শাহরুখ খানও হার মানলেন শ্রেয়স আইয়ারের টাকার দাবি কাছে? সংবাদমাধ্যম ক্রিকবাজের রিপোর্টে এমনই জানানো হল। সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে, আইপিএল নিলামে না নাম দিয়ে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) থাকতে যে দর হাঁকছিলেন শ্রেয়স, তাতে পিছিয়ে এসেছে নাইট ব্রিগেড। আর সেই পরিস্থ🍸িতিতে বৃহস্পতিবার বিকেলে কেকেআরের যে রিটেনড খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হবে, তাতে শ্রেয়সের নাম থাকার সম্ভাবনা কার্যত নেই। সেক্ষেত্রে আগামী মাসের মেগা নিলাম থেকে কেকেআরকে অধিনায়ক খুঁজতে হবে। খা꧑তায়কলমে ‘রাইট টু ম্যাচ’ (আরটিএম) কার্ড ব্যবহার করে শ্রেয়সকে ফিরিয়ে আনারও সুযোগ থাকবে। কিন্তু সেটা কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে ধন্দ আছে।
যত লাগবে, তত টাকা দেওয়ার প্রতিশ্রুতি অন্য দলের?
কারণ একাধিক রিপোর্ট অনুযায়ী, শ্রেয়সের সঙ্গে যোগাযোগ করেছে কমপক্ষে দুটি ফ্র্যাঞ্চাইজি। ওই দুটি দলই শ্রেয়সকে অধি♔নায়ক করার প্রতিশ্রুতি দিয়েছে। রেভস্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, একটি ফ্র্যাঞ্চাইজি তো এমনও প্রতিশ্রুতি দিয়েছে যে যত টাকা লাগে লাগুক, সেটা দিয়েই আইপিএলের মেগা নিলাম থেকে শ্রেয়সকে নেওয়া হবে।
বিতর্কও শুরু হয়েছে
আর সেই বিষয়টি (অনেক খেলোয়াড়ের সঙ্গেই এরকম আলোচনা চলছে বলে কানাঘুষো চলছে) নিয়ে কিছুটা বিতর্কও তৈরি হয়েছে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, প্রশ্ন উঠেছে যে যখন কোনও খেলোয়াড় কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ থাকেন, তখন অপর কোনও দল তাঁর সঙ্গে♏ আলোচনা চালাতে পারে কিনা। ইতিমধ্যে বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডের নজরে আনা হয়েছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
কিন্তু সেইসবের মধ্যেই প্রশ্ন উঠছে যে শ্💜রেয়স কত টাকা হাঁকছেন যে শাহরুখ ‘কিং’ খানের দলও পিছিয়ে আসছে? সেই অঙ্কটা অবশ্য স্পষ্ট নয়। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী, শ্রেয়সকে রিটেনশনের সর্বোচ্চ স্ল্যা🔯বে নিতে চায়নি কেকেআর। এবারের নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ রিটেনশন প্রাইস হল ১৮ কোটি টাকা। ক্রিকবাজের রিপোর্টে যে দর হাঁকার কথা বলা হয়েছে, সেটা ১৮ কোটি টাকাই কিনা, তা অবশ্য স্পষ্ট নয়।
জাতীয় দলেও নেই শ্রেয়স, তারপরও এত চাহিদা কেন?
এমনিতে শ্রেয়সের বেতন হল ১২.২৫ কোটি টাকা। তাঁকে ২০২২ সালের মেগা নিলামে নিয়েছিল কেকেআর। ২০২২ সালে অবিশ্বাস্য কিছু খেলেছিলেন, তা নয়। ๊চোটের জন্য ২০২৩ সালে একটি ম্যাচও খেলতে পারেননি। ২০২৪ সালে অবশ্য খারাপ খেলেননি। আইপিএলের শেষের দিকে গুরুত্বপূর্ণ কয়েকটি ইনিংস খেলেছেন।
আরও পড়ুন: IPL 2025: CSK কোন ক্রিকেটারদের ধরে রাখবে? রহস্যজনক পোস্টে ৫ তারকার নাম জানাল চ🌊েন্নাই
অনেকের মতে, শ্রেয়সের ক্ষেত্রে সবথে🌠কে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে যে তিনি কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। আর সেটার কারণেই জাতীয় দলে না থাকা সত্ত্বেও কয়েকটি দল তাঁর জন্য অল-আউট ঝাঁপাতেও রাজি আছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।