আইপিএল ২০২৫-এর জন্য আনক্যাপড প্লেয়ার নিয়ম ফিরিয়ে এনেছে বিসিসিআই। এক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি পীযুশ চাওলা, সন্দীপ শর্মার মতো কয়েকজন ক্রিকেটার সুবিধা পেয়ে গেলেও, বলতে বাকি নেই কার জন্য এই নিয়ম ফিরিয়ে আনা হয়েছে। বোর্ড থেকে শুরু করে আইপিএলের সম্প্রচারকারী সংস্থা সকলেই টার্গেটই ছিল এমএসডির জনপ্রিয়তাকে কাজে লাগানো। সম্প্রতি আইপিএলের সময় দেখা গেছিল, অন্যান্য সব দলের ক্রিকেটাররাই আউট হলে বিরতি অর্থাৎ অ্যাডভারটাইজমেন্ট দেখাতে সম্প্রচারকারী সংস্থাকে। একমাত্র ধোনির বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখেই তিনি ব্যাটিং করতে আ♓সলে কোনওরকমের বিজ্ঞাপন বিরতিতে যানা দলগুলি। এবার ধোনির সঙ্গেই বলিউডের এক সিনেমার মিল খুঁজে পেল দলগুলি।
আইপিএলের ২০২৫-এর চেন্নাই সুপার কিংসের রিটেনশন-
মহেন্দ্র সিং ধোনি,🌃 রুতুরাজ গায়েকওয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, ডারিল মিচেল এবং মথিসা পাথিরানাকে আগামী আইপিএলের নিলামের আগে রিটেন করতে পারে চেন্নাই সুপার কিংস। সেক্ষেত্রে ধোনি বাদে বাকি সব ক্রিকেটারকে সর্বোচ্চ রিটেনশন প্রাইসে দলে রাখবে সিএসকে। ধোনিকে একমাত্র আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন করবে দল। সেক্ষেত্রে বেশ কয়েক কোটি টাকা পার্স ভ্যালু বেঁচে যাবে চেন্নাইয়ের।
কোন ভিডিয়ো ভাইরাল হয়েছে?
বিসিসিআইয়ের আনক্যাপড প্লেয়ার রুল আসার পরই হৃত্বিক রোশনের জনপ্রীয় এক সিনেমা কোই মিল গায়ার এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বাস্কেটবল গ্রাউন্ডের পাস থেকে যাচ্ছেন রোহিত অর্থাৎ ঋত্বিক🌳। এরপর রোহিত (সেই সিনেমায় ঋত্বিকের নাম)-এর কাছে বল💮 যেতে সেটা চায় খেলোয়াড়রা। বাস্কেট বল হলেও সেটা না বুঝে রোহিত এমন শট মারেন, যাতে একজন আহত হন।
সেই ভিডিয়োয় দেখা যায় এরপর হৃত্বিকের ওপর রাগ দেখিয়ে তাঁকে মারতে আসেন এক যুবক, কিন্তু এক পাঞ্চেই তাঁকে নকআউট করে দেন স্কুলের পড়ুয়া ঋত্বিক। বয়সে স্কুলের বাকিদের থেকে বড় হলেও মানসিক দিক থেকে দুর্বল হওয়ায় সেখানে হৃত্বিক পড়ছিলেন ছোট ক্লাসে। তবে বাস্কেটবল কোর্♎টে যুবকꦗদের পর্যুদস্ত করার পর হৃত্বিক তার মাসেল দেখাতেই, ফিদা হয়ে যান সতীর্থ, বন্ধুরা।
আরও পড়ুন-নামেই সবচেয়ে বড়লোক বোর্ড… পরিকাঠামোয় 🅠বিগ জিরো! কানপুরের মাঠ নিয়ে তোপꦉ ভক্তদের...
সেই ভিডিয়োর সঙ্গেই এবার ধোনির তুলনা করা হচ্ছে, কারণ ৪৩ বছর বয়সে এসে এমএস ধোনি যাদের সঙ্গে এবং বিরুদ্ধে খেলবেন তাঁরা অনেকটাই ছোট। বলা যেতে পারে, কোই মিল গায়া সিনেমায় হৃত্বিক যেমন বাকিদের তুলধনা করেছিলেন, তেমনই এবার আইপিএলে করবেন ধোন🐷ি, এই আশায় রয়েছেন তাঁর ভক্তরা। সেই কারণেই এই দৃশ্য ব্যাপক জনপ্রিয় হয়ে গেছে।