মঙ্গলবার হুবলি টাইগার্সের বিরুদ্ধে ৪৮ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে মহীশূর ওয়ারিয়র্সকে জয় এনে দেন করুণ নায়ার। বুধবার ফের ব্যাট করতে নেমে বাইশগজে ঝড় তোলেন তিনি। এবার ম্যাঙ্গালোর ড্রাগনসের বিরুদ্ধে মাত্র ২৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ওয়ারিয়র্🍌সের ক্যཧাপ্টেন।
উল্লেখযোগ্য বিষয় হল, চলতি মহারাজা টি-২০ ট্রফিতে একের পর এক ম্যাচ জিতিয়ে চলেছেন করুণ নায়ার। টুর্নামেন্টের ১০টি ম্যাচে মাঠে নেমে এই নিয়ে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। শেষ ৮টি ম্🧜যাচে তিনি পাঁচবার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকেছেন। এব✤ার তাঁকে থামতে হয়েছে অর্ধশতরানের দোরগোড়ায়।
বুধবার ম্যাঙ্গালোরের বিরুদ্ধে হা🐎ফ-সেঞ্চুরি করার পথে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারে পরিণত হন করুণ নায়ার। এমন পারফর্ম্যান্সের🦂 পরে নিঃসন্দেহে আসন্ন আইপিএল নিলামে অনেক ফ্র্যাঞ্চাইজির নজর কাড়তে পারেন নায়ার। তবে এতদিন তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে থাকা জাতীয় নির্বাচকরাও ভাবতে বাধ্য হবেন করুণকে নিয়ে।
বুধবার মহারাজা টি-২০ ট্রফির ২৭তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে নায়ারের মহীশূ♎র ওয়ারিয়র্স ও শ্রেয়স গোপালের নেতৃত্বাধীন ম্যাঙ্গালোর ড্রাগনস। চিন্নাস্বামীতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ম্যাঙ্গালোর। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৮ রান সংগ্রহ করে।
কৃষ্ণমূর্তি সিদ্ধার্থ ৫০, তুষার সিং ৪৩, লোচান গৌড়া ২৫, এমবি দ⛎র্শন ১৮, নিকিন জোস ১৪ ও রোহন পাটিল ১২ রান করেন। ওয়ারিয়র্সের হয়ে ২টি করে উইকেট নেন অজিত কার্তিক, কৃষ্ণাপ্পা গৌতম ও মনোজ ভান্দাগে। ১টি উইকেট নেন ধনুষ গৌড়া।
জবাবে ꧂ব্যাট করতে নেমে মহীশূর ওয়ারিয়র্স ১৮.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। করুণ নায়ার ৩১ বলে ৬৪ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৬টি চার ও ৪টি ছক্কা মারেন। ৫২ বলে ৬৯ রান করেন এসইউ কার্তিক। তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন। ম্যাচের সেরা হন করুণ নায়ার।
চলতি মহারাজা টি-২০ ট্রফিতে করুণ নায়ারের ব্যক্তিগত পারফর্ম্যান্স
১. বনাম শিবমগ্গা লায়ন্স- ১৮ রান।
২. বনাম বেঙ্গালুরু ব্লাস্টার্স- ১৪ রান।
৩. বনাম গুলবার্গা মিষ্টিকস- ৬৬ রান।
৪. বনাম ম্যাঙ্গালোর ড্রাগনস- অপরাজিত ১২৪ রান।
৫. বনাম হুবলি টাইগার্স- ৬৬ রান।
৬. বনাম শিবমগ্গা লায়ন্স- ৪৫ রান।
৭. বনাম গুলবার্গা মিষ্টিকস- ০ রান।
৮. বনাম বেঙ্গালুরু ব্লাস্টার্স- ১৩ রান।
৯. বনাম হুবলি টাইগার্স- অপরাজিত ৮০ রান।
১০. বনাম ম্যাঙ্গালোর ড্রাগনস- ৬৪ রান।