শুভব্রত মুখার্জি:- চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটের ১৩তম ম্যাচে মুখো🅷মুখি হয়েছিল মনিপাল টাইগার্স এবং ইন্ডিয়া ক্যাপিটালস দুই দল। বিশাখাপত্তনমের ১৩তম ম্যাচে এক টানটান উত্তেজনার ম্যাচের💛 সাক্ষী থাকল দর্শকরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ইন্ডিয়া ক্যাপিটালস দলকে হারিয়ে দিল মনিপাল টাইগার্স। এই ম্যাচ হারের ফলে নক আউট পর্বে যাওয়া গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালসের পক্ষে বেশ কঠিন হয়ে গেল। ম্যাচে একটি বল বাকি থাকতেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় মনিপাল টাইগার্স দল।
এ দিন ম্যাচে প্রথমে ব্যাট করে ইন্ডিয়া ক্যাপিটালস দল। নির্ধারিত🐠 ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৬ রান করে গৌতম গম্ভীরের দল। অধিনায়ক গৌতম গম্ভীর এদিন ব্যাট হাতে শুরুটা ভালো করেছিলেন। তবে মাত্র ৮ বলে ১৭ করেই এ দিন প্যাভিলিয়নে ফিরতে হয়। ইন্ডিয়া ক্যাপিটালস দলের হয়ে এ দিন সর্বোচ্চ রান করেন ভরত চিপলি। মাত্র ৫১ বলে ৬৫ রান করে অপরাজিত থেকে যান চিপলি। তাঁর ইনিংস সাজানো ছিল আটটি চার এবং একটি ছয়ে। তাঁকে যোগ্য সঙ্গত দেন বেন ডাঙ্গ, তিনি ১৯ বলে করেন ৩৩ রান। এ ছাড়াও অ্যাসলে নার্স ১২ বলে করেন ২৬ রান। মনিপাল টাইগার্সের হয়ে দুটি করে উইকেট নেন প্রবജীন গুপ্তা,পঙ্কজ সিং এবং ইমরান খান।
জয়ের জন্য ১৮৭ রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় মনিপাল টাইগার্স। তাদের হয়ে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন প্রাক্তন কিউয়ি তারকা কলিন ডি' গ্র্যান্ডহোম। তাঁর দুরন্ত ইনিংসে ভর করেই জয় নিশ্চিত করে মনিপাল। মাত্র ৩৫ বল খেলে ৫৮ রান করেন কলিন ডি' গ্র্যান্ডহোম। তিনটি চা꧟র এবং চারটি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। এ ছাড়াও ৩২ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অমিত বর্মা। শেষ দিকে মাত্র ১৬ বলে ৩১ রান করে অপরাඣজিত থেকে দলের জয় নিশ্চিত করেন শ্রীলঙ্কার প্রাক্তন অলরাউন্ডার থিসারা পেরেরা। ফলে মাত্র এক বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় মনিপাল টাইগার্স।