শুভব্রত মুখার্জি:- ক্রিকেট বিশ্বের প্রাক্তন তারকা ক্রিকেটারদের 🐽নিয়ে শেষ কয়েক বছর ধরে আয়োজন করা হচ্ছে লেজেন্ডস লিগ ক্রিকেটের (এলএলসি)। সারা বিশ্বের তারকা প্রাক্তন ক্রিকেটারদের খেলতে দেখা গিয়েছে এই লিগে। রয়েছেন ভারতীয় তারকারাও। সদ্য অবসর নেওয়া শিখর ধাওয়ানকেও এবার খেলতে দেখা যাবে এই লেজেন্ডস লিগে। আসন্ন মরশুমের জন্য এবার এলএলসির সূচি ঘোষণা করা হয়েছে। যে সূচি ঘোষণা করা হয়েছে তার সবথেকে অভিনব বিষয়টি হল এবার এই এলএলসির হাত ধরে ভূস্বর্গ কাশ্মীরে ফিরছে ক্রিকেট। ৪০ বছর অর্থাৎ চার দশক পরে লাইভ ক্রিকেট ফিরছে কাশ্মীরে।
আরও পড়ুন… WCPL 2024: ব্যাট হাতে জেমিমার ঝোড়ো ইনিংস, ফাইনালে উঠল শ꧟াহরুখ খানের নাইট রাইডার💞্স
লিগের যে সূচি ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী টুর্নামেন্টের শেষের দিকটা খেলা হবে কাশ্মীরে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। প্রথম ম্যাচটি হবে যোধপুরের বরকত উল্লাহ খান স্টেডিয়ামে। লিগের অন্যতম প্রতিষ্ঠাতা রামন রাহেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘আরও একটি মরশুমের জন্য ফিরছে লেজেন্ডস লিগ। এই মরশুমে আমরা 💜ক🎃াশ্মীরে খেলতে মুখিয়ে রয়েছি। কাশ্মীরের জনতার কাছে এটা একটা দারুণ সুযোগ মাঠে এসে তাদের তারকাদের খেলা চাক্ষুষ করার। ৪০ বছরে প্রথমবার এমনটা হতে চলেছে। ক্রিকেটারদের কাছেও বিষয়টি একটি ইউনিক সুযোগ। কাশ্মীরের মতন এমন একটা অনবদ্য সুন্দর জায়গায় ক্রিকেট খেলার সুযোগ তাঁরা পাচ্ছেন।’
আরও পড়ুন… ভিডিয়ো: CR7-এর দুরন্ত ফ্রিকিক, 𒉰৯০০ গোলের সামনে রোনাল্🍬ডো, ক্রিশ্চিয়ানোকে বিশেষ সম্মান দেবে উয়েফা
আরও পড়ুন… আগেই সো🌠শ্যালে ঘোষণা, তারপর তড়িঘড়ি ডিলিট, অবশেষে আনুষ্ঠানিকভাবে LSG-র মেন্টরের দায়িত্বে জাহ🌺ির খান
গত মরুশুমে এই লিগে খেলা হয়েছিল মোট ১৯ টি ম্যাচ। তাতে সম্মিলিত ভিউয়ারশিপ ছিল ১৮০ মিলিয়ন। গতবছর এই লিগে রস টেলর, ক্রিস গেইল, গৌতম গম্ভীর, সুরেশ রায়না, অ্যারন ফিঞ্চ, মার্টিন গাপটিল, হাসিম আমলা সহ ১১০ জন তারকা ক্রিকেটাররা খেলেছিলেন। এবার ছটি দলের মধ্যে খেলা হবে ১৬ টি ম্যাচ। ফাইনাল খেলা হবে ১৬ অক্টোবর। এবার এই লিগ খেলা হবে চারটি শহরে। যোধপুর, সুরাট, জম্মু এবং সবশেষে শ্রীনগরে খেলা হবে এবারের ম্যাচগুলো। ২০ সেপ্টেম্বর শুরুর পরে ২৭ সেপ্টেম্বর থেকে সুরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে খেলা হবে পরবর্তী ম্যাচ গুলো। ৬ অক্টোবর থেকে তৃতীয় লেগ খেলা হবে জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে। ১০ অক্টౠোবর থেকে শেষ পর্যায় খেলা হবে শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে। ২০২৪ সালের ২৯ অগস্ট অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে নিলাম।