শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডসের মাটিতে দ্বিতীয় টেস্টে দুরন্ত শতরা🗹ন করেছেন জো রুট। ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটারকে সাম্প্রতিক সময় টেস্টের অন্যতম সেরা ব্যাটার বলা হয়।। বিরাট কোহলি তো বটেই ফ্যাব ফোরের বাকিদের মধ্যেও নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রেখে চলেছেন রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের টেস্ট কেরিয়ারের ৩৩তম শতরানটি করে ফেলেন রুট, যে গতিতে তিনি এগোচ্ছেন, তাতে আরও বড় নজির হয়ত অপেক্ষা করছে তাঁর জন্যে। এরই মধ্যে সাফল্য পেয়েও মাটিতেই পা রাখছেন রুট, নিজের সুখের দিনে ভুললেন না গুরুকে।
আরও পড়ুন-ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার ဣজল্পনা ওড়ালেন রোনাল্ডো! জানালেন কবে নেবেন অবসর…
ꦐসদ্য প্রয়াত হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প। তিনিই রুটকে এত বড় ক্রিকেটার হয়ে ওঠার পিছনে সাহায্য করেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করেই তাই গুরুকে স্মরণ করলেন রুট। আকাশꦕের দিকে তাকিয়ে শতরান উৎসর্গ করলেন প্রয়াত গ্রাহাম থর্পকে। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে অ্যালিয়েস্টার কুকেরও ৩৩টি শতরান রয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকেই ছুঁয়ে ফেলেছেন জো রুট।
১৪৩ রানের ইনিংসের পর জো রুট তা নিজের ছোটবেলার রোল মডেন গ্রাহাম থর্পকে উৎসর্গ করে বলছেন, ‘আমি অনেকের সঙ্গে কাজ করতে পেরেছি ইংল্যান্ড দলে খেলাকালীন, সেখা সিনিয়র হোক বা জুনিয়র। ও (গ্রাহাম থর্প) তাঁদের মধ্যে একজন ছিল। আমায় অনেক সাহায্য করেছে, খেলার উন্নতি ক♑রতে। তাই শতরানের পর ওর কথা ভাবতে আমার ভালো লেগেছিল। আমি খুব খুব মিস করব ওকে। আমার কেরিয়ারের জন্য অনেক কিছু করেছিন। যখন🃏 আমার ফার্স্ট ক্লাসেও একটা শতরান হয়নি, তখনই আমায় শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার জন্য ইংল্যান্ড লায়ন্স দলে বেছে নিয়েছিল ও ’।
আরও পড়ুন-শাকিবের বিরুদ্ধে খুনের অভিযোগ মি🌳থ্যা এবং অপ্রত্যাশিত! পাশে দাঁড়িয়ে বললেন শান্ত,মুশফিকুর…
কদিন আগেই মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত হন 𒐪ইংল্যান্ডের জার্সিতে ১০০র বেশি টেস্ট খেলা বাঁহাতি ব্যাটার গ্রাহাম থর্প। রুটের কথায়, ‘আমার মধ্যে কিছু একটা দেখেছিল, সেই কারণে ২০১২ সালে যখন আমার অভিষেক হয় ভারতের বিরুদ্ধে, তখন আমায় খুব সাপোর্ট করেছিল। স♏েই থেকেই আমাদের কাজ করা শুরু, এরপর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। তাই এমন সময়, ওকে শতরান উৎসর্গ করতে পেরে ভালো লাগছে। এটা একটা ছোট্ট ধন্যবাদ জানানো ওকে। ’ শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা সময় যখন দল ধুঁকছিল তখনই দলের হাল ধরেন রুট।