এবারের টি২০ বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিতভাবেই সুপার এইট থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। টি২০ বিশ্বকাপ হোক বা ওডিআই বিশ্বকাপ, অজিদের খেলতে নামা মানেই বিশেষজ্ঞরা শেষ চারে একটি স্পট ধরেই রাখে ব্যাগি গ্রিনসদের জন্য। তবে এবার উলটপুরান করে দিয়েছে আফগানিস্তান, সৌজন্যে অবশ্যই রোহিত শর্মার ভারত। এই দুই দলের কাছে হেরেই এবারের টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। দু বছর পর ফের রয়েছে টি২০ বিশ্বকাপ। সেবার বিশ ওভারের এই ফরম্যাটে বিশ্বযুদ🌜্ধের রণাঙ্গন হতে চলেছে ভারত। বর্তমান অস্ট্রেলিয়া দলের প্রচুর ক্রিকেটার রয়েছে যাদের বয়স আগামী বিশ্বকাপে ৩০ পেরিয়ে যাবে। এই দল নিয়ে খুব বেশিদিন কি আদৌ টানা সম্ভব, এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে, এবার এই নিয়ে দলের অন্দরের কথা ফাঁস করলেন অজি তারকা জোস হেজেলউড।
আরও পড়ুন🐎-পোল্যান্ডের বিরুদ্ধে এমবাপের গোলে 🅷১-১ ড্র ফ্রান্সের, গ্রুপের সেকন্ড বয় কন্তেরা
সচরাচর অস্ট্রেলিয়ার ফিল্ডারদের থেকে কোনওরকম মিস ফিল্ড দেখা যায়না। এমনকি ২০২৩ বিশ্বকাপ ফাইনালেও রোহিত শর্মার অনবদ্য ক্যাচ নিয়েছিলেন ট্রাভিস হেড। কিন্তু এবারের পরিসংখ্যান বলছে, ২০২৪ টি২০ বিཧশ্বকাপে ফিল্ডিংয়ের দিক থেকে অন্যতম খারাপ পারফরমেন্স করেছে অজিরা। এক্ষেত্রে বয়স এবং ফিটনেস যে একটা ফ্যক্টর হতে পারে তা বলাই বাহুল্য, তাহলে কি বুড়োদের অস্ট্রেলিয়া দলে আসতে চলেছে ব্যাপক রদবদল? এই প্রশ্নের উত্তর দিলেন হেজেলউড, জানিয়ে দিলেন আগামী বিশ্বকাপের আগে দলে তেমন কোনও রদবদলের সম্ভাবনা দেখছেন না তিনি।
আরও পড়ুন-নꩲেদারল্যান্ডসকে হারিয়ে চমক অস্ট্রিয়ার, গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় সাবিতজাররা
অস্ট্রেলিয়ার এই তারকা পেসার ভারতের বিপক্ষে দুরন্ত বোলিং করেছিলেন। দল হারলেও তাঁর পারফরমেন্স ছিল চোখে লাগার মতো। ২০২৬ টি২০ বিশ্বকাপের সময় বর্তমান অজি টি২০ স্কোয়াডের একমাত্র ক্রিকেটার হিসেবে ক্যামেরন গ্রিনের বয়স থাকবে ৩০-এর তলায়, বাকি সকলেই ৩০ উর্ধ্ব, উল্লেখযোগ্যভাবে ক্যামেরন গ্রিন সুযোগই পাননি এবারে খেলার। এসবꦅ নিয়েই হেজেলউড বলছেন, ‘এই দলে অনেক ভালো মানের ক্রিকেটার আছে, তাই বদল যদি হয় সেটা হবে আসতে আসতে। ব্যাপক কোনও পরিবর্তন অস্ট্রেলিয়া হবে না। দলের কয়েকটা পরিবর্তন হবে তা নিশ্চিত। এছাড়াও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে সারা বছর ধরে, ফলে তাঁরা খেলার মধ্যেই রয়েছে। তাই তাঁদেরকে যখন ইচ্ছে দলে ডাকা যেতে পারে। আমাদের ভালো ফিল্ডাররাও এবার ক্যাচ মিস করেছে'।
আরও পড়ুন-বাম্বাই সে আয়া মেরা দোস্ত! সেমিতে উঠে বাপ্পি লাহিড়ির গানে রোহ꧅িতকে কৃতজ্ঞতা রশিদের
ডেভিড ওয়ার্নারের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যেতে পারে জ্যা𒁏ক ফ্রেজার ম্যাকগার্ককে। এছাড়াও আরও কয়েকটি পরিবর্তন হয়ত অনিবার্য এই দলে। পাশাপাশি যেভাবে প্যাট কামিন্সকে বিশ্বকাপের আগে সরিয়ে দেওয়া হয় তা বুমেরাং হয়েছে বলে মত ক্রিকেটমহলের। কারণ মিচেল মার্শকে অধিনায়ক পদের🐲 চাপ সামলানোর বা অভিজ্ঞতা অর্জনের তেমন সুযোগই দেয়নি অজিরা। বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপ জেতা কামিন্সের ওপর এবারের টি২০ বিশ্বকাপে ভরসা রেখে, পরের বিশ্বকাপের জন্য মার্শকে তৈরি করলে দলের ভালো হত বলে মনে করছেন অনেকে।