এই নিয়ে আইপিএলের ১৭টি মরশুমে মাঠে নেমে কলকাতা নাইট রাইডার্স ৮ বার প্লে-অফের যোগ্যতা অর্জন করে। তারা ২ বার চ্যাম্পিয়ন হয় এবং একবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকে। আ♋ইপিএলের প্লে-অফ🃏ে কেকেআরের সার্বিক পারফর্ম্যান্স কেমন, দেখে নিন একনজরে।
২০১১ সালে এলিমিনেটরে হের যায় কেকেআর:-
২০১১ সালে প্রথমবার আইপিএলের প্লে-অফে জায়গা করে নেয় কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ, টুর্নামেন্টের চতুর্থ মরশুমে এসে প্রথমবার শেষ চারের টিকিট হাতে পায় কেকেআর। সেবছর ১৪ ম্য়াচে ৮টি জয়-সহ ১৬ পয়েন্ট সংগ্রহ করে ন🃏াইট রাইডার্স। তারা লিগ টেবিলের চার নম্বরে থেকে প্লে-অফে ওঠে। যদিও এলিমিনেটরে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে বসে কেকেআর।
ওয়াংখেড়ের এলিমিনেটরে শুরুতে ব্যাট করে কেকেআর ৭ উইকেটে ১৪৭ রা💜ন তোলে। ৭০ রান করে অপরাজিত থাকেন রায়ান টেন দুশখাতে। পালটা ব্যাট করতে নেমে মুম্বই ১৯.২ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কলকাতা।
২০১২ সালে চ্যাম্পিয়ন হয় কেকেআর:-
২০১২ সালে ১৬ ম্যাচে ২১ পয়েন্ট💜 নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে ওঠে কেকেআর। তারা পুণেতে প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৮ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করে কেকেআর ৪ উইকেটে ১৬২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ৮ উইকেটে ১৪৪ রানে আটকে যায়।
পরে চিপকের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা। শুরুতে ব্যাট ক🃏রে চেন্নাই ৩ উইকেটে ১৯০ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে কেকেআর ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৯২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮৯ রান করেন মানবিন্দর বিসলা।
২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় কেকেআর:-
২০১৪ সালে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে ওঠে কেকেআর। তারা ইডেনের প্রথম কো🔜য়ালিফায়ারে পঞ্জাব কিংসকে ২৮ রানে হারিয়ে দেয়। শুরুতে ⛎ব্যাট করে কেকেআর ৮ উইকেটে ১৬৩ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে পঞ্জাব ৮ উইকেটে ১৩৫ রানে আটকে যায়।
পরে চিন্নাস্বামীর ফাইনালে সেই পঞ্জাব কিংসকে ৩ উইকেটে 🐻হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা। শুরুতে ব্যাট করে পঞ্জাব ৪ উইকেটে ১৯৯ রান তোলে। কেকেআর ১৯.৩ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০০ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯৪ রান করেন মণীশ পান্ডে।
২০১৬ সালে এলিমিনেটরে হের যায় কেকেআর:-
২০১৬ আইপিএলে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে থেকে প্লে-অফে ওঠে কেকেআর। যদিও দিল্লির এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২২ রানে হেরে যায় কলকাতা। প্রথমে ব্যাট করে হায়দরাবা🌟দღ ৮ উইকেটে ১৬২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর ৮ উইকেটে ১৪০ রানে আটকে যায়।
২০১৭ সালে দ্বিতীয় কোয়ালিফায়ারে হের যায় কেকেআর:-
২০১৭ আইপিএলে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে থেকে প্লে-অফে ওঠে কেকেআর। তারা বেঙ্গালুরুর এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দেয়। তবে চিন্নাস্বামীতেই দ্বিতীয় কোয়ালিফায়ারꦑে মুম্বই ইন্ডিয়াꦡন্সের কাছে ৬ উইকেটে হেরে যায় কেকেআর।
এলিমিনেটরে হায়দরাবাদ ৭ উইকেটে ১২৮ রান তোলে। কেকেআর বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩ উইকেটে ৪৮ রান তুলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচ জিতে যায়। দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা ১০৭ ꦯরানে অল-আউট হয়ে যায়। মুম্বই ৪ উইকেটে ১১১ রান তুলে ম্যাচ জিতে যায়।
২০১৮ সালে দ্বিতীয় কোয়ালিফায়ারে হের যায় কেকেআর:-
২০১৮ আইপিএলে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে থেকে প্লে-অফে ওঠে কেকেআর। তারা ইডেনের এলিমিনেটরে রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারিয়ে দেয়। তবে ইডেনেই দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইꦯজার্স হায়দরাবাদের কাছে ১৪ রানে হেরে যায় কেকেআর।
এলিমিনেটরে কেকেআর ৭ উইকেটে ১৬৯ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে রাজস্থান ৪ উইকেটে ১৪৪ রানে আটকে যায়। দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদ ৭ উইকেটে ১৭৪ রান তোলে꧂। কলকাতা ৯ উইকেটে ১৬💎০ রানে আটকে যায়।
২০১৮ সালে ফাইনালে হের যায় কেকেআর:-
২০১৮ আইপিএলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে থেকে প্লে-অফে ওঠে কেকেআর। তারা শারজার এলিমিনেটরে আরসিবিকে ৪ উইকেটে হারিয়ে দেয়।﷽ শারজাতেই দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে পরাজিত করে না🌱ইট রাইডার্স। দুবাইয়ের ফাইনালে চেন্নাইয়ের কাছে ২৭ রানে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকে কলকাতা।
এলিমিনেটরে আরসিবি ৭ উইকেটে ১৩৮ রান তোলে। কেকেআর ৬ উইকেটে ১৩৯ রান তুলে ম্যাচ জিত🅠ে যায়। দ্বিতীয় কোয়ালিফায়ারে দি🐭ল্লি ৫ উইকেটে ১৩৫ রান তোলে। কেকেআর ৭ উইকেটে ১৩৬ রান তুলে ম্যাচ জেতে। ফাইনালে চেন্নাই ৩ উইকেটে ১৯২ রান তোলে। কেকেআর ৯ উইকেটে ১৬৫ রানে আটকে যায়।