শততম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে দলকে নির্ভরতা দিতে পারলেন না কেন উইলিয়ামসন। একা উইলিয়ামসনকেই নয়, বরং ক্রাইস্টচার্চে অস্ট𓆏্রেলিয়ার আগুনে পেস বোলিংয়ের সামনে অসহায় দেখায় নিউজিল্যান্ডের সব ব্যাটসম্যানকেই। ফলে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নিতান্ত সস্তায় অল-আউট হয়ে যায় কিউয়িরা।
সিরিজের দ্বিতীয় টেস্টে টস-ভাগ্য সঙ্গ দেয় অস্ট্রেলিয়াকে। অনুকূল পিচ ও꧙ পরিবেশ-পরিস্থিতিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ইনিংসের শুরুটা নিতান্ত মন্দ করেনি। ওপেনিং জুটিতে ৪৭ রান তুলে ফেলে তারা। তবে ওপেনিং জুটি ভাঙার পরেই নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে কিউয়িরা।
নিউজিল্যান্ড প্রথম দিনের চায়ের বিরতির আগেই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। তারা ৪৫.২ ওভারে ১৬২ রান সংগ্রহ করে। দলের হয়ে সব থেকে বেশি ৩৮ রা﷽ন করেন ওপেনার টম লাথাম। ৬৯ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন। নয় নম্বরে ব্যাট করতে নেমে ম্যাট হেনরি ২৮ বলে ২৯ রান করেন। তিনি ৫টি চার মারেন।
১০ নম্বরে ব্যাট ক꧋রতে নেমে ক্যাপ্টেন টিম সাউদ✨ি করেন ২০ বলে ২৬ রান। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। কেন উইলিয়ামের পাশাপাশি টিম সাউদিরও এটি কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ। উইলিয়ামসন ৩৭ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন। তিনি ২টি চার মারেন। টম ব্লান্ডেল ৩১ বলে ২২ রানের যোগদান রাখেন। তিনি ৩টি চার মারেন।
এছাড়া উইল ইয়ং ১৪, রাচিন রবীন্দ্র ৪, ডারিল মিচেল ৪ ও গ্লেন ফিলিপস ২ ✨রান করে সাজঘরে ফেরেন। খাতা খুলতে পারেননি স্কট ক🌌ুগলেইন। ব্যাট হাতে মাঠে নামলেও কোনও বল খেলার সুযোগ পাননি বেন সিয়ার্স।
অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ৩১ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন জোশ হেজেলউড। টেস্ট কেরিয়ারে এই নিয়ে ১২ বার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। এছাড়া ৫৯ রꦬান খরচ করে ৩টি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। ১টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও ক্যামেরন গ্রিন।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। তারা ব্যাট করে ৩৬ ওভার। সুতরাং, নিউজিল্যান্ডের থেকে এখনও ৩৮ রানে পিছিয়ে রয়েছে♔ অস্ট্রেলিয়া।
স্টিভ স্মিথ ১১, উসমান খোয়াজা ১✃৬, ক্যামেরন গ্রিন ২৫ ও ট্র্যাভিস হেড ২১ রান করে আউট হন। ৪৫ রানে নট-আউট থাকেন মার্নাস ল্যাবুশান। ৮০ বলের ইনিংসে তিনি ৮টি চার মেরেছেন। ৮ বলে ১ রান করে অপরাজিত থাকেন নাথান লিয়নꦯ। কিউয়িদের হয়ে ৩টি উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। ১টি উইকেট নিয়েছেন অভিষেককারী বেন সিয়ার্স।