শুভব্রত মুখার্জি:- মাত্র কয়েকদিন আগের ঘটনা, চলতি আইপিএলে সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টস।ম্যাচে ৯.৪ ওভারে ১৬৭♎ রান তুলে নিয়ে দশ উইকেটের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে🎐ছিল সানরাইজার্স হায়দরাবাদ।সেই ম্যাচের পরেই বাউন্ডারির ধারে দাঁড়িয়ে দলনায়ক কেএল রাহুলকে রাগতভাবে বকাঝকা করতে দেখা যায় দল মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে।ঘটনা নিয়ে নিন্দার ঝড় ওঠে। যদিও কোনপক্ষ বিষয়টি নিয়ে মুখ খোলেননি। এরপরেই মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় সুপার জায়ান্টস।ম্যাচের আগেই সঞ্জীব গোয়েঙ্কার দিল্লির বাড়িতে আমন্ত্রণ রক্ষা করতে যান কেএল রাহুল। সেই ছবি দেখেই দুজনের মধ্যে 'ঝড়' থামার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আর এবার মঙ্গলবার রাতে দিল্লির বিরুদ্ধে ম্যাচে যেন ঘটল তার প্রতিফলন।
আরও পড়ুন-IPL 2024- ইমপ্যাক্ট প্লেয়ার ইস্যুতে রোহিতের বিপরীত মেরুতে শাস্ত্রী, বললেন 🐲𒀰মানিয়ে নিতে
ম্যাচে দিল্লির ক্যারিবিয়ান ব্যাটার শাই হোপের একটি দুরন্ত ক্যাচ নিলেন কেএল রাহুল। গ্যালারিতে উপস্থিত ছিলেন দল মালিক সঞ্জীব গোয়েঙ্কা।তিনি দাঁড়িয়ে হাততালি দিয়ে ক্যাচটি তালুবন্দি করার জন্য বাহবা জানান রাহুলকে। এই ম্যাচে কিপিং না করার সিদ্ধান্ত নেন রাহুল। কি🍬পিংয়ের দায়িত্ব পালন করে🍸ন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কুইন্টন ডি'কক।
রাহুলকে দেখা যায় কভার অ⛄ঞ্চলে ফিল্ডিং করতে। শাই হোপ একটি কভার ড্রাইভ করেন। প্রথমে ঝাঁপিয়ে পড়ে বলটি ধরতে গিয়ে একটু ভুল করে বসেছিলেন রাহুল তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তিনি বলটি তালুবন্দি করেন।এরপরেই গ্যালারিতে থাকা সঞ্জীব গোয়েঙ্কা দাঁড়িয়ে বাহবা দেন রাহুলকে।
এই ম্যাচের আগেই সঞ্জীব গোয়েঙ্কা নিজের দিল্লির বাড়িতে আমন্ত্রণ জানান কেএল রাহুলকে। সেখানে মুখোমুখি হন দুই ক্রিকেটপ্রেমী। একে অপরকে তারা আলিঙ্গন করেন। দুজনের মধ্যে বরফ গলার ইঙ্গ🌟িত পাওয়া যায় এই মিটিংয়ের ছবিত♎েই। এরপর এদিনের মাঠেও বেশ ইতিবাচক ছবি ধরা পড়ল। ম্যাচে টসে জেতে লখনউ সুপার জায়ান্টস।তারা দিল্লিকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২০৮ রান তোলে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ১৯ রান দুরে থেমে যায় লখনউয়ের ইনিংস।