ফিল সল্টের ফ্লিকে বল ডিপ মিড-উইকেট অঞ্চলে উড়ে যেতেই কেকেআরের ডাগ-আউট নড়েচড়ে বসে। চলতি আইপিএলে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়তে চলেছেন ফিল সল্๊ট, এমনটা ধরে নেওয়াই স্বাভাবিক ছিল। তবে পাওয়ার প্লে-র মধ্যেই আরসিবি যে ডিপ মিꦺড-উইকেটে রজত পতিদারকে দাঁড় করিয়ে রেখেছে, সেটা লক্ষ্য করেননি অনেকেই।
শেষমেশ বল সরাসরি জমা পড়ে রজত পতিদারের হাতে। মন ভেঙে যায় কেকেআর সমর্থকদের। ধ্বংসাত্মক মেজাজে ব্যাট ক🎐রতে থাকা ফিল সল্ট সাজঘরে ফেরেন ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে। সেই শটে বল কয়েক মিটার দূরে গিয়ে বাউন্ডারির পার করলেই ইতিহাস গড়তেন সল্ট। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ꦰআইপিএলের ইতিহাসে যুগ্মভাবে দ্রুততম হাফ-সেঞ্চুরি করার রেকর্ড গড়ে ফেলতেন। তাছাড়া এবারের ইন্ডিয়ান প্রিমিয়র লিগে এটিই হতো সব থেকে কম বলে অর্ধশতরানের রেকর্ড।
রবিবার ইডেন💜ে ফিল সল্ট ১৪ বলে ৪৮ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন। নিশ্চিত অর্ধশতরান হাতছাড়া করেন নাইট ওপেনার। আউট না হয়ে সল্ট ৪.২ ওভারে সিরাজের সেই বলে বাউন্ডারি পেয়ে গেলে কামিন্সের নজিরে ভাগ বসাতেন। এখনও পর্যন্ত আইপিএলে কেকেআরের হয়ে সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে প্যাট কামিন্সের নামে। কামিন্স ২০২২ আইপিএলে কেকেআরের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৪ বলে হাফ-সেঞ্চুরি করেন। আইপিএলের ইতিহাস꧃ে সেটি যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান।
চলতি আইপিএলে সব থেকে কম ১৫ বলে হাফ-সেঞ্চুরি করেছেন দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্💟যাকগার্ক। তিনি অরুণ জেটলি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এমন ধ্বংসাত্মক ইনিংস খেলেন। ইডেনে সল্টের সামনে সুযোগ ছিল সেই রেকর্ড ভেঙে দেওয়ার, যা তিনি হাতছাড়া করেন।
সল্ট আরসিবির বিরুদ্ধে শুরু থেকেই ধ্বংসাত্মক মেজাজে ব্যাট করেন। তিনি মহম্মদ সিরাজের প্রথম ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন। যশ দয়ালের দ্বিতীয় ওভারে একজোড়া বাউন্ডারি মারেন ব্রিটিশ তারকা। তৃতীয় ওভারে সিরাজ পুনরায় বল করতে এলে কোনও বল খেলার সুযোগ পাননি সল্ট। ওভারের ৬টি বলের মোকাবিলা করেন সুনীল নারিন। চতুর্থ ওভারে লকি ফার্গুসন♋ বল করতে এলে তাঁর ওভারের ৬টি বলকেই মাঠের বাইরে বার করে দেন সল🌃্ট।
ফার্গুসনের ওভারে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ রান সংগ্রহ করেন সল্ট। শেষমেশ 📖পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মহম্মদ সিরাজের শিকার হন নাইট তারকা। তিনি মারকাটারি ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কা মারেন।