ভারতের বিপক্ষে ৩-০তে টেস্ট সিরিজ জয়ের পর এবার নিউজিল্যান্ডের সামনে ইংল্যান্ড। ভিন্ন প্রতিপক্ষ, ভিন্ন একাদশ এবং আলাদা পরিবেশ পরিস্থিতিতে নামার আগে দলকে সতর🦋্ক করছেন কিউয়ি অধিনায়ক টম লাথাম। ওয়াঙ্খেড়েতে যেরকম শুষ্ক পিচে তাঁরা খেলে🗹ছিলেন, হেগলি ওভালের সবুজ পিচ একদমই তাঁর থেকে আলাদা।
দলে এলেন কেন উইলিয়ামসন-
মাত্র চার সপ্তাহ আগেই যে আজাজ প্যাটেল এবং লেগ স্পিনার ইস সোধি ভারতের বিপক্ষে নজর কেড়েছিল, এবার তাঁরাই রিজার্ভে বসছেন কারণ টিম সাউদি এবং অভিষেক হতে চলা নবাগত নাথান স্মিথ দলে ফিরছেন। তবে সব নজরই থাকছে নিউজিল্যান্ডের প্র🍌াক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনের ওপর, করাণ বহুদিন পর তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফিরছেন।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! ক꧒খনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
ভারতের বিপক্ষে জয় থেকে আত্মবিশ্বাস চান লাথাম-
ভারতের বিপক্ষে সিরিজ জয় নিয়ে খুব বেশিদিন পড়ে থাকতে চাননা টম লাথাম। একদিকে যেমন সামনের দিকে তাকাতে চান, তেমনই ভারতকে টেস্টে হা❀রানোর আত্মবিশ্বাসকেও সঙ্গী করে এগোতে চান তিনি। আপাতত তাঁর টার্গেট নিউজিল্যান্ড সিরিজই। লাথামের কথায়, ‘নতুন পরিবেশ, নতুন দল। আমাদের জন্য বিষয়টা হচ্ছে যতটা বেশি সম্ভব আত্মবিশ্বাস ওই সিরিজ থেকে নেওয়া যায়। ভারতে পরিবেশ খুনই কঠিন ছিল। তবে দল দ্রুত মানিয়ে নিতে পেরেছিল, এটা ভালো দিক’।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়൩ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভে🐈নু
নিউজিল্যান্ডের প্রশংসায় স্টোক্স
চলℱতি বছরেই ভারতে এসে প্রথম টেস্ট জিতেও পরের চারটি টেস্টে হারা ইংরেজ অধিনায়ক বেন স্টোক্সও প্রশংসায় ভরিয়েছেন নিউজিল্যান্ডকে। স্টোক্সের কথায়, ‘অনেক দেশই গোটা বিশ্ব থেকে সেখানে গেছে, আর আশা করেছে যদি জেতা যায়। কিন্তু বলার থেকে করে দেখানো কঠিন। তাই টম আর ওর দল যা করে দেখিয়েছে ভারতে, তাতে ওর প্রশংসা দাবি করে। ভারতের মাটিতে সিরিজ জেতা সহজ নয়। বিশ্ব ক্রিকেটের জন্যেও এটা ববড় ব্যাপার। কারণ ভারত ঘরের মাঠে বিশ𝔉াল বড় শক্তি। সেখানে গিয়ে একটা সফরকারী দল সিরিজ জিতল, আমি তো মনে করতে পারছি না অতীতে কবে হয়েছে ’।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষ𝔍ীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
এদিকে এই ম্যাচেই বোলিং অলরাউন্ডার স্মিথে🔥র টেস্ট অভিষেক বতে চলেছে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। ওরচেষ্টারশায়ারের হয়ে ২৭টি উইকেটের পাশাপাশি তিনটি অর্ধশতরানও করেন তিনি। লাথাম বলছেন, ‘স্মিথ এমন একজন বোলার, যে হাওয়ায় বল দুদিকেই ঘোরাতে পারে। ও আমাদের দলের বোলিংয়ে ভারসাম্য আনে। ও ব্যাটও করꦏতে পারে, এমন বোলিং অলরাউন্ডার দলে থাকা ভালো ’।