আইপিএলে ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিপক্ষে বাজে ভাবে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। ২৬১ রান তুলেও তা ডিফেন্ড করতে পারেননি বোলাররা। ৮ বল বাকি থাকতেই ম্যাচে জয় তুলে নিয়েছে প্রীতি জিন্টার দল। কেকেআরের কর্ণধার শাহরুখ খান দলকে সব সময়ই সমর্থন করেন। কিন্তু বারবার বড় রান তুলেও দলকে হারতে হওয়ায় তিনি মোটেই খুশি নন। শাহরুখের সামনে কোথায় বোলাররা বাড়তি তাগিদ দেখাবেন, তা না সুনীল নারিনকে বাদ দিয়ে কেউ দাঁড়াতেই পারল না পঞ্জাবের বিপক্ষে। প্রতিপক্ষ যদি শক্তিশালী হত তাও ক🌸থা থাকত, কিন্তু শিখর ধাওয়ানহীন পঞ্জাব এবারের আইপিএলের অন্যতম দল যাদের ধারা✤বাহিকতাই ছিল না। ফলে তাঁদের বিপক্ষে ঘরের মাঠে এমন হারের পর ক্রিকেটাররাও বেজায় চাপে।
আরও পড়ুন-বয়স বাড়ছে, তরুণদের💝 সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের
নাইটদের চাপে🐈 পড়ার আরেকটা কারনও আছে। কলকাতায় আর মাত্র দুটি ম্যাচ রয়েছে কেকেআরের। দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত 🧜দুই দল নাইটদের নিচে থাকলেও সোমবার দিল্লির বিপক্ষে হেরে গেলেই কলকাতা চাপে পড়ে যাবে। কারণ চেন্নাই সুপার কিংসও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। দিল্লি জিতলে তাঁরাও ১০ পয়েন্টে পৌঁছে যাবে। ফলে ক্রিকেটাররা কিছুটা হলেও চাপে। এরই মধ্যে তাই ভোকাল টনিক দিয়েই খেলোয়াড়দের চার্জ আপ করার চেষ্টা করলেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। কারণ পরিসংখ্যান বলছে সুনীল নারিনের ৪ ওভারে ২৪ রান যদি বাদ দেওয়া হয়, তাহলে পঞ্জাবের বিপক্ষে নাইটদের বাকি বোলাররা মাত্র ৮৮ বলে ২৩৮ রান দিয়েছে। তাও বিনা উইকেটে, যা নিয়ে মাথা ব্যথা থেকেই যাচ্ছে।
আরও পড়ুন-IPL 2024-এবার বেটিংয়েও কৃ♔ত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ
ম্যাচের পর ড্রেসিং রুমে শুকনো মুখেই বসেছিলেন ক্রিকেটাররা। সেখানে নাইটদের কোচ পণ্ডিত গিয়ে উৎসাহ দেন। বলেন, ‘ চলো এব💃ার সাহস দেখাতে হবে। আমাদের প্রত্যেককে শক্তিশালী হতে হবে, সামনে এগিয়ে 🐻যাওয়ার জন্য। একে অপরের দিকে ডানদিকে, বাঁদিকে তাকাও। দেখো বিশ্বাস আসবে যে সকলে আরও ভালো ক্রিকেট খেলতে পারো। চ্যাম্পিয়নরা কখনও অপেক্ষা করেনা। তাঁরা একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে’।
আরও পড়ুন-IP꧟L 2024-একই IPL-এ প্রথমবার ৩ অর্ꦅধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে
ক্রিকেটারদের মনোবল ভেঙে পড়া মানে ম্যাচ শুরুর আগেই পিছিয়ে পড়া। তাই রিঙ্কু, শ♔্রেয়স চাঙ্গা করতেই পণ্ডিত বলেন, ভয়ডরহীন ক্রিকেট খেলতে। ড্রেসিং রুমে নাইট কোচ বলেন, 'সামনের ম্যাচগুলো নিয়ে ভাবতে হবে। অনেকগুলো ম্য়াচ আসছে। সেখানে নিজেদের সেরাটা দিতে হবে তোমাদের। ভালো ক্রিকেট খেলতে হবে। ড্রেসিং রুমে ইতিবাচক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, আরও ভালো ভাবে কামব্যাক করো। ভয়ডরহীন মানসিকতা আনতে হবে সকলের মধ্যে'।