নভেম্বর পার্থে প্রথম টেস্টে খেলতে নামবেন। আর জ♌ল্পনা যদি সত্যি হয়, তাহলে প্রথম টেস্টে ভারতীয় দলের অধিনꦡায়কত্বও করতে পারেন বুমরাহ। কারণ যা জল্পনা চলছে, তাতে প্রথম টেস্টে সম্ভবত খেলবেন না রোহিত।
আরও পড়ুন: IND vs NZ 3rd Test Day 1 Live: কনওয়ের এক🌼মাত্র উইকেট হারিয়ে ৪০ টপকাল নিউজিল্যান্ড
মুম্বই টেস্টের কী অবস্থা এখন?
ওয়াংখেড়েতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ১২ ওভারে নিউজিল্যান্ডের স্কোর এক উইকেটে ৪৩ রান। আউট হয়ে গিয়েছেন ডেভন কনওয়ে। তাঁ♒কে আউট করেছেন আকাশদীপ। পাঁচ ওভারে ২২ রান দিয়ে এক উইকেট নিয়েছেন বাংলার পেসার। চার ওভারে ১৩ রান দিয়েছেন সিরাজ।
আপাতত যা অবস্থা, তাতে দ্রুত উইকেট চাই ভারতের। নাহলে বিপদ বাড়বে। কারণ ইতিমধ্যে ০-২ ব্যবধানে টেস্ট সিরিজে পিছিয়ে আছে। হোয়াইটওয়াশের আশঙ্কা নিয়ে মাঠে নামতে হয়েছে রোহিতদের। শুধু তাই, ওয়াংখেড়েতে না জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার কাজটা আরও কঠিন হয়ে যাবে। যদিও রোহিত জানিয়েছেন, এখন তাঁরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশ🍎িপের ফাইনাল নিয়ে ভাবছেন না।