রিঙ্কু সিংয়ের থেকে ব্যাট লুকোতে হচ্ছে বিরাট কোহলিকে? সোশ্যাল মিডিয়ায় তো এই নিয়ে হাসির রোল উঠেছে। আসলে ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুཧ। দুই দলই জোরদার প্রস্তুতিতে ব্যস্ত। এর মধ্যেই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নেট অনুশীলনের পর দুই হাতে দুই ব্যাট নিয়ে দ্রুত গতিকে কোহলি সাজঘরের দিকে ফিরে যাচ্ছেন। এই ভিডিয়োটিই শেয়ার করে ভক্তরা লিখেছেন যে, রিঙ্কুর থেকে কোহলি তাঁর ব্যাট লুকোচ্ছেন।
আরও পড়ুন: 💞রাম নবমীর জেরে কলকাতা থেকে সরল KKR vs LSG ম্যাচ, নাইটরা খেলবে অন্য ভেন্যুতে- রিপোর্ট
রিঙ্কু সিংয়ের থেকে ব্যাট লুকিয়ে রাখলেন বিরাট কোহলি!
⭕আসলে, আইপিএল ২০২৪-এ বিরাট কোহলির ব্যাট নেওয়ার জন্য রিঙ্কু সিং ঘ্যানঘ্যান করে তারকা ব্যাটারের পিছনে পড়ে গিয়েছিলেন। এমন কী কোহলির থেকে একটি ব্যাট নিয়েই ছেড়েছিলেন রিঙ্কু। সেই ব্যাটটি নেওয়ার পর ফের বিরাট কোহলির থেকে আরও একটি ব্যাট চাইতে গিয়েছিলেন রিঙ্কু।
আরও পড়ুন: 🌠পরিসংখ্যানই কথা বলে... টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া নিয়ে রোহিতের মুখের উপর জবাব সিরাজের
𝓰একটি ভিডিয়োতে সেই ঘটনা ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, কোহলির থেকে রিঙ্কু ব্যাট চাইতে গেলে, তারকা প্লেয়ার বলেন যে, তিনি ইতিমধ্যেই একটি ম্যাচের পর ব্যাট দিয়েছেন তাঁকে এবং প্রতি ম্যাচে একটি করে নতুন ব্যাট দিতে হলে, তিনি সমস্যায় পড়বেন। নাছোড় রিঙ্কু তাও হাত ধুয়ে পিছনে পড়েছিলেন কোহলির।
আরও পড়ুন: 🥂রিপোর্ট- মহসিনের সর্বনাশে পৌষমাস হল শার্দুলের, যোগ দিলেন LSG-তে, ময়াঙ্কের চোট নিয়েও সংশয়
𓄧এবার আইপিএলের শুরুতেই নতুন করে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে পরিষ্কার দেখা গিয়েছে, অনুশীলনের পর ব্যাট নিয়ে প্যাভিলিয়নের দিকে যাচ্ছেন আরসিবি সুপারস্টার। আর সেই সময়ে কোহলিও বেশ কয়েক বার ডান-বাঁ-দিকে তাকাচ্ছেন। যেন কারও থেকে কিছু লুকানোর চেষ্টা করছেন। এই ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল। নেটিজেনরা লিখেছএন, রিঙ্কু ব্যাট চাইবে, সে কারণেই লুকোচ্ছেন কোহলি।
কোহলির সঙ্গে রিঙ্কু, হর্ষিতের সাক্ষাৎ
⭕আরসিবি বুধবার কলকাতায় পৌঁছে, বৃহস্পতিবার থেকেই ইডেনে অনুশীলনে নেমে পড়েছিল। প্রশিক্ষণ সেশনের সময়েই, দুই দলের খেলোয়াড়দের একে অপরের সঙ্গে দেখা হয় এবং শুভেচ্ছা বিনিময় করেন একে অপরকে। কেকেআর তাদের সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু এবং হর্ষিত রানার সঙ্গে কোহলির একটি ভিডিয়ো শেয়ার করেছে, যা দ্রুত ভাইরাল হয়েছে। রিঙ্কু এবং হর্ষিতের সঙ্গে হালকা মেজাজে পাওয়া গিয়েছে কোহলিকে। আসলে হর্ষিত এবং কোহলি- দু'জনেই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে দলের সদস্য ছিলেন। এদিকে রিঙ্কু আবার বিরাট ভক্ত। কোহলির থেকে তিনি সত্যিই ব্যাট চেয়েছেন কিনা, সেটা অবশ্য জানা যায়নি।
কেকেআর-আরসিবি ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি
꧑আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শনিবার কেকেআর বনাম আরসিবি ম্যাচে ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা মাত্র ১০ শতাংশ। কিন্তু রাত ৮টা থেকে ৯টার মধ্যে সেই সম্ভাবনা বেড়ে হবে ৫০ শতাংশ এবং রাত ৯টা থেকে ১০টার মধ্যে তা বেড়ে দাঁড়াবে ৭০ শতাংশে। রাত ১১টা পর্যন্ত একই অবস্থা থাকবে। বড় কথা হল, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও ২২ মার্চ ইডেনেই অনুষ্ঠিত হবে। এবং অনেক বড় বড় তারকাদের পারফর্ম করার কথা রয়েছে। এখন বৃষ্টি হলে, সবটাই ভেস্তে যাবে।