ক্রিকেটের মাঠে প্রখ🀅্যাত আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ডকে দেখা যায় বাঁ-হাতে একটি ফাইবারের ঢাল নিয়ে থাকতে। আম্পায়ারদের এমন শিল্ড কেন প্রয়োজন, বোঝা গেল আরও একবার। পারথের থার্ড গ্রেড ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন টনি ডি'নব্রেগা। তিনি অল্পের জন্য প্রাণে বাঁচেন বলা যায়।
সপ্তাহান্তে নর্থ পার্থের চার্লস ভেরিয়ার্ড রিজার্ভে একটি থার্ড গ্রেড ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করছিলেন টনি। ম্যাচের মাঝেই ব্যাটারের নেওয়া জোরালো শট সোজা গিয়ে লাগে আাম্পায়ার টনির মুখের ডানদিকে। তিনি চেষ্টা করেও বলের꧑ লাইন থেকে নিজেকে সরিয়ে নিতে পারেননি।
ব্যাটারের স্ট্রেট ড্রাইভ আম্পায়ারদের জন্য বরাবর ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তৎপরতা না দেখালে▨ই যে সমূহ বিপদ, সেটা বোঝা গেল আরও একবার। দুর্ঘটনার পরে আম্পায়ার টনিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন আম্পায়ারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মুহূর্তে, যা দেখে আঁতকে ওঠাই স্বাভাবিক।
আম্পায়ারের ডান চোখ ঠিক নীচে জোরালো আঘাত লাগে। চোখের নীচের অংশ এতটাই ফুলে গিয়েছে যে, 🐻ঢেকে গিয়েছে পুরো চোখ। চোয়ালে আঘাতের চিহ্ন স্পষ্ট। লাল হয়ে রয়েছে পুরো গাল। ঠোঁটের কোন ফুলে ঢোল। রক্ত জমে কালশিটে দা🅰গ হয়ে গিয়েছে।
ওয়েস্ট ওস্ট্রেলিয়ান আম্পায়ার্স অ্যাসোসিয়েশন সোশ্যাল মিডিয়ায় টনির শারীরিক পরিস্থিতি সম্পর্কে আপডেট দেয়। সংস্থাই জানায় যে, সৌভাগ্যক্রমে টনির চোয়ালের কোনও হাড় ভাঙেনি। তবে অ🗹স্ত্রোপচারের সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সংস্থার ত🦂রফে জানানো হয় যে, ‘ব্যাটারের একটি স্ট্রেট ড্রাইভে বল গিয়ে লাগে টনির মুখের ডান দিকে। সারারাত হাসপাতালে কাটানোর পরে এটা জানা গিয়েছে যে, কোনও হাড় ভাঙার ঘটনা ঘটেনি। যদিও এখনই অস্ত্রোপচারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডাক্তারার ওঁর শারীরিক পরিস্থিতির উপরে 🔯নজর রেখে চলেছেন।’
ফিল হিউজের দুর্ঘটনার পর থেকে অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলা নিয়ে একটা আতঙ্কের পরিবেশ সর্বদাই বিরাজ করে। এবার আম্পায়🍸ার টনির দুর্ঘটনা সেই ভয়াবহতা ফের একবার ফুটিয়ে তোলে। সৌভাগ্যক্রমে বল আম্পায়ারের মাথায় লাগেন🐻ি। নাহলে আরও বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারতেন ডি'নব্রেগা।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে মাঠে নামবে টিম ইন্ডিয়া। আগামী ২২ নভেম্বর থেকে অপটাস স্টেডিয়ামে শুরু হবে সেই ম্যাচ। পার্থে ক্রিকেট খেলা যে কতটা ভয়ঙ্কর, তা ইতিমধ্যেই টের পেয়েছে ভারতীয় শিবির। সি𒈔রিজ শুরুর আগেই চোট-আঘাত সমস্যায় ভুগছেন একাধিক ভারতীয় ক্রিকেটার।