মুম্বইয়ের ৪২তম রঞ্জি জয়ের পিছনে রয়েছে কলকাতার এক বড় হাত। নাইট রাইডার্সের দুই তারকা, যারা মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। তাদের মধ্যে অন্যতম হলেন শ্রেয়স আইয়ার। কেকেআর-এর অধিনায়ক রঞ্জি ফাইনালের দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করলেন, যা মুম্🎃বইকে রঞ্জি চ্যাম্পিয়ন 🌠হতে সাহায্য করেছিল। এ ছাড়াও মুম্বই দলের কোচ ওমকার সালভিকে কলকাতা নাইট রাইডার্স তাদের দলের সহকারী কোচ বা বোলিং কোচের দায়িত্ব দিয়েছে। ফলে বলা যেতেই পারে এবারে মুম্বইকে রঞ্জি চ্যাম্পিয়ন করতে কলকাতা নাইট রাইডার্সের বড় ভূমিকা রয়েছে।
চলতি রঞ্জি টুর্নামেন্টে ঐতিহাসিক জয় পেয়েছে মুম্বই। মুম্বইয়ের এই ৪২তম জয়ের স্থপতি ছিলেন কোচ ওমকার সালভি। কারণ ওমকারের নাম এখন পর্যন্ত আ🃏লোচনায় আসেনি। ওমকার কখনই লাইমলাইটে থাকে না। তিনি মিডিয়ার সঙ্গেও কথা বলেন না। কিন্তু নিজের মেধার জোরেই মুম্বই দলকে শিরোಞপা জিতিয়েছেন তিনি।
আরও পড়𝔉ুন… IPL 2024: হার্দিক নয় রোহিত শর্মার আরও ♔একটা মরশুম MI-র নেতৃত্ব সামলানো উচিত- যুবরাজ সিং
ওমকার সালভি হঠাৎ করে মুম্বইয়ের রঞ্জি দলের কোচ হননি। এর আগে মুম্বইয়ের হয়ে অনেক ঘাম ঝরিয়েছেন তিনি। এর আগে তিনি মুম্বইয়ের রঞ্জি দলের বোলিং কোচ ছিলেন। সে সময় তিনি মুম্বইয়ের বোলিং কৌশলে অনেক পরিবর্তন আনেন। ওমকার ক্রিকেটে প্✃রযুক্তিগত পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি সর্বাধুনিক প্রযুক্তি জানেন এবং তাঁর মধ্যে খেলোয়াড়দের থেকে কিছু 🎀বের করার দক্ষতা রয়েছে।
রঞ্জিতে অমল মজুমদারের মতো কিংবদন্তি খেলোয়াড়কে কোচিং দিয়েছিল মুম্বই। কিন্তু প্রশ্ন উঠছিল কে হবেন💧 আগামী বছর মুম্বইয়ের কোচ। সে সময় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক আবেদন আসে। এর মধ্যে সমীর দিঘের মতো আ🐻ন্তর্জাতিক ক্রিকেটারও ছিলেন। কিন্তু সেই সময় এমন কিছু ঘটেছিল যা কোচ পদের সিদ্ধান্তে সিলমোহর দেয়।
এর আগে মুম্বইয়ের বোলিং কোচ ছিলেন ওমকার। তাই মুম্বইয়ের খেলোয়াড়রা এটা ভালো করেই জানতেন। তাই൩ ওমকার সালভিকে কোচ করার জন্য অ্যাসোসিয়েশনের কাছেꦆ অনুরোধ করেছিলেন মুম্বইয়ের খেলোয়াড়রা। তাই ওমকার সালভিকে মুম্বইয়ের রঞ্জি দলের কোচের পদ দেওয়া হয়। ওমকার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের সহকারী কোচও। ওমকারের আরেকটি পরিচয় আছে। তিনি আবিষ্কর সালভির ভাই যিনি ভারতের হয়ে খেলেন।
আবিষ্করকে গ্লেন ম্যাকগ্রা উপাধি দেওয়া হয়। যে কারণে মুম্বইয়ের হয়ে খেলার সময় তিনি আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচিত হন। আবিষ্কারের পর এবার খবরে ওমকারের নাম। ওমকার সারা বছর মুম্বইয়ের খেলোয়াড়দের জন্য কঠোর পরিশ্রম করেছেন। কৌশল তৈরি করা হয় এবং তারা বেছে নেয় অজিঙ্কার মতো একজন অভিজ্ঞ অধিনায়ককে। শুরুতে অজিঙ্কাকে অধিনায়ক করা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু ওমকারের স🌟িদ্ধান্ত সেই সময়ে কতটা সঠিক ছিল তা এখন প্রকাশ্যে এসেছে।
মাঝে মাঝে রঞ্জি টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে মনে হচ্ছিল পরিস্থিতিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ হাতের বাইরে চলে যেতে পারে। কিন্তু মুম্বইয়ের দলকে নিরুৎসাহিত করতে দেখা যায়নি। ওমকারও এবার শক্তভাবে মুম্বইয়ের খেলোয়াড়দের পিছনে দাঁড়ান। যে কার๊ণে মুম্বই দল জিতেছে।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) আসন্ন মরশুমের জন্য কলকাতা নাইট𝕴 রাইডার্সের (কেকেআর) সহকারী বোলিং কোচ ওমকার সালভিকে তার রঞ্জি ট্রফি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছিল। এমসিএ প্রধান কোচের পদের জন্য সাতটি আবেদন পেয়েছিল।