আইপিএল ২০২৪ౠ শেষ, ঢাকে কাঠি ট🌼ি-২০ বিশ্বকাপের। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মাঝেই ভারতীয় নির্বাচকরা টি-২০ বিশ্বকাপের জন্য জাতীয় দল বেছে নেন। বলা বাহুল্য, ১৫ জনের স্কোয়াডে সুযোগ হয়নি এমন বহু ক্রিকেটার রয়েছেন, যাঁরা ব্যক্তিগত পারফর্ম্যান্সে রং ছড়িয়েছেন এবারের আইপিএলে।
বিশ্বকাপের জন্য বিবেচিত না হওয়া ক্রিকেটারদের আইপিএল পারফর্ম্যান্সের নিরিখে যদি একটি বিকল্প একাদশ গড়ে নেওয়া যায়, তবে কেমন হতে পারে সেই দল, দেখে নেওয়া যাক। বিশ্বকাপের মূল স্কোয়াডে নেই এমন ক্রিকেটারদের মধ্য থেকে ১১ জনকে বেছে ন🌜েওয়া হল, যাঁদের অনায়াসে বিশ্বকাপে মাঠে নামানো যায়। অবশ্য এক্ষেত্রে দ্বাদশ ব্যক্তিকেও চিহ্নিত করা হল আইপিএল পারফর্ম্যান্সের নিরিখেই।
আইপিএল পারফর্ম্যান্সের নিরিখে বিশ্বকাপের জন্য গড়ে নেওয়া ভারতের বিকল্প দল:-
১. শুভমন গি💦ল- ১২ ইনিংসে ৩৮.৭২ গড়ে ৪২৬ রান। সেঞ্চুরি ১টি এবং হাফ-সেঞ্চুরি ২টি।💟 স্ট্রাইক-রেট ১৪৭.৪০।
২. অভিষেক শর্মা- ১৬ ইনিংসে ৩২.২৬ গড়ে ৪৮৪ রান।ಌ হাফ-সেঞ্চুরি ৩টি। স্ট্রাইক-রেট ২০৪.২১।
৩. রℱুতুরাজ গায়কোয়াড়- ১৪ ইনিংসে ৫৩.০০ গড়ে ৫৮৩ রান। সেঞ্চুরি ১টি এবং হাফ-সেঞ্চুরি ৪টি। স্ট্রাইক-রেট ১৪১.১৬।
৪. সাই সুদর্শন- ১২ ইনিংসে ৪৭.৯০ গড়ে ৫২৭ রান। সেঞ্চুরি ১টি এবং হাফ-সেঞ্চুরি ২টি। স্ট্রাইক-রেট ১ꦏ৪১.২৮।
৫. রিয়ান পরাগ- ১৪𝔉 ইনিংসে ৫২.০৯ গড়ে ৫৭৩ রান। হাফ-সেঞ্চুরি ৪টি। স্ট্রাইক-রেট ১ౠ৪৯.২১।
৬. লোকেশ রাহুল- ১৪ ইনিংসে ৩৭.১৪ গড়ে ৫২০ রান। হাফ-সেঞ্চুরি🥀 ৪টি। স্ট্রাইক-রেট ১৩৬.১২।
৭. নীতীশ রেড্ডি- ১১ ইনিংসে ৩৩.৬৬ গড়ে ৩০৩ র💃ান। হাফ-সেঞ্চুরি ২টি। স্ট্রা🧸ইক-রেট ১৪২.৯২। ৭টি ইনিংসে ৩টি উইকেট।
৮. শাহবাজ আ🥂হমেদ- ১২ ইনিংসে ২৩.৮৮ গড়ে ২১৫ রান। হাফ-সেঞ্চুরি ১টি। স্ট্রাইক-রেট ১২৯.৫১। ১৫ ইনিংসে ৭টি উইকেট।
৯. বরুণ চক্রবর্তী- ১৪ ই𓂃নিংসে ২১টি উইকেট। বোলিং গড় ১৯.১৪। ইকনমি-রেট 🔯৮.০৪।
১০. হার্ষাল প্যাট🦋েল- ১৪ ইনিংসে ২৪টি উইকেট। বোলিং গড় ১৯.৮৭। ইকনমি-রেট ৯.৭৩।
১১. হর্ষিত রানাღ- ১১ ইনিংসে ১৯টি উইকেট। ൩বোলিং গড় ২০.১৫। ইকনমি-রেট ৯.০৮।
১📖২. সন্দীপ শর্মা- ১০ ꦜইনিংসে ১৩টি উইকেট। বোলিং গড় ২৩.৯২। ইকনমি-রেট ৮.১৮।
সুতরাং, বিꦜকল্প একাদশে ওপেনার হিসেবে থাকছেন গুজরাট টাই꧟টানসের শুভমন গিল ও সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা। তিন নম্বরে থাকছেন চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকছেন গুজরাট টাইটানসের সাই সুদর্শন। পাঁচ নম্বরে থাকছেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ।
ক্যাপ্টেন এবং উইকেটকিপার-ব্যাটার হিসেবে থাকছেন লখ﷽নউ সুপার জায়ান্টসের লোকেশ রাহুল। দুই অল-রাউন্ডার হিসেবে থাকছেন সানরাইজার্সের নীতীশ রেড্ডি ও শাহবাজ আহমেদ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন কেকেআরের বরুণ চক্রবর্তী। বিশেষজ্ঞ পেসার হিসেবে থাকছেন পঞ্জাব কিংসের হার্ষাল প্যাটেল ও কেকেআরের হর্ষিত রানা। এক্ষেত্রে পার্টটাইম বোলিং বিকল্প থাকছে অভিষেক শর্মা ও রিয়ান পরাগের। দ্বাদশ ক্রিকেটার থাকছেন সন্দীপ শর্মা, যাঁকে প্রয়োজনে তৃতীয় পেসার হিসেবে মাঠে নামানো যাবে নীতীশ রেড্ডিকে বসিয়ে।