কদিন আগেই আইসিসির বোর্ড একটি বৈঠকে বসেছিল। সেখা💞নেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার চেয়ারম্যান পদের মেয়াদ এবং স্বাধীন ডিরেক্টরের মেয়াদ নিয়ে আলোচনা হয়। সেখানেই আসে নতুন সংশোধনী বা প্রস্তাব। এতকাল পর্যন্ত ২ বছর করে তিনবার চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারতেন ব্যক্তিত্বরা। কিন্তু জয় শাহ আসার সঙ্গে সঙ্গেই বদল হচ্ছে সেই নিয়মে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সচিব জয় শাহ, আর কয়েকদি🧔ন পরই আইসিসির চেয়ারম্যান হিসেবে পদ গ্রহণ করবেন। মাসখানেক আগেই তিনি আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যদিও তাঁর মেয়াদ এখনও শুরু হয়নি। এরই মধ্যে জানা গেল বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির বৈঠকে, যার জেরে টানা ৩ বছর এই পদে থাকবেন জয় শাহ।
৩ বছরের জন্য আইসিসির চেয়ারম্যান হবেন জয় শাহ-
জানা যাচ্ছে, যে প্রস্তাব এসেছে আইসিসির বৈঠকে, সেই অনুযায়ী এবার থেকে তিন বছরের মেয়াদ চেয়ারম্যান পদের জন্য বরাদ্দ করা হচ্ছে, নির্বাচি꧙ত চেয়ারম্যান দুবার সেই পদে বসতে পারেন। আগে এই পদে 𓃲তিনবার দুবছর করে বসা যেত, কিন্তু সেই নিয়মেই বদল আনতে চলেছে আইসিসি। এই প্রস্তাব গৃহীত হলে সেক্ষেত্রে ডিসেম্বরের ১ তারিখ থেকে দায়িত্ব নেওয়ার পর, আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান পদে বসবেন জয় শাহ।
বিসিসিআইতে কুলিং অফ পিরিয়ডে যেতে হত জয় শাহকে-
প্রসঙ্গত ২০২৫ সালের সেপ্টেম্বরের পর বিসিসিআইয়ের পদ থেকে কুলিং অফ পিরিয়ডে যেতে হত জয় শাহকে, সেই সময়টাই আইসি🔴সিতে কাটাতে চলেছেন তিনি। সুপ্রিম কোর𒊎্টের নিয়ম অনুযায়ী একজন ক্রীড়া প্রশাসক সর্বোচ্চ ১৮ বছর ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। এর মধ্যে ৯ বছর জাতীয় বোর্ড এবং বাকি ৯ বছর রাজ্য সংস্থায় থাকতে পারবেন। তবে টানা ৬ বছর দায়িত্বে থাকার পর তিন বছরের কুলিং অফ পিরিয়ডে যেতে হবে সংশ্লিষ্ট প্রশাসককে।
আ⭕রও পড়ুন-‘এখন নয়, ৩১ তারিখের🎃 মধ্যে জানাব’, IPL নিয়ে CSKকে বার্তা ধোনির! জিইয়ে রইল ধোঁয়াশা
২০৩০ মহিলা টি২০ বিশ্বকাপের আগে পরিকল্পনা আইসিসির-
আইসিসির বোর্ড মিটিংয়ে অ্যাসোসিয়েট দেশগুলোর মহিলা ক্রিকেটে উন্নতির জন্য প্রতিযোগিতায়ও শিলমোহর দেওয়া হয়। আইসিসি জানিয়েছে, ২০২৫-২০২৮ সালের মধ্যে মহিলাদের নিয়ে দুটি বার্ষিক টি২০ প্রতিযোগিতা করা হবে,কারণ ২০৩০ টি২০ 💜বিশ্বকাপ থেকে ১৬টি দল নিয়ে প্রতিযোগিতা আয়োজনের ইচ্ছা রয়েছে আইসিসির।
মহিলা ক্রিকেট নিয়ে একগুচ্ছ নিয়ম-
এছাড়াও মহিলা ক্রিকেটের এফটিপি নির্ধারনের পাশাপাশি ক্রমতালিকা নির্ধারনের সময়তেও পরিবর্ত আনা হচ্ছে। এবার থেকে প্রত্যেক সদস্য দলকেও নির্ধারিত ম্যাচ খেলার ক্ষেত্রে নিয়ম লাগু করা হচ্ছে। অর্থাৎ স্রেফ সদস্য দল হয়ে বসে থাকলেই হবে না, মহিলা ক্রিকেটেও পুরুষ ক্রিকেটের মতো সমান গুরুত্ব দিয়ে ম্যাচ খেলতে হবে। পাশাপাশি কীভাবে সদস্য দ🧸েশদের আগামী দিনে ওডিআই খেলার স্ট্যাটাস দেওয়া হবে, সেই নিয়েও ব্লুপ্রিন্ট তৈরি হয় এই বৈঠক꧋ে।