লেজেন্ডস লিগ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ꦑহরভজনের মনিপাল টাইগার্সের বিরুদ্ধে ২ রানের উত্তেজ𒁏ক জয় ছিনিয়ে নেয় ইরফান পাঠানের নেতৃত্বাধীন কোনারক সূর্যাস ওড়িশা। এবার দ্বিতীয় ম্যাচে দেখা গেল আরও রুদ্ধশ্বাস লড়াই। এবার মাত্র ১ রানের ব্যবধানে সুরেশ রায়নার নেতৃত্বাধীন টয়াম হায়দরাবাদ দলকে হারিয়ে দেয় ইয়ান বেলের ইন্ডিয়া ক্যাপিটালস।
শনিবার যোধপুরে টস জ🤪িতে শুরুতে ব্যাট করতে করতে নামে ইন্ডিয়া ক্যাপিটালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন বেন ডাঙ্ক। তিনি ৩৫ বলে ৬০ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে সাজঘরে ফেরেন। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা।
মাত্র ১২ বলে ৩১ রানের 💃মারকাটারি ইনিংস খেলেন কলিন ডি গ্র্য়ন্ডহোম। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ১৯ বলে ৩০ রান করেন অ্যাশলে নার্স। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ২৭ বলে ২৬ রান করেন উইকেটকিপার নমন ওঝা। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ডোয়েন স্মিথ ১৪, ইয়ান বেল ৭, ভরত চিপলি ৯ ও ইকবাল আবদুল্লা ১ রানের যোগদান রাখেন।
হায়দরাবাদের হয়ে ৩ ওভারে ২৭ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন শামিউল্লাহ শিনওয়ারি। স্টুয়ার্ট বিনি ৩ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন। এছাড়া ১টি করে উইকেট নেন নুয়ান প্রদীপ ও বিপুল শর্মা। ৪ ওভারে ৪০ রান খরচ করেও উইকেট পাননি ই𝓡সুরু উদানা।
পালটা ব্যাট করতে নেমে হায়দরাবাদ ꦯএকসময় ১৯ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করে। অর্থাৎ, শেষ ওভারে জয়ের জন্য ১৮ রান দরকার ছিল তাদের। ১৭ রান তুললে ম্যাচ টাই হতো। তবে তীরে এসে তরী ডোবে সুরেশ রায়নাদের। হায়দরাবাদ শেষ ওভারে ১৬ রান সংগ্রহ করে। ফলে ১ রানের অতি সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় তাদ✨ের।
হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৪ রান সংগ্রহ করে। জর্জ ওয়ার্কার ৪৩ বলে ৫২ রান করেন। তিনি ৩টি চার ও ৩🌼টি ছক্কা মারেন। ১৮ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন পিটার ট্রেগো। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন।২০ বলে ২৮ রান করেন গুরকিরৎ সিং মন। মারেন ৩টি চার। সুরেশ রায়না মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন।
ক্যাপিটালসের হয়ে ২টি করে উইকেট নেܫন ধাওয়াল কুলকার্নি ও রাহুল শর্মা। ১টি করে উইকেট নেন পবন সূয়াল ও ক্রিস মফু। ম্যাচের সেরা হন বেন ডাঙ্ক।