শুভব্রত মুখার্জি:- বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে ক্রিকেট খেলিয়ে প্রায় সমস্ত দেশেই রয়েছে তাদের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেট লিগ। মূলত এই লিগগুলোর হাত ধরেই অতিরিক্ত অর্থ উপার্জনের চেষ্টা করে ক্রিকেট বোর্ডগুলো। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও তার ব্যতিক্রম ♎নয়। চলতি টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে লঙ্কা প্রিমিয়র লিগ।
এবার এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ তার পঞ্চম বর্ষে পা রাখতে চলেছে। টি-২০ বিশ্বকাপের পরপরেই এই টুর্নামেন্ট আয়োজন করা হলেও বেশ তারকাখচিত হতে চলেছে এই টুর্ন🦩ামেন্ট। থাকছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস, বাংলাদেশের 'কাটার মাস্টার' মুস্তাফিজুর রহমান, শ্রীলঙ্কার টি-২০ দলে🌺র অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা-সহ একাধিক তারকা।
১ জুলাই থেকে শুরু হবে এলপিএলের পঞ্চম মরশুমের আসর। এবার দেশি, বিদেশি-সহ একাধিক তারকা থাকবেন এই লিগে। পাঁচটি এলপিএল ফ্র্যাঞ্চাইজি রয়েছে। যার মধ্যে থাকবেন একাধিক মার্কি তারকা ক্রিকেটার। লিগে থাকছেন কিউয়ি অলরাউন্ডার গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান।൩ পাশাপাশি থাকছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। পাকিস্তানের শাদাব খান, আগা সলমান। ওয়েস্🍷ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার, ফ্যাভিয়েন অ্যালেন। আফগানিস্তানের মহম্মদ নবি, নুর আহমেদ এবং মুজিব উর রহমান। দক্ষিণ আফ্রিকা থেকে থাকছেন রিলি রসউ, রিজা হেনড্রিক্স।
বিদেশি তারকাদের পাশাপাশ♛ি দেশি অর্থাৎ শ্রীলঙ্কার একাধিক তারকা খেলবেন। রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ইসুরু উদানা, মাহিশ থিকসানা এবং 🐎কুশল মেন্ডিস। টুর্নামেন্টের ডিরেক্টর সামান্থা দোদেওয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।
১ জুলাই থেকে শুরু হয়ে লিগের গ্রুপ পর্ব চলবে ১৬ জুলাই পর্যন্ত। এবারের ফ্র্যাঞ্চাইজি দলগুলো হল ডাম্বুলা সিক্সার্স, গল মার্ভেলস, কলম্বো স্ট্রাইকার্স, জাফনা কিংস এবং ক্যান্ডি। এবারের টুর্নামেন্ট খেলা হবে তিনটি আইকনিক ভেন্যুতে। এই তালিকায় রয়েছে কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রন🌟গিরি ডাম্বুলা আন্তর্জ🦄াতিক ক্রিকেট স্টেডিয়াম এবং ক্যান্ডির পাল্লিকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।