🌃 দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএলে হেরে গেছে লখনউ সুপার জায়ান্টস। এবারের আইপিএলে অন্যতম সেরা বোলিং লাইন আপ লখনউ দলের। কিন্তু দিল্লির বিপক্ষে হারের পরই অস্বস্তি লখনউ শিবিরে। যে দল ১৬৩ রান করেও এবারে গুজরাটকে হারিয়ে দিয়েছিল,সেই দলের কি এমন হল? অধিনায়ক মুখে স্পষ্ট আকারে না বললেও মায়াঙ্ক যাদবের চোট যে দলকে একটু হলেও সমস্যায় ফেলেছে তা এক প্রকার স্পষ্ট। যদিও গুজরাটের বিপক্ষে মায়াঙ্ককে ব্যবহার করতে পারেনি লখনউ। দিল্লির বিপক্ষেও উরুতে ব্যথার জন্য মায়াঙ্ক খেলতে পারেননি। সামনে দুটো ম্যাচেও তার থাকার সম্ভাবনা নেই। পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রান ডিফেন্ড করতে বড় ভূমিকা যে ছিল মায়াঙ্কের। তাই তাকে দিল্লির বিপক্ষে তার অভাব ভালো রকমই টের পেয়েছেন রাহুল।
🌺ম্যাচের পরই সাংবাদিক সম্মেলনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে মায়াঙ্কের চোটের আপডেট নিয়ে। ১৫৬-র বেশি গতিবেগে বল করা ভারতীয় বোলারকে মাঠে দেখতে চান দর্শকরা। সচরাচর বিদেশী বোলারদেরই এমন গতি ও লাইন লেন্থে বল করতে দেখা যায়। সেখানে ভূমিপুত্রের খেলা দেখার জন্য আইপিএলপ্রেমীরা অপেক্ষায় রয়েছে।
ꦛআরও পড়ুন- IPL 2024-দর্শকরা যত বিদ্রুপ করবে ভালো খেললে ততই…হার্দিকের জন্য যুক্তি সাজালেন ইশান
👍এরই মধ্যে লোকেশ রাহুল জানালেন ,'ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছেন মায়াঙ্ক। চোটের অবস্থা খুব ভালো বা খারাপ কোনওটাই নয়। ও এখন তরুণ। তাই শরীরের কথা ভেবেই কয়েকটা ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে। আর হয়ত কয়েকটা ম্যাচ, তারপরই ফিরবে'।
🦩আরও পড়ুন- IPL 2024- ভারতীয় দল থেকে বিরতিটা দরকার ছিল, বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন ইশান
🌄এর আগে লখনউ দলের কোচ তথা প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা জাস্টিন ল্যাঙ্গার বলেছিলেন ,'আগের ম্যাচের আগেই মায়াঙ্কের উরুর পেশি একটু শক্ত লাগছিল। সেই সময় সামান্য ব্যথা ছিল। চিকিৎসক এবং ফিজিরও পারমর্শ নিয়েই ওকে খেলাই। প্রথম ওভারের পরই মায়াঙ্ক জানায়, একটু অসুবিধা হচ্ছে। এরপর এমআরআই করা হয়। দেখা যায়, সেখানে সামান্য ফুলে রয়েছে। তাই আপাতত চাপ দিচ্ছি না। আশা করছি খুব দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরবে মায়াঙ্ক'।
🎃আরও পড়ুন-IPL 2024-শূন্যের লজ্জার রেকর্ড ম্যাক্সওয়েলের, ধরে ফেললেন রোহিত-কার্তিককে
𒈔এবারের আইপিএলে প্রথমে পঞ্জাব এবং পরের ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পরপর দুই ম্যাচে তিনটি করে উইকেট নেন দিল্লি থেকে উঠে আসা এই বোলার। এবারের আইপিএলের দ্রততম বলও করেন ২১ বছর বয়সি মায়াঙ্ক। এরপরই তাঁকে জাতীয় দলে মহম্মদ সামির পরিবর্ত হিসেবে টি২০ বিশ্বকাপের স্কোয়াডে নেওয়ার জল্পনা শুরু হয়েছিল। এরই মধ্যে চোটের জন্য ছিটকে যান তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রবিবার ইডেন গার্ডেন্সে খেলতে পারবেন না এই পেসার।