মরশুমের শেষ ম্যাচে ফের ক্যাপ্টেন বদলাচ্ছে পঞ্জাব ꦜকিংস। তারা রবিবার আইপিএল ২০২৪-এর শেষ লিগ ম্যাচে মাঠে নামবে নতুন দলনায়কের অধীনে। শনিবার পঞ্জাব ফ্র্যাঞ্চাইজির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, শেষ ম্যাচে পঞ্জাবকে নেতৃত্ব দেবেন জিতেশ শর্মা।
তরুণ উইকেটকিপার-ব্যাটার হতে চলেছেন চলতি মরশুমে পঞ্জাবের ▨তৃতীয় ক্যাপ্টেন। যদিও এই বদল খারাপ পারফর্ম্যান্সের জন্য দায়িত্বের হাতবদল নয়। বরং বাধ্য হয়েই পঞ্জাবকে নতুন ক্যাপ্টেন বেছে নিতে হয়েছে শেষ ম্যাচের জন্য।
পঞ্জাব মরশুম শুরু করে নিয়মিত অধিনায়ক শিখর ধাওয়ানের নেতৃত্বে। ধাওয়ান চোট পেয়ে বসায় পঞ্জাব ক্যাপ্টেন করে ব্রিটিশ অল-রাউন্ডার স্যাম কারান🅷কে। অবাক করা বিষয় হল, মরশুমের শুরুতে জিতেশ শর্মাকে দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছিল পঞ্জাব কিংস। তিনি মরশুম শুরুর আগে ট্রফি নিয়ে ক্যাপ্টেনদের ফটো সেশনে পঞ্জাবের প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন। শিখর ধাওয়ান উপস্থিত থাকতে পারেননি ক্যাপ্টেনস ডে-তে।
জিতেশ চলতি আইপিএল মরশুমে পঞ্জাবের হয়ে নিয়মিত ম♛াঠে নেমেছেন। তা সত্ত্বেও পঞ্জাবকে নেতৃত্ব দেওয়ার স🧸ুযোগ পাননি তিনি। টিম ম্যানেজমেন্ট নেতা হিসেবে আস্থা রাখে স্যাম কারানের উপরে। কারানই মরশুমের বেশিরভাগ ম্যাচে পঞ্জাবের ক্যাপ্টেন্সি করেন।
এখন টি-২০ বিশ্বকাপের আগে ইসিবি ড⛄েকে নিয়েছে তাদꦛের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের। জোস বাটলার, ফিল সল্টরা আগেই দেশে ফিরেছেন। ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন স্যাম কারান, জনি বেয়ারস্টোরা। সেই কারণেই শেষ ম্যাচে তাঁদের পাওয়া যাবে না। তাই কারানের পরিবর্তে শেষ ম্যাচে পঞ্জাবকে নেতৃত্ব দেবেন জিতেশ।
উল্লেখযোগ্য বিষয় হল, শেষ ম্যাচে পঞ্জাবকে ভারতীয় নির্ভর দল নিয়ে মাঠে নামতে হবে। কেননা শেষ ম্যাচে পঞ্ꩵজাব স্কোয়াডে থাকছেন মাত্র দু'জন বিদেশি ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার রিলি রসউ ও অস্ট্রেলিয়ার ন্যাথন এলিস ছাড়া বাকি বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরছেন।
উল্লেখ্য, পঞ্জাব কিংস তাদের ১৩টি লিগ ম্যাচের মধ্যে জয় পেয়েছে মোটে ৫টি ম্যাচে। হেরেছে ৮টি ম্যাচ। সাকুল্যে ১০ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে লিগ টেবিলের নয় নম্বরে। রবিবার উপ্পলে তারা নিজেদের শেষ লিগ ম্যাচে মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সানরাইজা🦹র্সকে হারালে গুজরাট টাইটানসকে টপকে লিগ টেবিলের ৮ নম্বরে থেকে অভিযান শেষ করবে পঞ্জাব। নতুন ক্যাপ্টেন জিতেশ শর্মাও স্পষ্ট জানালেন যে, জয় দিয়ে ইতিবাচকভাবে মরশুম শেষ করাই হবে তাঁদের একমাত্র লক্ষ্য।