ﷺ আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে এখন রিভার্স শট, ব়্যাম্প শটের মতো উদ্ভাবনী ক্রিকেট শটের অনুশীলন করতে দেখা যায় ব্যাটারদের। ম্যাচ পরিস্থিতি অনুমান করে ব্যাটারদের সামনে টার্গেট ঝুলিয়ে দিয়েও অনুশীলন করান কোচেরা। ২ ওভারে ৩০ রান বাকি, বা শেষ ওভারে ২০ রান দরকার, এমন চ্যালেঞ্জ সামনে নিয়ে ব্যাটার-বোলারদের প্রক্টিস সারতেও দেখা যায়। তবে ছয় বলে ছটি ছক্কা হাঁকানোরও যে অনুশীলন করা হয়, সেটা লখনউ সুপার জায়ান্টস শিবিরে চোখ না রাখলে বোঝা যেত না।
🍎আইপিএল ২০২৫-এর আগে লখনউ সুপার জায়ান্টসের তরুণ তুর্কি আয়ুষ বাদোনি নেটে ব্যাটিং প্র্যাক্টিস সারছিলেন। লখনউয়ের সহকারী কোচ ল্যান্স ক্লুজনার বাদোনির সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ৬ বলে ৬টি ছক্কা হাঁকানোর। আয়ুষ একটিও শব্দ ব্যয় না করে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন।
ඣশুধু চ্যালেঞ্জ গ্রহণ করাই নয়, বরং তিনি ৬টি বলকেই তুলে মারতে সক্ষম হন। সঙ্গত কারণেই প্রশংসাও জোটে কোচের। লখনউ সুপার জায়ান্টস তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই ঘটনার ভিডিয়ো। ক্যাপশনে লেখা হয়, 'আয়ুষ সম্ভবত এটাই ধরে নিয়েছে যে, ল্যান্স যখন বলেছে করতে হবে, তাহলে সেটা করতেই হবে (ল্যান্স নে বোলা করনে কা, মতলব করনে কা)।'
🔜আয়ুষ বাদোনি ২০২২ সাল থেকেই লখনই সুপার জায়ান্টসে রয়েছেন। সেবছর বাদোনিকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে দলে নেয় সুপার জায়ান্টস। এবছর আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে বাদোনিকে ৪ কোটি টাকার বিনিময়ে স্কোয়াডে ধরে রাখে লখনউ। বাদোনি ছাড়াও এবছর লখনউ রিটেন করে নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণোই (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি) ও মহসিন খানকে (৪ কোটি)।
আইপিএল ২০২৫-এর জন্য লখনউ সুপার জায়ান্টসের সম্পূর্ণ স্কোয়াড
ﷺঋষভ পন্ত (ক্যাপ্টেন), নিকোলাস পুরান, আরিয়ান জুয়েল, আবদুল সামাদ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, হিম্মত সিং, ম্যাথিউ ব্রিৎজকে, এডেন মার্করাম, অর্শিন কুলকার্নি, মিচেল মার্শ, রাজবর্ধন হাঙ্গার্গেকর, শাহবাজ আহমেদ, যুবরাজ চৌধরী, আকাশ দীপ, আকাশ সিং, আবেশ খান, দিগ্বেশ সিং, এম সিদ্ধার্থ, মায়াঙ্ক যাদব, মহসিন খান, প্রিন্স যাদব, রবি বিষ্ণোই ও শামার জোসেফ।
আইপিএল ২০২৫-এর জন্য লখনউ সুপার জায়ান্টসের সাপোর্ট স্টাফ
🉐মেন্টর- জাহির খান, হেড কোচ- জাস্টিন ল্যাঙ্গার, সহকারী কোচ- ল্যান্স ক্লুজনার, সহকারী কোচ- শ্রীধরণ শ্রীরাম, সহকারী কোচ- জন্টি রোডস, সহকারী কোচ- প্রবীণ তাম্বে, ক্রিকেট কনসালট্যান্ট- অ্যাডাম ভোজেস।